ETV Bharat / city

I-PAC : ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের ছাড়াতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল - ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের 'ছাড়াতে' প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

ত্রিপুরায় একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখার নামে আটকে রাখা হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের ৷ তাঁদের মুক্ত করতেই পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন তিন তৃণমূল নেতা ৷ তাঁরা বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দেবেন ৷

ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের 'ছাড়াতে' প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল
ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের 'ছাড়াতে' প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল
author img

By

Published : Jul 27, 2021, 8:34 PM IST

কলকাতা, 27 জুলাই : লড়াইয়ে বিজেপিকে পর্যুদস্তু করতে ত্রিপুরাকেই হটস্পট হিসাবে বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল । উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে সংগঠন মজবুত করতে তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির । আর ঠিক সেই সময় দলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) কর্মীদের 'আটকে' রাখার অভিযোগ উঠেছে আগরতলায় । এই অবস্থায় রাজ্যের তিন নেতাকে ত্রিপুরা পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার সকালেই আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ।

গত এক সপ্তাহ ধরে আগরতলা-সহ গোটা রাজ্যে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাকের টিম তৃণমূলের হয়ে জনমত সমীক্ষা চালাচ্ছে । অভিযোগ, রবিবার রাত একটা থেকে ত্রিপুরার একটি হোটেলে আটক করে রাখা হয়েছে 23 জন আইপ্যাক কর্মীকে । পরিচয় জানার নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । যদিও ত্রিপুরার পুলিশের দাবি, করোনার সময় রাজ্যের হোটেলে বহিরাগতরা থাকছিলেন । তাঁরা কোভিড বিধি ভাঙছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । তাই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওঁদের ।

তৃণমূল সূত্রে খবর, বুধবার সকাল 9টা 20 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা । আগরতলা পৌঁছে আইপ্যাকের 23 জন কর্মীকে মুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তাঁদের । আইপ্যাকের কর্মীদের মুক্ত করার পাশাপাশি দলীয় সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন তাঁরা । কথা হতে পারে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও ।

ত্রিপুরা পুলিশের তরফে যে কোয়ারেন্টাইনের যুক্তি দেওয়া হয়েছে তা মানতে নারাজ তৃণমূল । ত্রিপুরার তৃণমূলের রাজ্য সভাপতি আশিসলাল সিং বলেন, "রুটিন জিজ্ঞাসাবাদের নামে পিকের টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে । এটা গণতান্ত্রিক কাঠামোয় কুঠারাঘাত । একজন ত্রিপুরাবাসী হিসাবে আমি লজ্জিত ।" প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কর্মীরা । তারপরই সে রাজ্যে তিন সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ।

ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের আরও অভিযোগ, এর আগে পুলিশ নামিয়ে তাঁদের শহিদ দিবসের কর্মসূচিও বানচাল করে দেওয়ার চেষ্টা করে বিপ্লব দেবের সরকারের পুলিশ । তাঁদের দাবি, 2023-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল খুঁটি পোঁতার চেষ্টা করাতেই, তা ঠেকাতে নেমেছে বিজেপি । সে কারণেই তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আসা আইপ্যাক কর্মীদের আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ ।

আরও পড়ুন : TMC 21 July : পিকে-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মমতা দিলেন আগামীর তৃণমূল গড়ার আহ্বান

কলকাতা, 27 জুলাই : লড়াইয়ে বিজেপিকে পর্যুদস্তু করতে ত্রিপুরাকেই হটস্পট হিসাবে বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল । উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে সংগঠন মজবুত করতে তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির । আর ঠিক সেই সময় দলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) কর্মীদের 'আটকে' রাখার অভিযোগ উঠেছে আগরতলায় । এই অবস্থায় রাজ্যের তিন নেতাকে ত্রিপুরা পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার সকালেই আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ।

গত এক সপ্তাহ ধরে আগরতলা-সহ গোটা রাজ্যে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাকের টিম তৃণমূলের হয়ে জনমত সমীক্ষা চালাচ্ছে । অভিযোগ, রবিবার রাত একটা থেকে ত্রিপুরার একটি হোটেলে আটক করে রাখা হয়েছে 23 জন আইপ্যাক কর্মীকে । পরিচয় জানার নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । যদিও ত্রিপুরার পুলিশের দাবি, করোনার সময় রাজ্যের হোটেলে বহিরাগতরা থাকছিলেন । তাঁরা কোভিড বিধি ভাঙছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । তাই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওঁদের ।

তৃণমূল সূত্রে খবর, বুধবার সকাল 9টা 20 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা । আগরতলা পৌঁছে আইপ্যাকের 23 জন কর্মীকে মুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তাঁদের । আইপ্যাকের কর্মীদের মুক্ত করার পাশাপাশি দলীয় সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন তাঁরা । কথা হতে পারে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও ।

ত্রিপুরা পুলিশের তরফে যে কোয়ারেন্টাইনের যুক্তি দেওয়া হয়েছে তা মানতে নারাজ তৃণমূল । ত্রিপুরার তৃণমূলের রাজ্য সভাপতি আশিসলাল সিং বলেন, "রুটিন জিজ্ঞাসাবাদের নামে পিকের টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে । এটা গণতান্ত্রিক কাঠামোয় কুঠারাঘাত । একজন ত্রিপুরাবাসী হিসাবে আমি লজ্জিত ।" প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কর্মীরা । তারপরই সে রাজ্যে তিন সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ।

ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের আরও অভিযোগ, এর আগে পুলিশ নামিয়ে তাঁদের শহিদ দিবসের কর্মসূচিও বানচাল করে দেওয়ার চেষ্টা করে বিপ্লব দেবের সরকারের পুলিশ । তাঁদের দাবি, 2023-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল খুঁটি পোঁতার চেষ্টা করাতেই, তা ঠেকাতে নেমেছে বিজেপি । সে কারণেই তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আসা আইপ্যাক কর্মীদের আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ ।

আরও পড়ুন : TMC 21 July : পিকে-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মমতা দিলেন আগামীর তৃণমূল গড়ার আহ্বান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.