ETV Bharat / city

Kolkata Municipal : কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরির আবেদন, ধৃত তিন - Kolkata Municipal Corporation

কেএমসির (KMC) কমিশনার বিনোদ কুমারের সই জাল করে চাকরির নিয়োগপত্র তৈরির অভিযোগে গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে ৷ নিয়োগপত্রে আবেদনকারীর নামও ভাঁড়ানো হয় ৷ নিউ মার্কেট থানায় এই নিয়ে 26 জুন অভিযোগ জানান কনসারভেন্সি ওভারসিজ বিভাগের এক আধিকারিক ৷ তারপরই তদন্তে নামে পুলিশ ৷

কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল
কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল
author img

By

Published : Jun 30, 2021, 4:33 PM IST

কলকাতা, 30 জুন : নাম ভাঁড়িয়ে কলকাতা পৌরসভার (KMC) কমিশনারের সই জাল করে চাকরির আবেদন করতে গিয়ে ধরা পড়ল প্রতারক ৷ ধরা পড়েছে তার দুই সাগরেদও ৷ অভিযোগ নিজের নাম অরবিন্দ ভুনিয়া বলে জাল নিয়োগপত্র বানিয়ে কনসারভেন্সি ওভারসিজ বিভাগে নথিপত্র জমা দেয় সে ৷ নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় বিভাগের এক আধিকারিকের ৷ তিনি নিউ মার্কেট থানায় অভিযোগ জানান ৷ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশ ৷ পুলিশ জানায়, ধৃতের নাম রাজীব মল্লিক । তার আরও দুই সাগরেদও পুলিশের হাতে ধরা পড়েছে ৷

নিয়োগপত্র দেখে সন্দেহ হওয়ায় কন্সারভেন্সি ওভারসিজ আধিকারিক জয়কিশোর ধনুক গত 26 তারিখ নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, রাজীব মল্লিক নামে এক ব্যক্তি জাল নথি জমা দিয়ে চাকরি হাতানোর চেষ্টা করছে ৷ পাশাপাশি ভুয়ো ওই নিয়োগপত্রে সই ছিল কলকাতা পৌরসভার কমিশনার বিনোদ কুমারের । জানা গিয়েছে, কমিশনারের সইও জাল । মঙ্গলবার রাতে পৌনে বারোটা নাগাদ এসএন ব্যানার্জি রোড থেকে রাজীব মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল
রাজীব মল্লিককে মঙ্গলবার রাতে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ ৷

রাজীবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে কলকাতা পৌরসভার কমিশনার আইএএস বিনোদ কুমারের সই জাল করে একটি ভুয়ো নিয়োগপত্র বানিয়েছিল ৷ সেই নিয়োগপত্রে নিজের নাম অরবিন্দ ভুনিয়া বলে জানায় অভিযুক্ত । তার আরও দুই সাগরেদের সন্ধান পায় পুলিশ ৷ তাদেরও গতকাল মধ্যরাতেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তিলজলা এলাকা থেকে জয়দেব সরকার এবং সূর্যসেন স্ট্রিট থেকে সিদ্ধার্থ সাহাকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে ৷ সিদ্ধার্থ সাহার কাছ থেকে কলকাতা পৌরসভার জাল রাবার স্ট্যাম্প পাওয়া গিয়েছে ৷

প্রসঙ্গত, গত সপ্তাহেই শহরে করোনার ভুয়ো টিকাকরণ শিবিরের ঘটনা সামনে আসে ৷ ধরা পড়ে ভুয়ো আইএএস অফিসার ৷ নিজেকে এই কলকাতা পৌরসভারই জয়েন্ট কমিশনার বলে পরিচয় দেয় সে ৷ তার উদ্যোগে কসবার রাজডাঙা এলাকার 107 নম্বর ওয়ার্ডে করোনার টিকাকরণ ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে ৷ সাংসদ গিয়ে নিজে টিকাও নেন ওই ক্যাম্প থেকে ৷ টিকার সার্টিফিকেট চাইতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে ৷ সাংসদের সন্দেহ হওয়ার তিনি বিধায়ক জাভেদ খান এবং পুলিশ-প্রশাসনের সাহায্যে গ্রেফতার করান কলকাতা পৌরসভার ভুয়ো ওই জয়েন্ট কমিশনারকে ৷

পাশাপাশি গতকাল রাতেই শহরের থিয়েটার রোড থেকে গ্রেফতার হয় আরও এক ব্যক্তি ৷ আসিফুল হক নামে ওই ব্যক্তি নিজের গাড়িতে নীল বাতি এবং ভিজিল্যান্স দফতরের স্টিকার লাগিয়ে রেখেছিল ৷ নজরদারিতে থাকা ট্রাফিক সার্জেন্টের বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থামিয়ে আসিফুলকে জিজ্ঞাসাবাদ করেন ৷ বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় তাকে ৷ পরে নিয়ে যাওয়া হয় বেনিয়াপুকুর থানায় ৷ সেখানে জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর না পাওয়ায় গ্রেফতার করা হয় ওই ভুয়ো ভিজিল্যান্স অফিসারকে ৷ এসব ঘটনার সঙ্গেই মঙ্গলবার সামনে এল পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরি হাতানোর চেষ্টার ঘটনা ৷

