কলকাতা, 10 ডিসেম্বর : ইতিমধ্যেই পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ( Assembly Elections 2022) ৷ সামনেই উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পঞ্জাব ও মনিপুরে বিধানসভা নির্বাচন ৷ গোয়ায় বিধানসভার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও বাকি চার রাজ্যের মধ্যে তিন রাজ্যের ভোটে প্রার্থী নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস । তবে প্রার্থী দেওয়া হবে মণিপুর বিধানসভা নির্বাচনে (TMC is planning to fight in goa and manipur assembly elections) ৷ ঘাসফুল শিবির সূত্রে এমনটাই খবর ৷
করোনা আবহের মধ্যেও শনিবার এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না । এক্ষেত্রে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে তৃণমূল সমর্থন করবে ৷ 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল এরাজ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন জানিয়েছিল। সেই রাজনৈতিক সৌজন্যের কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস এবার সপা'কে সমর্থন জানাতে পারে । একই সঙ্গে জানা গেছে, প্রয়োজনে অখিলেশ যাদবের অনুরোধে উত্তরপ্রদেশে প্রচারেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন : করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মমতার
তবে উত্তরাখণ্ড এবং পঞ্জাববের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে না তৃণমূল কংগ্রেস । কারণ দায়িত্ব নেওয়ার সময়ই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস সেখানেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে ৷ শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য কোনও রাজ্যে ভোট যুদ্ধে নামবে না তৃণমূল । তবে মনিপুরে সম্ভবত কয়েকটি আসনে প্রার্থী দেবে ঘাসফুল শিবির ৷ তবে ঠিক কটি আসনে প্রার্থী দেওয়া হবে তা ঠিক হয়নি ৷ সেক্ষেত্রে নিজেদের শক্তি বিচার করে, জেতার সম্ভাবনা রয়েছে এমন কয়েকটি আসনেই শুধুমাত্র প্রার্থী দিতে পারে তৃণমূল ।
তবে তৃণমূল শিবিরের পাখির চোখ এখন গোয়া বিধানসভার নির্বাচন ৷ তৃণমূল সূত্রে খবর, গোয়ায় দল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে । সে ক্ষেত্রে 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় 30 আসনেই লড়াই করতে পারে তৃণমূল । বাকি 10টি আসন তারা ছাড়তে পারে জোট সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর গোয়াতেই রয়েছেন । গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর । গোয়ায় সংগঠনের ক্ষেত্রে তৃণমূল দায়িত্ব দিয়েছে মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তীকে । মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর ৷ এক্ষেত্রে 30 এবং 10 আসনের রফাসূত্র মেনে নিয়েছে দুই দল । যতদূর জানা গিয়েছে, আপাতত করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে না গেলেও সেখানে দলের হয়ে প্রচার চালাবেন মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীরা । এছাড়া বাড়তি দায়িত্বে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও । তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রকেও এই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে । সোমবার থেকে 16 তারিখ পর্যন্ত বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল । এরপর আগামী 17 তারিখ দলের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে । সেক্ষেত্রে 21 জানুয়ারি থেকেই দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে ।