ETV Bharat / city

TMC-BJP on KK Death : কে কে-র আকস্মিক মৃত্যু নিয়ে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা

সঙ্গীত শিল্পী কে কে-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ৷ তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক গোটা দেশজুড়ে ৷ এরই মধ্যে মৃত্যুর কারণ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে (TMC-BJP War of Words on KK Death) ৷

tmc-bjp-war-of-words-on-kk-death
TMC-BJP on KK Death : কে কে-র আকস্মিক মৃত্যু নিয়ে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা
author img

By

Published : Jun 2, 2022, 9:15 PM IST

কলকাতা, 2 জুন : কলকাতায় কনসার্ট করতে এসে প্রয়াত হয়েছেন বিশিষ্ট বলিউড সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে (KK Death) । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ । বুধবার তাঁকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানায় পশ্চিমবঙ্গর রাজ্য সরকার । আজ মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

কিন্তু গায়কের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) দায়ী করছে বিরোধীরা । সংগীতশিল্পী কে কে-র মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) । বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন তিনি ।

এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘কে কের মৃত্যু খুব উদ্বেগজনক ঘটনা। আমরা জানতে পারছি, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) 2টি গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল । সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেখানে ফায়ার এক্সটিংগুইশার খুলে দেওয়া হয়েছিল । যার ফলে শ্বাসরোধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল । এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত ।’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার ও তার প্রশাসন এই মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রীর খুব পছন্দের এই নজরুল মঞ্চ । সমস্ত সরকারি অনুষ্ঠান তিনি এই নজরুল মঞ্চে করেন । সেই জায়গায় এরকম অব্যবস্থা হল কেন ? 7 হাজার লোক না কি সেখানে ঢুকেছিল । অত লোক ওখানে ঢোকার কথা না । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতা । মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ।’’

বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পাল্টা হিসেবে কড়া জবাব দিয়েছে তৃণমূল । এদিন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী শশী পাঁজা (Bengal Minister Shashi Panja) । তিনি বলেন, ‘‘যখন সমগ্র বাংলা কে কে-র মৃত্যুতে শোকাহত, তখন বঙ্গ বিজেপির নেতারা শকুনের রাজনীতিতে লিপ্ত হয়েছেন । আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কে-র পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ভক্তদের পাশে আন্তরিকভাবে দাঁড়িয়েছিলেন । পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রীয় গান স্যালুট প্রদান করেছে এবং সারা বিশ্বের কে কে-এর শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন ।’’

নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী শশী পাঁজার বক্তব্য

মৃতদেহ নিয়ে রাজনীতি করার জন্য বঙ্গ বিজেপিকে নিশানা করেছেন মন্ত্রী । তাঁর দাবি, বিজেপি নেতারা মৃতদেহের রাজনীতি করছেন এবং এমনকি বিশিষ্ট গায়ক কে কে-এর উত্তরাধিকারকেও তারা রেহাই দিচ্ছেন না । তিনি আরও বলেছেন, ‘‘ডাক্তাররা ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন । এটা দুর্ভাগ্যজনক যে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের সম্পর্কে কুৎসা করছে এবং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে আক্রমণ করতে বেরিয়েছে । আমরা এই শকুনের রাজনীতির নিন্দা করি, যা বিজেপি করে যাচ্ছে ।’’

আরও পড়ুন : Saumitra on KK Death : কেন্দ্রীয় সংস্থা দিয়ে কে কে-র মৃত্যুর তদন্ত হোক, শাহকে চিঠি সৌমিত্রর

কলকাতা, 2 জুন : কলকাতায় কনসার্ট করতে এসে প্রয়াত হয়েছেন বিশিষ্ট বলিউড সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে (KK Death) । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ । বুধবার তাঁকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানায় পশ্চিমবঙ্গর রাজ্য সরকার । আজ মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

কিন্তু গায়কের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) দায়ী করছে বিরোধীরা । সংগীতশিল্পী কে কে-র মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) । বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন তিনি ।

এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘কে কের মৃত্যু খুব উদ্বেগজনক ঘটনা। আমরা জানতে পারছি, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) 2টি গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল । সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেখানে ফায়ার এক্সটিংগুইশার খুলে দেওয়া হয়েছিল । যার ফলে শ্বাসরোধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল । এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত ।’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার ও তার প্রশাসন এই মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রীর খুব পছন্দের এই নজরুল মঞ্চ । সমস্ত সরকারি অনুষ্ঠান তিনি এই নজরুল মঞ্চে করেন । সেই জায়গায় এরকম অব্যবস্থা হল কেন ? 7 হাজার লোক না কি সেখানে ঢুকেছিল । অত লোক ওখানে ঢোকার কথা না । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতা । মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ।’’

বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পাল্টা হিসেবে কড়া জবাব দিয়েছে তৃণমূল । এদিন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী শশী পাঁজা (Bengal Minister Shashi Panja) । তিনি বলেন, ‘‘যখন সমগ্র বাংলা কে কে-র মৃত্যুতে শোকাহত, তখন বঙ্গ বিজেপির নেতারা শকুনের রাজনীতিতে লিপ্ত হয়েছেন । আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কে-র পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ভক্তদের পাশে আন্তরিকভাবে দাঁড়িয়েছিলেন । পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রীয় গান স্যালুট প্রদান করেছে এবং সারা বিশ্বের কে কে-এর শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন ।’’

নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী শশী পাঁজার বক্তব্য

মৃতদেহ নিয়ে রাজনীতি করার জন্য বঙ্গ বিজেপিকে নিশানা করেছেন মন্ত্রী । তাঁর দাবি, বিজেপি নেতারা মৃতদেহের রাজনীতি করছেন এবং এমনকি বিশিষ্ট গায়ক কে কে-এর উত্তরাধিকারকেও তারা রেহাই দিচ্ছেন না । তিনি আরও বলেছেন, ‘‘ডাক্তাররা ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন । এটা দুর্ভাগ্যজনক যে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের সম্পর্কে কুৎসা করছে এবং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে আক্রমণ করতে বেরিয়েছে । আমরা এই শকুনের রাজনীতির নিন্দা করি, যা বিজেপি করে যাচ্ছে ।’’

আরও পড়ুন : Saumitra on KK Death : কেন্দ্রীয় সংস্থা দিয়ে কে কে-র মৃত্যুর তদন্ত হোক, শাহকে চিঠি সৌমিত্রর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.