ETV Bharat / city

রাজ্যপালের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ তৃণমূলের, পালটা প্রতিক্রিয়া রাজ্যপালের - governor

তৃণমূলের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানানো হয় ৷ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, " রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল ৷" যার পালটা রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতিক্রিয়া, "রাজনীতি করা আমার কাজ নয় । সাংবিধানিক ভাবে আমি দায়িত্ব পালন করছি । "

রাজ্যপালের নামে নালিশ তৃণমূলের
author img

By

Published : Nov 18, 2019, 1:53 AM IST

Updated : Nov 18, 2019, 11:23 PM IST

কলকাতা, 18 নভেম্বর : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল ৷ দলের তরফে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন দেখা করেন অমিত শাহের সঙ্গে । তাঁদের অভিযোগ, "পশ্চিমবঙ্গে একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল ৷ যেটা সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী ৷ "

সুদীপবাবু বলেন,"রাজ্যের কয়েকটি জায়গায় পরিদর্শনে যেতে চান রাজ্যপাল ৷ কিন্তু সে ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে চলা প্রয়োজন ৷ আমাদের রাজ্য সরকার সংবিধান অনুযায়ী সে সমস্ত নিয়ম অনুসরণ করার জন্য প্রস্তুত ৷ " তিনি আরও বলেন, "আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যে তিনি যেন রাজ্যপালকে ডেকে পাঠান ৷ তাঁকে উপদেশ দেন ও এ বিষয়ে পথপ্রদর্শন করেন ৷ "

আরও পড়ুন : রাজ্যপালের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ তৃণমূলের

সংসদের অধিবেশনের আগে ছিল সর্বদলীয় বৈঠক । রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণ নিয়ে সর্বদল বৈঠকে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা । ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ পাশাপাশি তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের আচরণ এ রকম চলতে থাকলে সংসদের অধিবেশনেও তাঁরা প্রতিবাদে সরব হবেন ৷

যদিও এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে ছাড়েননি রাজ্যপাল ৷ তিনি বলেন, "রাজনীতি করা আমার কাজ নয় । সাংবিধানিক ভাবে আমি দায়িত্ব পালন করছি । এই দায়িত্ব পালনের মধ্যে নৈতিক মূল্যবোধ রয়েছে । আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্যের প্রতিটি কোণায় যেতে চাই । রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছি এই দায়িত্ব পালনের জন্যই ৷

শুনুন ভিডিয়োয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য...

প্রসঙ্গত, শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত অব্যাহত । রাজ্যপাল জগদীপ ধনকড় বিভিন্ন ইশুকে সামনে রেখে কখনও রাজ্য সরকার, কখনও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন । যা ভালোভাবে নেয়নি শাসকদল ৷ পালটা শাসকদলের নেতা-কর্মীরাও রাজ্যপালকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তবে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানানো হল তৃণমূলের তরফে ।

কলকাতা, 18 নভেম্বর : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল ৷ দলের তরফে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন দেখা করেন অমিত শাহের সঙ্গে । তাঁদের অভিযোগ, "পশ্চিমবঙ্গে একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল ৷ যেটা সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী ৷ "

সুদীপবাবু বলেন,"রাজ্যের কয়েকটি জায়গায় পরিদর্শনে যেতে চান রাজ্যপাল ৷ কিন্তু সে ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে চলা প্রয়োজন ৷ আমাদের রাজ্য সরকার সংবিধান অনুযায়ী সে সমস্ত নিয়ম অনুসরণ করার জন্য প্রস্তুত ৷ " তিনি আরও বলেন, "আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যে তিনি যেন রাজ্যপালকে ডেকে পাঠান ৷ তাঁকে উপদেশ দেন ও এ বিষয়ে পথপ্রদর্শন করেন ৷ "

আরও পড়ুন : রাজ্যপালের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ তৃণমূলের

সংসদের অধিবেশনের আগে ছিল সর্বদলীয় বৈঠক । রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণ নিয়ে সর্বদল বৈঠকে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা । ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ পাশাপাশি তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের আচরণ এ রকম চলতে থাকলে সংসদের অধিবেশনেও তাঁরা প্রতিবাদে সরব হবেন ৷

যদিও এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে ছাড়েননি রাজ্যপাল ৷ তিনি বলেন, "রাজনীতি করা আমার কাজ নয় । সাংবিধানিক ভাবে আমি দায়িত্ব পালন করছি । এই দায়িত্ব পালনের মধ্যে নৈতিক মূল্যবোধ রয়েছে । আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্যের প্রতিটি কোণায় যেতে চাই । রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছি এই দায়িত্ব পালনের জন্যই ৷

শুনুন ভিডিয়োয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য...

প্রসঙ্গত, শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত অব্যাহত । রাজ্যপাল জগদীপ ধনকড় বিভিন্ন ইশুকে সামনে রেখে কখনও রাজ্য সরকার, কখনও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন । যা ভালোভাবে নেয়নি শাসকদল ৷ পালটা শাসকদলের নেতা-কর্মীরাও রাজ্যপালকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তবে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানানো হল তৃণমূলের তরফে ।

Intro:কলকাতা, ১৭ নভেম্বর: রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। তাঁদের অভিযোগ, ' পশ্চিমবঙ্গে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল। তাঁকে এবিষয়ে সতর্ক করা হোক। তবে এর পাল্টা দিতে ছাড়েননি রাজ্যপালও । এ বিষয়ে 'প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল। তিনি সাফ জানালেন, রাজনীতি করা আমার কাজ নয়। সাংবিধানিক ভাবে আমি দায়িত্ব পালন করছি। এই দায়িত্বের মধ্যে একটি নৈতিক মূল্যবোধ রয়েছে।'


Body: সংসদের অধিবেশনের আগে ছিল সর্বদলীয় বৈঠক। রাজ্যপাল জগদীপ ধনকরের আচরণ নিয়ে সর্বদল বৈঠকে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযোগ করেন, 'রাজ্যপাল সাংবিধানিক আচরণ করছেন না। তিনি সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। তাঁকে যেন সতর্ক করে দেওয়া হয়।' পাশাপাশি, তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যপালের আচরণ এরকম চলতে থাকলে সংসদের অধিবেশনেও এর প্রতিবাদে সরব হবেন তাঁরা। রাজ্যপাল জগদীপ ধনকর তৃণমূলের নালিশের পাল্টা দিয়ে বলেন, রাজনীতি করা আমার কাজ নয়। সাংবিধানিক ভাবে আমি দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালনের মধ্যে নৈতিক মূল্যবোধ রয়েছে। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্যের প্রতিটি কোনায় যেতে চাই। রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছি এই দায়িত্ব পালনের জন্যই । প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে বসার পর থেকেই জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত অব্যাহত। রাজ্যপাল প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি রাখছেন। কখনও কখনও রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হচ্ছেন। যাকে ভালো ভাবে নিচ্ছে না রাজ্যের শাসক শিবির। তাঁরাও রাজ্যপালকে উদ্দেশ্য করে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন। এবারে শেষমেষ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানালো তৃণমূলের সংসদীয় দল।


Conclusion:
Last Updated : Nov 18, 2019, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.