কলকাতা, 14 আগস্ট : টুইটারে প্রধানমন্ত্রী-কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে সরব হলেন রাজ্যপাল । এই প্রকল্প রাজ্যে বাস্তবায়ন না করায় পশ্চিমবঙ্গের কৃষকরা ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটার বলেছেন তাদের প্রতি "ন্যায়বিচার করার সময় হয়েছে"।
-
পশ্চিমবঙ্গের চাষীরা এ পর্যন্ত ৮৪০০ কোটি টাকার সুবিধা পাননি। @MamataOfficial এর ব্যর্থতার জন্যই এমন হয়েছে। সরকার #PMKISAN এর তথ্য কেন্দ্রকে দেয়নি।(1/2) pic.twitter.com/fwJ4w4KJT1
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">পশ্চিমবঙ্গের চাষীরা এ পর্যন্ত ৮৪০০ কোটি টাকার সুবিধা পাননি। @MamataOfficial এর ব্যর্থতার জন্যই এমন হয়েছে। সরকার #PMKISAN এর তথ্য কেন্দ্রকে দেয়নি।(1/2) pic.twitter.com/fwJ4w4KJT1
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 13, 2020পশ্চিমবঙ্গের চাষীরা এ পর্যন্ত ৮৪০০ কোটি টাকার সুবিধা পাননি। @MamataOfficial এর ব্যর্থতার জন্যই এমন হয়েছে। সরকার #PMKISAN এর তথ্য কেন্দ্রকে দেয়নি।(1/2) pic.twitter.com/fwJ4w4KJT1
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 13, 2020
টুইটারে জগদীপ ধনকড় বলেছেন, " প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় পাওয়া কেন্দ্রীয় সহায়তা থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতায় রাজ্যের কৃষকরা ৮,৪০০ কোটি টাকার সুবিধা পায়নি । 2020 সালের 7 ফেব্রুয়ারি বিধানসভায় আমার বক্তব্যে পরিস্কার ভাবে বলা ছিব রাজ্যে কৃযকরা মাত্র 620 কোটি টাকার সুবিধা পেয়েছে । কৃষকদের প্রতি ন্যায়বিচার করার সময় এসেছে । সারা দেশ জুড়ে কৃষকদের জন্য যে সুবিধা রয়েছে তা থেকে রাজ্যের কৃযকরা বঞ্চিত হতে পারে না ।
-
গত ৭ ফেব্রুয়ারি, ২০২০ বিধানসভায় রাজ্যপালের ভাষণে বলেছিলাম এ রাজ্যে চাষিরা মাত্র ৬২০ কোটি টাকার সুবিধা পেয়েছেন। কৃষকদের প্রতি অবিচার হওয়া উচিত নয়। দেশের যে কোনও প্রান্তের প্রাপ্য তাঁদের পাওনা।(2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">গত ৭ ফেব্রুয়ারি, ২০২০ বিধানসভায় রাজ্যপালের ভাষণে বলেছিলাম এ রাজ্যে চাষিরা মাত্র ৬২০ কোটি টাকার সুবিধা পেয়েছেন। কৃষকদের প্রতি অবিচার হওয়া উচিত নয়। দেশের যে কোনও প্রান্তের প্রাপ্য তাঁদের পাওনা।(2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 13, 2020গত ৭ ফেব্রুয়ারি, ২০২০ বিধানসভায় রাজ্যপালের ভাষণে বলেছিলাম এ রাজ্যে চাষিরা মাত্র ৬২০ কোটি টাকার সুবিধা পেয়েছেন। কৃষকদের প্রতি অবিচার হওয়া উচিত নয়। দেশের যে কোনও প্রান্তের প্রাপ্য তাঁদের পাওনা।(2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 13, 2020
রাজ্যপালের এই বক্তব্যে প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, " রাজ্য সরকারের কৃষকদের জন্য রাজ্য সরকার যে বিভিন্ন প্রকল্প চালু করেছে , সে সম্পর্কে আগে ওনার জানা উচিৎ । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার গত নয় বছরে রাজ্যের কৃষকদের সহায়তার জন্য একাধিক প্রকল্প চালু করেছে । এরকরম মন্তব্য করার আগে, রাজ্য সরকার কৃষকদের সহায়তার জন্য যে যে প্রকল্পগুলি চালু করেছে সেগুলোর সম্পর্কে তাঁর খোঁজ নেওয়া উচিৎ । "
চলতি সপ্তাহের শুরুতে, রাজ্যপাল কেন্দ্রের প্রধানমন্ত্রী-কিষান সম্মান নিধি প্রকল্প রাজ্য বাস্তবায়ন না করায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেখানে রাজ্যপাল এই আচরনকে "নিষ্ঠুর রসিকতা" এবং "ঐতিহাসিক অবিচার" বলে উল্লেখ করেন । চিঠিতে তিনি লিখেছিলেন , " সারা দেশে কৃষকরা প্রায় 92,000 কোটি টাকা পেয়েছেন , কিন্তু বাংলার কৃষকরা কিছুই পায়নি । "