ETV Bharat / city

Habra BJP Attacked : হাবরায় বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

শুক্রবার রাতে উত্তর 24 পরগনার হাবরা থানার 8 নম্বর ওয়ার্ডে সানি সাহা নামে এক বিজেপি কর্মীকে মারধর করা হয় । সানি এখন হাবরা হাসপাতালে ভর্তি ৷ বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ৷ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

Habra BJP Attacked : হাবরায় বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল
Habra BJP Attacked : হাবরায় বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Aug 13, 2021, 7:19 PM IST

হাবরা (উত্তর 24 পরগনা), 13 অগস্ট : বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি কর্মীর নাম সানি সাহা । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরা থানার আট নম্বর ওয়ার্ডে । আহত অবস্থায় সানি এখন হাবরা হাসপাতালে চিকিৎসাধীন । তবে সানিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

আরও পড়ুন : Bengal BJP : সল্টলেকে বিজেপির খেলা হবে কর্মসূচিতে ফুটবলে মাতলেন সায়ন্তন-কল্যাণ

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাবরা (Habra) পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানি । তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত । সম্প্রতি তাঁকে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল । বৃহস্পতিবার রাতে ওষুধ কেনার জন্য সানি বাইরে বের হন ।

হাবরায় বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

অভিযোগ, উত্তর হাবরা ইউনাইটেড ক্লাবের সামনে হঠাৎই স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত সন্তু ঘোষ ও সুরজিৎ সিকদার তাঁর ওপর চড়াও হয় । লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে । রাতেই হাবরা হাসপাতালে ভর্তি করা হয় সানিকে । ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।

আরও পড়ুন : BJP Mahila Morcha : বনগাঁয় এসপি অফিস ঘেরাও অভিযান, গ্রেফতার 13

বিজেপি হাবরা পৌর উত্তর মণ্ডল সভাপতি ভাস্করকুমার দাস বলেন, ‘‘ভোট পরবর্তী হিংসা লেগেই রয়েছে । বিজেপি কর্মীদের উপর একাধিক হুমকি ও মারধরের ঘটনা ঘটছে । সানি সাহা বিজেপির একনিষ্ঠ কর্মী । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে মারধর করেছে ।’’ তাঁর দাবি, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । পুলিশ কোনও পদক্ষেপ না নিলে তাঁরা এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি করবেন ৷

অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে হাবরা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সীতাংশু দাস ৷ তিনি বলেন, ‘‘মারধরের ঘটনা শুনেছি । কিন্তু সন্তু ও সুরজিৎ কেউই তৃণমূল কর্মী নয় । এর সঙ্গে তৃণমূল কর্মীদের কোনও যোগ নেই ।’’

আরও পড়ুন : All India Matua Mahasanga : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর

হাবরা (উত্তর 24 পরগনা), 13 অগস্ট : বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি কর্মীর নাম সানি সাহা । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরা থানার আট নম্বর ওয়ার্ডে । আহত অবস্থায় সানি এখন হাবরা হাসপাতালে চিকিৎসাধীন । তবে সানিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

আরও পড়ুন : Bengal BJP : সল্টলেকে বিজেপির খেলা হবে কর্মসূচিতে ফুটবলে মাতলেন সায়ন্তন-কল্যাণ

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাবরা (Habra) পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানি । তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত । সম্প্রতি তাঁকে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল । বৃহস্পতিবার রাতে ওষুধ কেনার জন্য সানি বাইরে বের হন ।

হাবরায় বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

অভিযোগ, উত্তর হাবরা ইউনাইটেড ক্লাবের সামনে হঠাৎই স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত সন্তু ঘোষ ও সুরজিৎ সিকদার তাঁর ওপর চড়াও হয় । লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে । রাতেই হাবরা হাসপাতালে ভর্তি করা হয় সানিকে । ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।

আরও পড়ুন : BJP Mahila Morcha : বনগাঁয় এসপি অফিস ঘেরাও অভিযান, গ্রেফতার 13

বিজেপি হাবরা পৌর উত্তর মণ্ডল সভাপতি ভাস্করকুমার দাস বলেন, ‘‘ভোট পরবর্তী হিংসা লেগেই রয়েছে । বিজেপি কর্মীদের উপর একাধিক হুমকি ও মারধরের ঘটনা ঘটছে । সানি সাহা বিজেপির একনিষ্ঠ কর্মী । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে মারধর করেছে ।’’ তাঁর দাবি, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । পুলিশ কোনও পদক্ষেপ না নিলে তাঁরা এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি করবেন ৷

অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে হাবরা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সীতাংশু দাস ৷ তিনি বলেন, ‘‘মারধরের ঘটনা শুনেছি । কিন্তু সন্তু ও সুরজিৎ কেউই তৃণমূল কর্মী নয় । এর সঙ্গে তৃণমূল কর্মীদের কোনও যোগ নেই ।’’

আরও পড়ুন : All India Matua Mahasanga : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.