ETV Bharat / city

9 দিনে 3 নম্বর লিভার প্রতিস্থাপন, নজির কলকাতার - অঙ্গদান

9 দিনের মধ্যে 3 নম্বর লিভার প্রতিস্থাপন কলকাতায় ৷ এ ভাবে 9 দিনে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনাকে নজির হিসেবে ব্যাখ্যা করেছেন ROTTO-র এক আধিকারিক ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 24, 2019, 6:55 AM IST

কলকাতা, 24 অগাস্ট : মাঝে মাত্র 8 দিনের ব্যবধান‌‌ । আর, এই সময়ের মধ্যেই ব্রেন ডেথ ঘোষিত 3 রোগীর লিভার প্রতিস্থাপনের নজির গড়ছে এই শহর । অঙ্গ প্রতিস্থাপনের এই ঘটনা কলকাতা তথা পূর্ব ভারতে এই প্রথম । তিন নম্বর লিভার প্রতিস্থাপন হচ্ছে শুক্রবার রাতে । শেষ খবর পাওয়া পর্যন্ত লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে ।

সোদপুরের বাসিন্দা 48 বছর বয়সি এক পুরুষ রোগী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে বৃহস্পতিবার তাঁকে ভরতি করা হয় । শুক্রবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । রোগীর অঙ্গদানের জন্য সম্মত জানান পরিজনরা ।

শুরু হয় প্রক্রিয়া । শেষ পর্যন্ত ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার ছাড়া অন্য আর কোনও অঙ্গ অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি । ক্রনিক কিডনি ডিজ়িজ় থাকার কারণে এই রোগীর দুই কিডনি প্রতিস্থাপনের যোগ্য ছিল না অন্য কোনও রোগীর শরীরে । তাঁর হৃদযন্ত্রও অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি । তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার শুক্রবার রাতে প্রতিস্থাপিত হচ্ছে বেসরকারি হাসপাতালে এক পুরুষ রোগীর শরীরে । 56 বছর বয়সি এই লিভার গ্রহীতা দমদমের বাসিন্দা ।

বেসরকারি এই হাসপাতালে 14 অগাস্ট রাতে ব্রেন ডেথ ঘোষিত 18 বছরের এক যুবতির লিভার প্রতিস্থাপিত হয়েছিল 59 বছরের এক পুরুষ রোগীর শরীরে । পথ দুর্ঘটনায় জখম ওই যুবতির ব্রেন ডেথ এই হাসপাতালে ঘোষণা করা হয়েছিল । তাঁর একটি কিডনি এই হাসপাতালে এবং অন্য একটি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপিত হয় । এরপরে 20 অগাস্ট SSKM হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত 57 বছর বয়সি এক মহিলার লিভার বেসরকারি এই হাসপাতালে প্রতিস্থাপিত হয়েছিল 63 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে ।

মাঝে মাত্র 8 দিনের ব্যবধান । আর, এই ভাবে ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর লিভার অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের তিন নম্বর ঘটনা শুক্রবারের । এ ভাবে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনাকে নজির হিসেবে ব্যাখ্যা করেছেন ROTTO (রিজিওনাল অর্গান অ্যান্ড টিশু ট্রান্সপ্লান্ট অরগানাইজ়েশন)-র এক আধিকারিক । তাঁর কথায়, ব্রেন ডেথ এবং তারপরে পরিজনদের সম্মতিতে হয় অঙ্গদান । এবং, সেই অঙ্গ অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন হয় । এ ভাবে মাত্র কয়েকদিনের মধ্যে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় সাফল্য ।

কলকাতা, 24 অগাস্ট : মাঝে মাত্র 8 দিনের ব্যবধান‌‌ । আর, এই সময়ের মধ্যেই ব্রেন ডেথ ঘোষিত 3 রোগীর লিভার প্রতিস্থাপনের নজির গড়ছে এই শহর । অঙ্গ প্রতিস্থাপনের এই ঘটনা কলকাতা তথা পূর্ব ভারতে এই প্রথম । তিন নম্বর লিভার প্রতিস্থাপন হচ্ছে শুক্রবার রাতে । শেষ খবর পাওয়া পর্যন্ত লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে ।

সোদপুরের বাসিন্দা 48 বছর বয়সি এক পুরুষ রোগী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে বৃহস্পতিবার তাঁকে ভরতি করা হয় । শুক্রবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । রোগীর অঙ্গদানের জন্য সম্মত জানান পরিজনরা ।

শুরু হয় প্রক্রিয়া । শেষ পর্যন্ত ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার ছাড়া অন্য আর কোনও অঙ্গ অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি । ক্রনিক কিডনি ডিজ়িজ় থাকার কারণে এই রোগীর দুই কিডনি প্রতিস্থাপনের যোগ্য ছিল না অন্য কোনও রোগীর শরীরে । তাঁর হৃদযন্ত্রও অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি । তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার শুক্রবার রাতে প্রতিস্থাপিত হচ্ছে বেসরকারি হাসপাতালে এক পুরুষ রোগীর শরীরে । 56 বছর বয়সি এই লিভার গ্রহীতা দমদমের বাসিন্দা ।