আরও পড়ুন : ভুয়ো আইএএস দেবাঞ্জন মামলায় লালবাজারের কাছে তথ্য তলব ইডির

কলকাতা, 30 জুন : নাম ভাঁড়িয়ে কলকাতা পৌরসভার (KMC) কমিশনারের সই জাল করে চাকরির আবেদন করতে গিয়ে ধরা পড়ল প্রতারক ৷ ধরা পড়েছে তার দুই সাগরেদও ৷ অভিযোগ নিজের নাম অরবিন্দ ভুনিয়া বলে জাল নিয়োগপত্র বানিয়ে কনসারভেন্সি ওভারসিজ বিভাগে নথিপত্র জমা দেয় সে ৷ নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় বিভাগের এক আধিকারিকের ৷ তিনি নিউ মার্কেট থানায় অভিযোগ জানান ৷ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশ ৷ পুলিশ জানায়, ধৃতের নাম রাজীব মল্লিক । তার আরও দুই সাগরেদও পুলিশের হাতে ধরা পড়েছে ৷

নিয়োগপত্র দেখে সন্দেহ হওয়ায় কন্সারভেন্সি ওভারসিজ আধিকারিক জয়কিশোর ধনুক গত 26 তারিখ নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, রাজীব মল্লিক নামে এক ব্যক্তি জাল নথি জমা দিয়ে চাকরি হাতানোর চেষ্টা করছে ৷ পাশাপাশি ভুয়ো ওই নিয়োগপত্রে সই ছিল কলকাতা পৌরসভার কমিশনার বিনোদ কুমারের । জানা গিয়েছে, কমিশনারের সইও জাল । মঙ্গলবার রাতে পৌনে বারোটা নাগাদ এসএন ব্যানার্জি রোড থেকে রাজীব মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল
রাজীব মল্লিককে মঙ্গলবার রাতে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ ৷

রাজীবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে কলকাতা পৌরসভার কমিশনার আইএএস বিনোদ কুমারের সই জাল করে একটি ভুয়ো নিয়োগপত্র বানিয়েছিল ৷ সেই নিয়োগপত্রে নিজের নাম অরবিন্দ ভুনিয়া বলে জানায় অভিযুক্ত । তার আরও দুই সাগরেদের সন্ধান পায় পুলিশ ৷ তাদেরও গতকাল মধ্যরাতেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তিলজলা এলাকা থেকে জয়দেব সরকার এবং সূর্যসেন স্ট্রিট থেকে সিদ্ধার্থ সাহাকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে ৷ সিদ্ধার্থ সাহার কাছ থেকে কলকাতা পৌরসভার জাল রাবার স্ট্যাম্প পাওয়া গিয়েছে ৷

প্রসঙ্গত, গত সপ্তাহেই শহরে করোনার ভুয়ো টিকাকরণ শিবিরের ঘটনা সামনে আসে ৷ ধরা পড়ে ভুয়ো আইএএস অফিসার ৷ নিজেকে এই কলকাতা পৌরসভারই জয়েন্ট কমিশনার বলে পরিচয় দেয় সে ৷ তার উদ্যোগে কসবার রাজডাঙা এলাকার 107 নম্বর ওয়ার্ডে করোনার টিকাকরণ ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে ৷ সাংসদ গিয়ে নিজে টিকাও নেন ওই ক্যাম্প থেকে ৷ টিকার সার্টিফিকেট চাইতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে ৷ সাংসদের সন্দেহ হওয়ার তিনি বিধায়ক জাভেদ খান এবং পুলিশ-প্রশাসনের সাহায্যে গ্রেফতার করান কলকাতা পৌরসভার ভুয়ো ওই জয়েন্ট কমিশনারকে ৷

পাশাপাশি গতকাল রাতেই শহরের থিয়েটার রোড থেকে গ্রেফতার হয় আরও এক ব্যক্তি ৷ আসিফুল হক নামে ওই ব্যক্তি নিজের গাড়িতে নীল বাতি এবং ভিজিল্যান্স দফতরের স্টিকার লাগিয়ে রেখেছিল ৷ নজরদারিতে থাকা ট্রাফিক সার্জেন্টের বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থামিয়ে আসিফুলকে জিজ্ঞাসাবাদ করেন ৷ বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় তাকে ৷ পরে নিয়ে যাওয়া হয় বেনিয়াপুকুর থানায় ৷ সেখানে জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর না পাওয়ায় গ্রেফতার করা হয় ওই ভুয়ো ভিজিল্যান্স অফিসারকে ৷ এসব ঘটনার সঙ্গেই মঙ্গলবার সামনে এল পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরি হাতানোর চেষ্টার ঘটনা ৷

আরও পড়ুন : ভুয়ো আইএএস দেবাঞ্জন মামলায় লালবাজারের কাছে তথ্য তলব ইডির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.