ETV Bharat / city

TMC Planning for Assembly Elections 2022 :গোয়া-মনিপুরে লড়াই, বাকি তিন রাজ্যে ময়দানে নেই তৃণমূল

author img

By

Published : Jan 10, 2022, 3:48 PM IST

সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, গোয়ার পাশাপাশি মনিপুরেও প্রার্থী দিতে পারে তৃণমূল (TMC is planning to fight in goa and manipur assembly elections)

Assembly Elections 2022
গোয়া,মনিপুরে প্রার্থী দিলেও বাকি তিন রাজ্যে প্রার্থী নাও দিতে পারে তৃণমূল

কলকাতা, 10 ডিসেম্বর : ইতিমধ্যেই পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ( Assembly Elections 2022) ৷ সামনেই উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পঞ্জাব ও মনিপুরে বিধানসভা নির্বাচন ৷ গোয়ায় বিধানসভার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও বাকি চার রাজ্যের মধ্যে তিন রাজ্যের ভোটে প্রার্থী নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস । তবে প্রার্থী দেওয়া হবে মণিপুর বিধানসভা নির্বাচনে (TMC is planning to fight in goa and manipur assembly elections) ৷ ঘাসফুল শিবির সূত্রে এমনটাই খবর ৷

করোনা আবহের মধ্যেও শনিবার এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না । এক্ষেত্রে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে তৃণমূল সমর্থন করবে ৷ 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল এরাজ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন জানিয়েছিল। সেই রাজনৈতিক সৌজন্যের কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস এবার সপা'কে সমর্থন জানাতে পারে । একই সঙ্গে জানা গেছে, প্রয়োজনে অখিলেশ যাদবের অনুরোধে উত্তরপ্রদেশে প্রচারেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মমতার

তবে উত্তরাখণ্ড এবং পঞ্জাববের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে না তৃণমূল কংগ্রেস । কারণ দায়িত্ব নেওয়ার সময়ই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস সেখানেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে ৷ শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য কোনও রাজ্যে ভোট যুদ্ধে নামবে না তৃণমূল । তবে মনিপুরে সম্ভবত কয়েকটি আসনে প্রার্থী দেবে ঘাসফুল শিবির ৷ তবে ঠিক কটি আসনে প্রার্থী দেওয়া হবে তা ঠিক হয়নি ৷ সেক্ষেত্রে নিজেদের শক্তি বিচার করে, জেতার সম্ভাবনা রয়েছে এমন কয়েকটি আসনেই শুধুমাত্র প্রার্থী দিতে পারে তৃণমূল ।

তবে তৃণমূল শিবিরের পাখির চোখ এখন গোয়া বিধানসভার নির্বাচন ৷ তৃণমূল সূত্রে খবর, গোয়ায় দল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে । সে ক্ষেত্রে 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় 30 আসনেই লড়াই করতে পারে তৃণমূল । বাকি 10টি আসন তারা ছাড়তে পারে জোট সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর গোয়াতেই রয়েছেন । গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর । গোয়ায় সংগঠনের ক্ষেত্রে তৃণমূল দায়িত্ব দিয়েছে মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তীকে । মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর ৷ এক্ষেত্রে 30 এবং 10 আসনের রফাসূত্র মেনে নিয়েছে দুই দল । যতদূর জানা গিয়েছে, আপাতত করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে না গেলেও সেখানে দলের হয়ে প্রচার চালাবেন মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীরা । এছাড়া বাড়তি দায়িত্বে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও । তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রকেও এই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে । সোমবার থেকে 16 তারিখ পর্যন্ত বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল । এরপর আগামী 17 তারিখ দলের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে । সেক্ষেত্রে 21 জানুয়ারি থেকেই দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে ।

কলকাতা, 10 ডিসেম্বর : ইতিমধ্যেই পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ( Assembly Elections 2022) ৷ সামনেই উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পঞ্জাব ও মনিপুরে বিধানসভা নির্বাচন ৷ গোয়ায় বিধানসভার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও বাকি চার রাজ্যের মধ্যে তিন রাজ্যের ভোটে প্রার্থী নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস । তবে প্রার্থী দেওয়া হবে মণিপুর বিধানসভা নির্বাচনে (TMC is planning to fight in goa and manipur assembly elections) ৷ ঘাসফুল শিবির সূত্রে এমনটাই খবর ৷

করোনা আবহের মধ্যেও শনিবার এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না । এক্ষেত্রে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে তৃণমূল সমর্থন করবে ৷ 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল এরাজ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন জানিয়েছিল। সেই রাজনৈতিক সৌজন্যের কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস এবার সপা'কে সমর্থন জানাতে পারে । একই সঙ্গে জানা গেছে, প্রয়োজনে অখিলেশ যাদবের অনুরোধে উত্তরপ্রদেশে প্রচারেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মমতার

তবে উত্তরাখণ্ড এবং পঞ্জাববের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে না তৃণমূল কংগ্রেস । কারণ দায়িত্ব নেওয়ার সময়ই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস সেখানেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে ৷ শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য কোনও রাজ্যে ভোট যুদ্ধে নামবে না তৃণমূল । তবে মনিপুরে সম্ভবত কয়েকটি আসনে প্রার্থী দেবে ঘাসফুল শিবির ৷ তবে ঠিক কটি আসনে প্রার্থী দেওয়া হবে তা ঠিক হয়নি ৷ সেক্ষেত্রে নিজেদের শক্তি বিচার করে, জেতার সম্ভাবনা রয়েছে এমন কয়েকটি আসনেই শুধুমাত্র প্রার্থী দিতে পারে তৃণমূল ।

তবে তৃণমূল শিবিরের পাখির চোখ এখন গোয়া বিধানসভার নির্বাচন ৷ তৃণমূল সূত্রে খবর, গোয়ায় দল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে । সে ক্ষেত্রে 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় 30 আসনেই লড়াই করতে পারে তৃণমূল । বাকি 10টি আসন তারা ছাড়তে পারে জোট সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর গোয়াতেই রয়েছেন । গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর । গোয়ায় সংগঠনের ক্ষেত্রে তৃণমূল দায়িত্ব দিয়েছে মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তীকে । মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর ৷ এক্ষেত্রে 30 এবং 10 আসনের রফাসূত্র মেনে নিয়েছে দুই দল । যতদূর জানা গিয়েছে, আপাতত করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে না গেলেও সেখানে দলের হয়ে প্রচার চালাবেন মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীরা । এছাড়া বাড়তি দায়িত্বে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও । তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রকেও এই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে । সোমবার থেকে 16 তারিখ পর্যন্ত বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল । এরপর আগামী 17 তারিখ দলের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে । সেক্ষেত্রে 21 জানুয়ারি থেকেই দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.