কলকাতা, 25 সেপ্টেম্বর : প্রকাশিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC Civil Service Exam Result) সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল । মেধা তালিকায় প্রথম 200 জনের মধ্যে রয়েছেন এরাজ্যে তিনজন ৷ 79তম স্থানে ঝাড়গ্রামের শুভঙ্কর বালা, 87তম স্থান অধিকার করেছেন শিলিগুড়ির রিকি আগরওয়াল ও 159তম স্থানে রয়েছেন বেলঘড়িয়ার ময়ূরী মুখোপাধ্যায় । দেশে প্রথম হয়েছেন শুভম কুমার, দ্বিতীয় স্থানে রয়েছেন জাগৃতি অবস্থি ও তৃতীয় হয়েছেন অঙ্কিতা জৈন ।
এবারের তালিকায় রয়েছেন 761 জনের নাম । পশ্চিমবঙ্গের তিনজন প্রার্থী এই তালিকায় প্রথম 200 জনের মধ্যে স্থান করে নিয়েছেন । রাজ্য সরকার পরিচালিত সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন রিকি ও ময়ূরী ৷
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS), সেন্ট্রাল সার্ভিসেস ‘গ্রুপ এ’ ও ‘গ্রুপ বি’-র পদের পাশাপাশি দেশের অন্যান্য সম্মানিত চাকরির জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করে ৷ তিনটি ভাগে নেওয়া হয় এই পরীক্ষা । প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার শেষে গত অগস্টে শুরু হয় ইন্টারভিউ পর্ব । অগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস চলে ইন্টারভিউ পর্ব । ফল ঘোষণা হওয়ার 15 দিনের মধ্যে ওয়েবসাইট (upsc.gov.in) থেকে পরীক্ষার্থীরা নম্বর জানতে পারবেন ৷
আরও পড়ুন : করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা