ETV Bharat / city

Abhishek Banerjee : বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস, অভিযোগ অভিষেকের - Abhishek Banerjee

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফালেইরো তৃণমূলে যোগদান করেন বুধবার ৷ সেই যোগদান মঞ্চে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা জানান ৷

tmc abhishek banerjee said that congress failed to defeat bjp
Abhishek Banerjee : বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস, অভিযোগ অভিষেকের
author img

By

Published : Sep 29, 2021, 6:18 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) যখন বিজেপি (BJP)-কে হারাতে পারছে না, তখন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তো বসে থাকতে পারে না ৷ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

বুধবার কলকাতায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) তৃণমূলে যোগদান ৷ সেই যোগদান মঞ্চে বসেই অভিষেক এই কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

প্রসঙ্গত, জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার পরিসর কার দখলে থাকবে, গত কয়েকদিন ধরেই এই নিয়ে তরজা চলছে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ৷ বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস ৷ এই অভিযোগ আগেই তুলেছে বঙ্গের শাসক দল ৷ তাদের মুখপত্র ‘জাগোবাংলা’য় গত শনিবার ও আজ, বুধবার সম্পাদকীয় কলমে কংগ্রেসকে তুলোধনা করা হয়েছে তৃণমূলের তরফে ৷

কিন্তু এমন চলতে থাকলে, 2024 সালে কি বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো সম্ভব ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে ৷ এদিন তারই জবাব দিয়েছেন অভিষেক ৷

আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের

তাঁর কথায়, ‘‘কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই নয় ৷ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ৷’’ আর কেন বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের থেকে তৃণমূল এগিয়ে সেই ব্যাখ্য়াও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷

তাঁর বক্তব্য, ‘‘গত সাত বছরে তৃণমূল বারবার বিজেপিকে হারিয়েছে ৷ কংগ্রেস বারবার হেরেছে ৷ কংগ্রেস যখন কিছু করতে পারছে না, তাহলে আমরা চুপ করে বসে থাকতে পারি না ৷’’

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়াতে নতুন ভোরের লড়াই শুরু, মমতা-সাক্ষাৎ শেষে বললেন ফালেইরো

এদিন তৃণমূলে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো-সহ দশজন তৃণমূলে যোগদান করেন ৷ যোগদানের পর ফালেইরো স্পষ্ট করে দেন যে বিজেপিকে হারানোই তাঁর মূল লক্ষ্য ৷ পাশাপাশি ভেঙে যাওয়া কংগ্রেস পরিবারকেও তিনি এক করতে চান বলেও জানিয়েছেন ৷

আর কয়েকমাস পর সেখানে বিধানসভা নির্বাচন ৷ ওই রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে আম আদমি পার্টি ৷ কিন্তু সেখানে তৃণমূল কংগ্রস কারও সঙ্গে জোট করবে না বলেই এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

কলকাতা, 29 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) যখন বিজেপি (BJP)-কে হারাতে পারছে না, তখন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তো বসে থাকতে পারে না ৷ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

বুধবার কলকাতায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) তৃণমূলে যোগদান ৷ সেই যোগদান মঞ্চে বসেই অভিষেক এই কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

প্রসঙ্গত, জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার পরিসর কার দখলে থাকবে, গত কয়েকদিন ধরেই এই নিয়ে তরজা চলছে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ৷ বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস ৷ এই অভিযোগ আগেই তুলেছে বঙ্গের শাসক দল ৷ তাদের মুখপত্র ‘জাগোবাংলা’য় গত শনিবার ও আজ, বুধবার সম্পাদকীয় কলমে কংগ্রেসকে তুলোধনা করা হয়েছে তৃণমূলের তরফে ৷

কিন্তু এমন চলতে থাকলে, 2024 সালে কি বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো সম্ভব ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে ৷ এদিন তারই জবাব দিয়েছেন অভিষেক ৷

আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের

তাঁর কথায়, ‘‘কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই নয় ৷ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ৷’’ আর কেন বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের থেকে তৃণমূল এগিয়ে সেই ব্যাখ্য়াও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷

তাঁর বক্তব্য, ‘‘গত সাত বছরে তৃণমূল বারবার বিজেপিকে হারিয়েছে ৷ কংগ্রেস বারবার হেরেছে ৷ কংগ্রেস যখন কিছু করতে পারছে না, তাহলে আমরা চুপ করে বসে থাকতে পারি না ৷’’

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়াতে নতুন ভোরের লড়াই শুরু, মমতা-সাক্ষাৎ শেষে বললেন ফালেইরো

এদিন তৃণমূলে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো-সহ দশজন তৃণমূলে যোগদান করেন ৷ যোগদানের পর ফালেইরো স্পষ্ট করে দেন যে বিজেপিকে হারানোই তাঁর মূল লক্ষ্য ৷ পাশাপাশি ভেঙে যাওয়া কংগ্রেস পরিবারকেও তিনি এক করতে চান বলেও জানিয়েছেন ৷

আর কয়েকমাস পর সেখানে বিধানসভা নির্বাচন ৷ ওই রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে আম আদমি পার্টি ৷ কিন্তু সেখানে তৃণমূল কংগ্রস কারও সঙ্গে জোট করবে না বলেই এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.