কলকাতা, 18 নভেম্বর : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল ৷ দলের তরফে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন দেখা করেন অমিত শাহের সঙ্গে । তাঁদের অভিযোগ, "পশ্চিমবঙ্গে একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল ৷ যেটা সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী ৷ "
সুদীপবাবু বলেন,"রাজ্যের কয়েকটি জায়গায় পরিদর্শনে যেতে চান রাজ্যপাল ৷ কিন্তু সে ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে চলা প্রয়োজন ৷ আমাদের রাজ্য সরকার সংবিধান অনুযায়ী সে সমস্ত নিয়ম অনুসরণ করার জন্য প্রস্তুত ৷ " তিনি আরও বলেন, "আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যে তিনি যেন রাজ্যপালকে ডেকে পাঠান ৷ তাঁকে উপদেশ দেন ও এ বিষয়ে পথপ্রদর্শন করেন ৷ "
আরও পড়ুন : রাজ্যপালের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ তৃণমূলের
সংসদের অধিবেশনের আগে ছিল সর্বদলীয় বৈঠক । রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণ নিয়ে সর্বদল বৈঠকে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা । ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ পাশাপাশি তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের আচরণ এ রকম চলতে থাকলে সংসদের অধিবেশনেও তাঁরা প্রতিবাদে সরব হবেন ৷
যদিও এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে ছাড়েননি রাজ্যপাল ৷ তিনি বলেন, "রাজনীতি করা আমার কাজ নয় । সাংবিধানিক ভাবে আমি দায়িত্ব পালন করছি । এই দায়িত্ব পালনের মধ্যে নৈতিক মূল্যবোধ রয়েছে । আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্যের প্রতিটি কোণায় যেতে চাই । রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছি এই দায়িত্ব পালনের জন্যই ৷
প্রসঙ্গত, শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত অব্যাহত । রাজ্যপাল জগদীপ ধনকড় বিভিন্ন ইশুকে সামনে রেখে কখনও রাজ্য সরকার, কখনও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন । যা ভালোভাবে নেয়নি শাসকদল ৷ পালটা শাসকদলের নেতা-কর্মীরাও রাজ্যপালকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তবে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানানো হল তৃণমূলের তরফে ।