ETV Bharat / city

TMC condemns Kaali Poster: কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের কড়া নিন্দা তৃণমূলের

কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের কড়া নিন্দায় সরব হল তৃণমূল কংগ্রেস (TMC condemns Kaali Poster)৷ পোস্টার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

tmc-defends-mp-mahua-moitra-on-kaali-controversy-but-not-support-her-words
tmc-defends-mp-mahua-moitra-on-kaali-controversy-but-not-support-her-words
author img

By

Published : Jul 8, 2022, 11:13 AM IST

কলকাতা, 8 জুলাই: মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে যখন রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে, তখনই কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের সমালোচনায় সরব হল তৃণমূল ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, পোস্টারের দৃষ্টিভঙ্গির কড়া নিন্দা করছে তৃণমূল ৷

কালী বিতর্ক নিয়ে বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে মুখ খোলে তৃণমূল কংগ্রেস (TMC condemns Kaali Poster) ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘কোনও ভাবেই কোনও ধর্মকে আঘাত করে, এমন মন্তব্য আমরা সমর্থন করি না ৷ তবে, কালী পুজোর পদ্ধতি নিয়ে ভিন্নতা রয়েছে ৷ সেখানে এই বিষয় নিয়ে বলতে গিয়ে মহুয়া যা বলেছে, তাকেও দল সমর্থন করে না ৷"

কুণাল আরও বলেছেন, ‘‘‘কালী’ সিনেমার যে পোস্টার নিয়ে এই বিতর্কের সূত্রপাত, সেই পোস্টার এবং দৃষ্টিভঙ্গির কড়া নিন্দা করছে তৃণমূল ৷ সংবিধান সমস্ত মানুষকে অধিকার দিয়েছে নিজস্ব ধর্ম পালনের ৷ প্রত্যেকের নিজের নিজের ধর্ম চর্চা ও অনুশীলন করার অধিকার রয়েছে ৷ যিনি বা যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা সংবিধানের বিরোধিতা করছেন ৷’’

আরও পড়ুন: Mamata Banerjee: ভুল শুধরে নেওয়া যায়, মহুয়ার মন্তব্য বিতর্কের মাঝে বললেন মমতা

মহুয়ার মন্তব্যকে নিয়ে অকারণ জলঘোলা করা হচ্ছে বলে দাবি করেন কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক সমস্যা থেকে মুখ ঘোরাতেই, বিজেপি এই ধরনের ধর্মীয় বিতর্ক তৈরি করছে ৷

কলকাতা, 8 জুলাই: মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে যখন রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে, তখনই কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের সমালোচনায় সরব হল তৃণমূল ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, পোস্টারের দৃষ্টিভঙ্গির কড়া নিন্দা করছে তৃণমূল ৷

কালী বিতর্ক নিয়ে বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে মুখ খোলে তৃণমূল কংগ্রেস (TMC condemns Kaali Poster) ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘কোনও ভাবেই কোনও ধর্মকে আঘাত করে, এমন মন্তব্য আমরা সমর্থন করি না ৷ তবে, কালী পুজোর পদ্ধতি নিয়ে ভিন্নতা রয়েছে ৷ সেখানে এই বিষয় নিয়ে বলতে গিয়ে মহুয়া যা বলেছে, তাকেও দল সমর্থন করে না ৷"

কুণাল আরও বলেছেন, ‘‘‘কালী’ সিনেমার যে পোস্টার নিয়ে এই বিতর্কের সূত্রপাত, সেই পোস্টার এবং দৃষ্টিভঙ্গির কড়া নিন্দা করছে তৃণমূল ৷ সংবিধান সমস্ত মানুষকে অধিকার দিয়েছে নিজস্ব ধর্ম পালনের ৷ প্রত্যেকের নিজের নিজের ধর্ম চর্চা ও অনুশীলন করার অধিকার রয়েছে ৷ যিনি বা যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা সংবিধানের বিরোধিতা করছেন ৷’’

আরও পড়ুন: Mamata Banerjee: ভুল শুধরে নেওয়া যায়, মহুয়ার মন্তব্য বিতর্কের মাঝে বললেন মমতা

মহুয়ার মন্তব্যকে নিয়ে অকারণ জলঘোলা করা হচ্ছে বলে দাবি করেন কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক সমস্যা থেকে মুখ ঘোরাতেই, বিজেপি এই ধরনের ধর্মীয় বিতর্ক তৈরি করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.