বেসরকারি এই হাসপাতালে 14 অগাস্ট রাতে ব্রেন ডেথ ঘোষিত 18 বছরের এক যুবতির লিভার প্রতিস্থাপিত হয়েছিল 59 বছরের এক পুরুষ রোগীর শরীরে । পথ দুর্ঘটনায় জখম ওই যুবতির ব্রেন ডেথ এই হাসপাতালে ঘোষণা করা হয়েছিল । তাঁর একটি কিডনি এই হাসপাতালে এবং অন্য একটি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপিত হয় । এরপরে 20 অগাস্ট SSKM হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত 57 বছর বয়সি এক মহিলার লিভার বেসরকারি এই হাসপাতালে প্রতিস্থাপিত হয়েছিল 63 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে ।

মাঝে মাত্র 8 দিনের ব্যবধান । আর, এই ভাবে ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর লিভার অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের তিন নম্বর ঘটনা শুক্রবারের । এ ভাবে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনাকে নজির হিসেবে ব্যাখ্যা করেছেন ROTTO (রিজিওনাল অর্গান অ্যান্ড টিশু ট্রান্সপ্লান্ট অরগানাইজ়েশন)-র এক আধিকারিক । তাঁর কথায়, ব্রেন ডেথ এবং তারপরে পরিজনদের সম্মতিতে হয় অঙ্গদান । এবং, সেই অঙ্গ অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন হয় । এ ভাবে মাত্র কয়েকদিনের মধ্যে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় সাফল্য ।

Intro:কলকাতা, ২৩ অগাস্ট: মাঝে মাত্র ৮ দিনের ব্যবধান‌‌। আর, এই সময়ের মধ্যেই ব্রেন ডেথ ঘোষিত ৩ রোগীর লিভার প্রতিস্থাপনের নজির গড়ছে এই শহর। অঙ্গ প্রতিস্থাপনের এই ঘটনা কলকাতা তথা পূর্ব ভারতে এই প্রথম।Body:তিন নম্বর লিভার প্রতিস্থাপন হচ্ছে শুক্রবার রাতে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। সোদপুরের বাসিন্দা ৪৮ বছর বয়সি এক পুরুষ রোগী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে গতকাল, বৃহস্পতিবার এই রোগীকে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার এই রোগির ব্রেন ডেথ ঘোষণা করা হয়। রোগীর অঙ্গ দানের জন্য সম্মত জানান পরিজনরা।

শুরু হয় প্রক্রিয়া। শেষ পর্যন্ত ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার ছাড়া অন্য আর কোনও অঙ্গ অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি। ক্রনিক কিডনি ডিজিজ থাকার কারণে এই রোগীর দুই কিডনি প্রতিস্থাপনের যোগ্য ছিল না অন্য কোনও রোগীর শরীরে। তার হৃদযন্ত্রও অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি। তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার শুক্রবার রাতে প্রতিস্থাপিত হচ্ছে বেসরকারি হাসপাতালে এক পুরুষ রোগীর শরীরে। ৫৬ বছর বয়সি এই লিভার গ্রহীতা দমদমের বাসিন্দা।Conclusion:বেসরকারি এই হাসপাতালে গত ১৪ অগাস্ট রাতে ব্রেন ডেথ ঘোষিত ১৮ বছরের এক তরুণীর লিভার প্রতিস্থাপিত হয়েছিল ৫৯ বছরের এক পুরুষ রোগীর শরীরে। পথ দুর্ঘটনায় জখম এই তরুনীর ব্রেন ডেথ এই হাসপাতালে ঘোষণা করা হয়েছিল। তাঁর একটি কিডনি এই হাসপাতালে এবং অন্য একটি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপিত হয়েছিল। এর পরে গত ২০ অগাস্ট SSKM হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত ৫৭ বছর বয়সি এক গৃহবধূর লিভার বেসরকারি এই হাসপাতালে প্রতিস্থাপিত হয়েছিল ৬৩ বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে।

মাঝে মাত্র ৮ দিনের ব্যবধান। আর, এই ভাবে ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর লিভার অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের তিন নম্বর ঘটনা শুক্রবারের। এ ভাবে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনাকে নজির হিসেবে ব্যাখ্যা করেছেন ROTTO (রিজিওনাল অর্গান অ‍্যান্ড টিস্যু ট্রানস্প্লান্ট অরগানাইজেশন)-র এক আধিকারিক। তাঁর কথায়, ব্রেন ডেথ এবং তার পরে পরিজনদের সম্মতিতে অঙ্গ দান। এবং, সেই অঙ্গ অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন। এ ভাবে মাত্র কয়েকদিনের মধ্যে তিনটি লিভার প্রতিস্থাপনের ঘটনা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় সাফল্য।

______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.