ETV Bharat / city

TMC 21st July: ‘বাহুবলী’ দেবের কাঁধে 'সিলিন্ডার', জ্বালানির মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা মমতার - বাহুবলী দেবের কাঁধে রেপলিকা সিলিন্ডার

একুশের মঞ্চে দেখা গেল রান্নার গ্যাসের রেপলিকা (TMC 21st July) ৷ যেটি সঙ্গে নিয়ে জ্বালানির দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা (Mamata Banerjee Attacks BJP Government Over LPG Price Hike) ৷

TMC 21st July Mamata Banerjee Attacks BJP Government Over LPG Price Hike
TMC 21st July Mamata Banerjee Attacks BJP Government Over LPG Price Hike
author img

By

Published : Jul 21, 2022, 3:08 PM IST

ধর্মতলা, 21 জুলাই: অভিনেতা তথা সাংসদ দেবের কাঁধে গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা ৷ আর কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সিলিন্ডারের দাম কত ? একুশে জুলাইয়ের (TMC 21st July) মঞ্চ থেকে রান্নার গ্যাসের দাম নিয়ে এ ভাবেই মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee Attacks BJP Government Over LPG Price Hike) ৷

এ দিন ডোমজুড় থেকে এক তৃণমূল কর্মী বেতের তৈরি গ্যাস সিলিন্ডার নিয়ে সমাবেশে আসেন ৷ লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে থেকে সেই রেপ্লিকা মমতার চোখে পড়ে ৷ সেটিকে মঞ্চে তুলে আনার নির্দেশ দেন তিনি ৷ মমতার নিরাপত্তা রক্ষীরা রেপ্লিকা সিলিন্ডার মঞ্চে তুলে আনার পরেই, দেবকে পোডিয়ামে ডেকে আনেন তৃণমূল নেত্রী ৷ নির্দেশ দেন সেটিকে ধরে দাঁড়াতে ৷ ‘বাহুবলী’ কায়দায় অভিনেতা তথা সাংসদ দেব সেটিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েন ৷

আরও পড়ুন: 21 July Rally: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি ফিরে যাও ! একুশের মঞ্চে হুঙ্কার মমতার

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে রান্নার গ্যাসের দাম নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশ্ন করেন, ‘‘রান্নার গ্যাসের দাম কত ?’’ সাধারণ মানুষকে সমস্যায় ফেলে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে বিজেপির সরকার ৷ যেখানে স্বভাবসিদ্ধভাবে বিজেপির সরকারকে এলপিজি, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা ৷

ধর্মতলা, 21 জুলাই: অভিনেতা তথা সাংসদ দেবের কাঁধে গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা ৷ আর কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সিলিন্ডারের দাম কত ? একুশে জুলাইয়ের (TMC 21st July) মঞ্চ থেকে রান্নার গ্যাসের দাম নিয়ে এ ভাবেই মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee Attacks BJP Government Over LPG Price Hike) ৷

এ দিন ডোমজুড় থেকে এক তৃণমূল কর্মী বেতের তৈরি গ্যাস সিলিন্ডার নিয়ে সমাবেশে আসেন ৷ লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে থেকে সেই রেপ্লিকা মমতার চোখে পড়ে ৷ সেটিকে মঞ্চে তুলে আনার নির্দেশ দেন তিনি ৷ মমতার নিরাপত্তা রক্ষীরা রেপ্লিকা সিলিন্ডার মঞ্চে তুলে আনার পরেই, দেবকে পোডিয়ামে ডেকে আনেন তৃণমূল নেত্রী ৷ নির্দেশ দেন সেটিকে ধরে দাঁড়াতে ৷ ‘বাহুবলী’ কায়দায় অভিনেতা তথা সাংসদ দেব সেটিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েন ৷

আরও পড়ুন: 21 July Rally: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি ফিরে যাও ! একুশের মঞ্চে হুঙ্কার মমতার

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে রান্নার গ্যাসের দাম নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশ্ন করেন, ‘‘রান্নার গ্যাসের দাম কত ?’’ সাধারণ মানুষকে সমস্যায় ফেলে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে বিজেপির সরকার ৷ যেখানে স্বভাবসিদ্ধভাবে বিজেপির সরকারকে এলপিজি, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.