কলকাতা, 16 জুন : পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ গত 11 জুন বাগুইআটি থানার অন্তর্গত চিনার পার্কের একটি হোটেলে অফিস পার্টি ছিল ৷ সেখানেই তরুণীকে তার দুই সহকর্মী ধর্ষণ করে বলে অভিযোগ (Baguiati Gang Rape) ৷
এর পরে ওই তরুণী তাঁর পরিবারকে সমস্ত বিষয়টি জানায় ৷ পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে ৷ তাদের মধ্যে একজন মহিলা (Three arrested in allegation of gang raped of a girl at Baguiati)৷
আরও পড়ুন : Minor Girl Rape in Habra : হাবড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক
আজ তাদেরকে বারাসত আদালতে তোলা হবে এবং তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হবে ৷ পুলিশ সূত্রে খবর, মাদকাসক্ত অবস্থায় তরুণীকে ধর্ষণ করা হয়েছিল ৷