ETV Bharat / city

Tight Security in Nabanna: মুখ্যমন্ত্রী নেই, তবু বিজেপির অভিযান রুখতে নিরাপত্তার চাদরে নবান্ন - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে নেই ৷ তিনি গিয়েছেন জেলা সফরে ৷ তবু বিজেপির (BJP rally) অভিযান রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল (BJP Nabanna Abhijan) রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনকে (Tight Security in Nabanna)৷

tight-security-in-nabanna-before-bjp-rally
দ্বিতীয় হুগলি সেতুতেও ওঠা এবং নামার রাস্তায় ব্যারিকেড
author img

By

Published : Sep 13, 2022, 12:28 PM IST

Updated : Sep 13, 2022, 2:52 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: ফাঁকা নবান্ন, মুখ্যমন্ত্রী Mamata Banerjee) আজ খড়্গপুরে । প্রশাসনিক বৈঠক থাকায় বিভিন্ন দপ্তরের প্রথমসারির আমলারাও থাকবেন ওই প্রশাসনিক বৈঠকে (BJP rally)। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও এ দিন নবান্নে থাকছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা (BJP Nabanna Abhijan) ।

রাজ্যের প্রধান বিরোধীদল যখন 2021-এর পর সবচেয়ে বড় কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক তখন কোমর বেঁধে তৈরি নবান্ন (Tight Security in Nabanna)। এ দিন বিজেপির এই কর্মসূচির কথা মাথায় রেখে সকাল থেকেই নবান্ন চত্বরে সাজো সাজো রব । গোটা নবান্ন চত্বর কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে দেওয়া হয়েছে । সাধারণ দিনে কড়া নিরাপত্তা থাকে নবান্নে । এ দিন এই অভিযান উপলক্ষে বাড়তি পুলিশের ব্যবস্থা করা হয়েছে । নবান্নের চারধারে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সাদা পোশাকে প্রচুর অফিসার মোতায়েন করা হয়েছে ।

এদিন নবান্নের নিরাপত্তা সামলাতে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সহ দু'জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, চারজন ইন্সপেক্টর মর্যাদার অফিসার, 16 জন সার্জন ও মহিলা পুলিশ কর্মীকে ৷ থাকছে ড্রোনে নজরদারির ব্যবস্থা ।

বিজেপির অভিযান রুখতে নিরাপত্তার চাদরে নবান্ন

আরও পড়ুন: চপ-মুড়ি হাতে স্পেশাল ট্রেনে নবান্ন অভিযানে ঝাড়গামের বিজেপি সমর্থকরা

সাধারণত এ ধরনের কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্য থাকে যেভাবেই হোক নবান্নের দিকে পৌঁছে যাওয়ার চেষ্টা করা । এ দিন সকাল থেকেই পথচারীদের পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ যাতে পায়ে হেঁটে এসেও নবান্নের কাছাকাছি কেউ জমায়েত না করতে পারে সেজন্য অতি সক্রিয় পুলিশ প্রশাসন । হাওড়ার দিক থেকে যে যে পথে নবান্নের দিকে আসা যায়, প্রত্যেকটি জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড । ছোট গলিগুলিতেও রয়েছেন পুলিশ কর্মীরা ।

অন্যদিকে, দ্বিতীয় হুগলি সেতুতেও ওঠা এবং নামার রাস্তায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ৷ একমাত্র অ্যাম্বুল্যান্স ছাড়া কাউকেই এই রাস্তা দিয়ে এগোতে দেওয়া হচ্ছে না । মোটের উপর নবান্ন অভিযানকে মাথায় রেখেই সাজো সাজো রব রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে ।

কলকাতা, 13 সেপ্টেম্বর: ফাঁকা নবান্ন, মুখ্যমন্ত্রী Mamata Banerjee) আজ খড়্গপুরে । প্রশাসনিক বৈঠক থাকায় বিভিন্ন দপ্তরের প্রথমসারির আমলারাও থাকবেন ওই প্রশাসনিক বৈঠকে (BJP rally)। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও এ দিন নবান্নে থাকছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা (BJP Nabanna Abhijan) ।

রাজ্যের প্রধান বিরোধীদল যখন 2021-এর পর সবচেয়ে বড় কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক তখন কোমর বেঁধে তৈরি নবান্ন (Tight Security in Nabanna)। এ দিন বিজেপির এই কর্মসূচির কথা মাথায় রেখে সকাল থেকেই নবান্ন চত্বরে সাজো সাজো রব । গোটা নবান্ন চত্বর কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে দেওয়া হয়েছে । সাধারণ দিনে কড়া নিরাপত্তা থাকে নবান্নে । এ দিন এই অভিযান উপলক্ষে বাড়তি পুলিশের ব্যবস্থা করা হয়েছে । নবান্নের চারধারে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সাদা পোশাকে প্রচুর অফিসার মোতায়েন করা হয়েছে ।

এদিন নবান্নের নিরাপত্তা সামলাতে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সহ দু'জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, চারজন ইন্সপেক্টর মর্যাদার অফিসার, 16 জন সার্জন ও মহিলা পুলিশ কর্মীকে ৷ থাকছে ড্রোনে নজরদারির ব্যবস্থা ।

বিজেপির অভিযান রুখতে নিরাপত্তার চাদরে নবান্ন

আরও পড়ুন: চপ-মুড়ি হাতে স্পেশাল ট্রেনে নবান্ন অভিযানে ঝাড়গামের বিজেপি সমর্থকরা

সাধারণত এ ধরনের কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্য থাকে যেভাবেই হোক নবান্নের দিকে পৌঁছে যাওয়ার চেষ্টা করা । এ দিন সকাল থেকেই পথচারীদের পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ যাতে পায়ে হেঁটে এসেও নবান্নের কাছাকাছি কেউ জমায়েত না করতে পারে সেজন্য অতি সক্রিয় পুলিশ প্রশাসন । হাওড়ার দিক থেকে যে যে পথে নবান্নের দিকে আসা যায়, প্রত্যেকটি জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড । ছোট গলিগুলিতেও রয়েছেন পুলিশ কর্মীরা ।

অন্যদিকে, দ্বিতীয় হুগলি সেতুতেও ওঠা এবং নামার রাস্তায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ৷ একমাত্র অ্যাম্বুল্যান্স ছাড়া কাউকেই এই রাস্তা দিয়ে এগোতে দেওয়া হচ্ছে না । মোটের উপর নবান্ন অভিযানকে মাথায় রেখেই সাজো সাজো রব রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে ।

Last Updated : Sep 13, 2022, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.