কলকাতা, 27 ডিসেম্বর : তাঁদের দাম্পত্য কলহ কারও অজানা নয় ৷ স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে দীর্ঘদিন অন্যত্র থাকেন শোভন চট্টোপাধ্যায় ৷ বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন তাঁর 'সুখের সংসার' ৷ এমনকী রত্নাকে বাড়িছাড়া করার সবরকম চেষ্টা করছেন বৈশাখি ৷ বান্ধবীর সঙ্গে জোট বেঁধে জোর গলায় রত্নার চরিত্রের দিকে আঙুল তুলেছেন ৷ এতসব সত্ত্বেও স্বামী শোভন চট্টেপাধ্যায়কে 'মিস' করছেন রত্না !
তখন রত্না সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না ৷ তবে রাজনীতির সঙ্গে ছিল ভরপুর যোগাযোগ ৷ কলকাতা পৌরনিগমের মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী হিসেবে ছোট লালবাড়িতে বহুবার গিয়েছেন ৷ কাছ থেকে স্বামীকে কাজ করতে দেখেছেন ৷ সেভাবেই দেখেই অভ্যস্ত ছিলেন ৷ কিন্তু সময়ের সঙ্গে আজ অনেক কিছুই বদলে গিয়েছে ৷ একসময়ের দাপুটে রাজনীতিক শোভন চট্টোপাধ্যায় আজ তাঁর ছায়ামাত্র ৷ তৃণমূল কংগ্রেস ছাড়ার পর বিজেপির হাত ধরে রাজনীতির মূলস্ত্রোতে ফেরার চেষ্টা করেছিলেন ঠিকই ৷ কিন্তু সেখানেও নিজেকে মানিয়ে নিতে পারেননি ৷ আজ রাজনীতি নয়, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় শিরোনামে থাকেন শোভন চট্টোপাধ্যায় ৷ স্ত্রী রত্না ও ছেলেমেয়েদের ছেড়ে অন্যত্র থাকেন ৷ তাঁদের দাম্পত্য কলহ প্রতিটি মানুষের মুখে মুখে ৷
সম্প্রতি 131 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে আজ কাউন্সিলর পদে শপথ নিয়েছেন রত্না চট্টোপাধ্যায় ৷ আর জীবনের এই নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে শোভনকে খুব মিস করছেন তিনি ৷ আজ কাউন্সিলর হিসেবে কলকাতা কর্পোরেশনে পা দিলেও, কোথাও নেই শোভন ৷ কর্পোরেশনে ঢুকে নস্ট্যালজিয়ায় ডুবে গিয়েছিলেন ৷ অতীতের বহু সুখস্মৃতি ভেসে উঠেছিল ৷ স্মৃতিমেদুর বেহালা পূর্বের বিধায়ক বললেন, "মিথ্যে বলব না, শোভনকে সত্যই মিস করছি ৷ উনি যখন মেয়র ছিলেন, আমি ওনার স্ত্রী হিসেবে আসতাম ৷ সেখানে আজ আমি কর্পোরেশনে রয়েছি, কিন্তু উনি নেই ৷ মনে কোনায় একটা খারাপ লাগা তো আছেই ৷"
আরও পড়ুন : স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন
তবে বাস্তবটা মেনে নিচ্ছেন নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর ৷ অতীতের খারাপ লাগা ঝেড়ে ফেলে সামনের দিকে এগোনোর বার্তা তাঁর মুখে ৷ বলছেন, "আমার অবশ্য বেশি মিস করে লাভ নেই ৷ এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে ৷ এখন আমাদের মেয়র ববিদা ৷ তাঁকে সামনে রেখে কাজ করতে হবে ৷ নিজের এলাকার মানুষের কাছে কীভাবে সবরকম পৌর পরিষেবা পৌঁছে দেওয়া যায়, এখন সেটাই আমার কাজ ৷"
এর পাশাপাশি আগামী পাঁচবছরে কীভাবে মানুষের পাশে থাকবেন সেই বিষয়ে নিজের পরিকল্পনা জানালেন রত্না ৷ একজন বিধায়ক ও কাউন্সিলরের কাজের মধ্যে তফাৎ কোথায় ? তাও জানালেন ৷ রত্নার কথায়, "কলকাতা পৌরনিগমের কাউন্সিলর হওয়া মানে মানুষের কাছে সবরকম পৌর পরিষেবা পৌঁছে দেওয়া ৷ শোভনবাবু যা পরিষেবা দিতেন আমিও সেই পরিষেবাই দেব ৷ তবে সবার ভাবনা আলাদা ৷ আমার এলাকার সৌন্দর্যায়নে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো ভেবে দেখতে হবে ৷ কর্পোরেশনের কাউন্সিলরদের কাজ হল তৃণমূল স্তর থেকে ৷ মানুষের সঙ্গে জনসংযোগ রাখতে হয় ৷ এখানে প্রতিদিন কাজ করতে হয় ৷ এমন কাজ করা উচিত যাতে পাঁচবছর পর ভোট চাইতে গেলে মানুষ যেন অভিযোগ না করতে পারে ৷"
আরও পড়ুন : Sovan-Baishakhi : রত্না ব্যাভিচারী, জোড়ে আক্রমণ শোভন-বৈশাখীর
নতুন পৌর প্রতিনিধি হিসেবে এই প্রথম কলকাতা কর্পোরেশনে পা রেখেছিলেন 96 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীও । অনুভব করেছেন বাবা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর অনুপস্থিতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর উপর অগাধ আস্থা ৷ সেই আস্থা রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ বসুন্ধরার সামনে ৷