ETV Bharat / city

National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের - BJP

সোমবার ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই প্রকল্পের সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাগুলিকে ভাড়া দেবে কেন্দ্রীয় সরকার ৷ তৃণমূলের অভিযোগ, সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার ৷

tmc alleges that through national monetization pipeline scheme modi government will make privatization public properties
National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের
author img

By

Published : Aug 24, 2021, 1:17 PM IST

কলকাতা, 24 অগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিমনিটাইজেশনের (Demonetization) ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি ৷ এবার তাঁর সরকারের মনিটাইজেশন (Monetization) প্রকল্প নিয়ে দানা বাঁধতে শুরু করেছে নতুন বিতর্ক ৷ মঙ্গলবার সকালে এই ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ রাজ্যসভায় (Rajyasabha) দলের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) অভিযোগ করলেন, সরকারি সম্পত্তিকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার (Modi Government) ৷

প্রসঙ্গত, গতকাল সোমবার ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন (National Monitization Pipeline) কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এই প্রকল্পের অধীনে বেশ কিছু সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাগুলিকে ভাড়া দেবে কেন্দ্রীয় সরকার ৷ সম্পত্তির সত্ত্বাধিকার থাকবে কেন্দ্রের হাতেই ৷ শুধু নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হবে ৷

আরও পড়ুন : Farmer Agitation : রাস্তা আটকে আন্দোলন নয়, কৃষক আন্দোলনে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

কিন্তু এই ব্যবস্থা চালু হওয়া মানে তা দেশকে বেসরকারি হাতে তুলে দেওয়ার এটা প্রথম পদক্ষেপ ৷ মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন সুখেন্দুশেখর রায় ৷ পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্রের আর্থিক সংস্থার সংক্রান্ত এই ঘোষণায় জনগণের সম্মতি নেই ৷

কেন তিনি বলছেন যে জনগণের সম্মতি নেই, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপির (BJP) নির্বাচনী ইস্তাহারের প্রসঙ্গ টেনে এনেছেন সংসদের উচ্চকক্ষের এই সদস্য ৷ তাঁর দাবি, 2014 সালের লোকসভা নির্বাচনের (2014 Loksabha Election 2014) সময় বিজেপির তরফে যে ইস্তাহার প্রকাশ করা হয়েছিল, তাতে এই প্রসঙ্গ ছিল না ৷

আরও পড়ুন : Indian Army : সেনাবাহিনীতে আরও মজবুত স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা

একই সঙ্গে তিনি জানিয়েছেন, নীতি আয়োগ (Niti Ayog) কোনও সাংবিধানিক সংস্থা নয় ৷ এই সংস্থা সরকারের তৈরি ৷ সেখানে যাঁরা দায়িত্বে, তাঁরা এটা তৈরি করেছেন ৷ তাই দেশের মানুষ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছে না বলেই তাঁর বিশ্বাস ৷

অন্যদিকে কেন্দ্রের তরফে আর্থিক সংস্কার (Economic Reforms) সংক্রান্ত এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হল, আর এই নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা কেন করা হল না, সেই প্রশ্ন তুলেছেন সুখেন্দুশেখর রায় ৷ তাঁর দাবি, এই নিয়ে সংসদে কোনও আলোচনা হয়নি ৷ কোনও সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি ৷ অর্থমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটিতেও কোনও আলোচনা হয়নি ৷ শুধু বাজেট বক্তৃতায় সামান্য একটি অংশ ছিল ৷

আরও পড়ুন : Taliban: আফগানিস্তান থেকে দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সিকিউরিটি কমান্ডার

তিনি জানিয়েছেন, নীতি আয়োগের ওয়েবসাইটে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ৷ সেখান থেকেই তাঁরা সব তথ্য সংগ্রহ করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে রেল স্টেশন, ট্রেন, জাতীয় সড়ক ন্যাশনাল গ্যাস পাইপলাইন, টেলিকমের টাওয়ার-সহ আরও অনেক কিছু বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে ৷

কলকাতা, 24 অগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিমনিটাইজেশনের (Demonetization) ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি ৷ এবার তাঁর সরকারের মনিটাইজেশন (Monetization) প্রকল্প নিয়ে দানা বাঁধতে শুরু করেছে নতুন বিতর্ক ৷ মঙ্গলবার সকালে এই ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ রাজ্যসভায় (Rajyasabha) দলের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) অভিযোগ করলেন, সরকারি সম্পত্তিকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার (Modi Government) ৷

প্রসঙ্গত, গতকাল সোমবার ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন (National Monitization Pipeline) কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এই প্রকল্পের অধীনে বেশ কিছু সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাগুলিকে ভাড়া দেবে কেন্দ্রীয় সরকার ৷ সম্পত্তির সত্ত্বাধিকার থাকবে কেন্দ্রের হাতেই ৷ শুধু নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হবে ৷

আরও পড়ুন : Farmer Agitation : রাস্তা আটকে আন্দোলন নয়, কৃষক আন্দোলনে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

কিন্তু এই ব্যবস্থা চালু হওয়া মানে তা দেশকে বেসরকারি হাতে তুলে দেওয়ার এটা প্রথম পদক্ষেপ ৷ মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন সুখেন্দুশেখর রায় ৷ পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্রের আর্থিক সংস্থার সংক্রান্ত এই ঘোষণায় জনগণের সম্মতি নেই ৷

কেন তিনি বলছেন যে জনগণের সম্মতি নেই, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপির (BJP) নির্বাচনী ইস্তাহারের প্রসঙ্গ টেনে এনেছেন সংসদের উচ্চকক্ষের এই সদস্য ৷ তাঁর দাবি, 2014 সালের লোকসভা নির্বাচনের (2014 Loksabha Election 2014) সময় বিজেপির তরফে যে ইস্তাহার প্রকাশ করা হয়েছিল, তাতে এই প্রসঙ্গ ছিল না ৷

আরও পড়ুন : Indian Army : সেনাবাহিনীতে আরও মজবুত স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা

একই সঙ্গে তিনি জানিয়েছেন, নীতি আয়োগ (Niti Ayog) কোনও সাংবিধানিক সংস্থা নয় ৷ এই সংস্থা সরকারের তৈরি ৷ সেখানে যাঁরা দায়িত্বে, তাঁরা এটা তৈরি করেছেন ৷ তাই দেশের মানুষ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছে না বলেই তাঁর বিশ্বাস ৷

অন্যদিকে কেন্দ্রের তরফে আর্থিক সংস্কার (Economic Reforms) সংক্রান্ত এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হল, আর এই নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা কেন করা হল না, সেই প্রশ্ন তুলেছেন সুখেন্দুশেখর রায় ৷ তাঁর দাবি, এই নিয়ে সংসদে কোনও আলোচনা হয়নি ৷ কোনও সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি ৷ অর্থমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটিতেও কোনও আলোচনা হয়নি ৷ শুধু বাজেট বক্তৃতায় সামান্য একটি অংশ ছিল ৷

আরও পড়ুন : Taliban: আফগানিস্তান থেকে দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সিকিউরিটি কমান্ডার

তিনি জানিয়েছেন, নীতি আয়োগের ওয়েবসাইটে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ৷ সেখান থেকেই তাঁরা সব তথ্য সংগ্রহ করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে রেল স্টেশন, ট্রেন, জাতীয় সড়ক ন্যাশনাল গ্যাস পাইপলাইন, টেলিকমের টাওয়ার-সহ আরও অনেক কিছু বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.