কলকাতা, 11 জুলাই : বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu) রাজ্যে আসার দিনই ক্রসভোটিংয়ের ধুয়ো তুলে দিল বিজেপি (BJP) । সোমবার এই নিয়েই শুরু হয়েছে শাসক এবং বিরোধী শিবিরের তরজা ।
রথের দিন ইসকনে রথযাত্রার উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নিজেই জানিয়েছিলেন বিজেপি দ্রৌপদীর মুর্মুকে প্রার্থী করার কথা ভাবছে, এটা আগে জানালে বিরোধী শিবিরের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতভাবে তাঁকে প্রার্থী করা যায় কি না, তা নিয়ে তিনি ভাবনা চিন্তা করতেন । এই মুহূর্তে যখন তা সম্ভব হয়নি সেক্ষেত্রে তিনি বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহার (Opposition Presidential Candidate Yashwant Sinha) পক্ষেই থাকবেন ।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং পিছিয়ে পড়া অনগ্রসর আদিবাসী প্রার্থীর আবেগকে কাজে লাগিয়ে এবার ময়দানে অবতীর্ণ হয় বিজেপি । স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করছে দ্রৌপদী মুর্মুর আদিবাসী পরিচয়ের পিছনে যে আবেগ রয়েছে, তাকে কাজে লাগাতে । সোমবার তাই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের কাছে খবর রয়েছে বেশ কয়েকজন তৃণমূলের বিধায়ক দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন । তৃণমূল কংগ্রেস পারলে এই ক্রসভোটিং আটকাক ।’’
বিজেপি মুখপাত্রের এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর স্পষ্ট বক্তব্য, তৃণমূল কংগ্রেস অতি শৃঙ্খলাপরায়ণ দল । বিজেপি তাদের নিজের শিবির সামলানোর কথা ভাবুক । তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দলনেত্রী নির্দেশই সব । তিনি নিজে মহিলা এবং আদিবাসী প্রার্থী হিসাবে সম্মান করেন । কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিরোধীদের সমবেত প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা বলেছেন । খুব স্বাভাবিকভাবেই সকলেই সমবেতভাবে তাঁকেই ভোট দেবেন ।
তৃণমূল কংগ্রেসের আরেক নেতা সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘যিনি বলছেন ক্রসভোটিংয়ের কথা, তিনি বাংলার শাসক দলকে জানেন না । বরং তাঁর ভাবা উচিত কে কে, তাঁদের দলে থেকেও দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন না । শমীকবাবুদের জানা উচিত কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয় ।’’
আরও পড়ুন : Droupadi Murmu: রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আজ রাজ্যে আসছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু