ETV Bharat / city

Station Master Strike : 31 মে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার যাচ্ছেন গণছুটিতে

আগামী 31 মে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার যাচ্ছেন গণছুটিতে (Thousand station masters to go on strike from 31st May)। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা । এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন (All India Station Masters Association)পক্ষ থেকে ।

Thousand station masters to go on strike from 31st May
Station Master Strike
author img

By

Published : May 25, 2022, 9:45 PM IST

Updated : May 25, 2022, 10:43 PM IST

কলকাতা, 25 মে : আগামী 31 মে গণছুটিতে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার (Thousand station masters to go on strike from 31st May)। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা । তবে রেল কতৃপক্ষের তরফে মেলেনি কোনও সদুত্তর । তাই আগামী 31 মে কাজে যোগ দেবে না স্টেশন মাস্টাররা । এমনটাই জানানো হয়েছে, অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন (All India Station Masters Association) তরফে ।

স্বাভাবিকভাবেই এর ফলে ব্যাহত হতে পারে রেল পরিষেবা । অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) ডাকে আগামী 31 মে দেশজুড়ে ধর্মঘট করবে স্টেশন মাস্টাররা । তাঁদের সাফ হুশিয়ারি যে সেদিনই রেলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা না-হলে, ওই দিন মধ্যরাত থেকে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে সংগঠন । সারা দেশ জুড়ে ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা মোট 35 হাজার সদস্য গণছুটির আবেদন জানিয়েছেন । মোট সংখ্যার মধ্যে হাওড়া ডিভিশনের 800 বেশি আবেদন পড়েছে, শিয়ালদহ ডিভিশনের 300 এবং আসানসোল ডিভিশনে 400 বেশ ছুটির আবেদন পড়েছে ইতিমধ্যেই ।

Thousand station masters to go on strike from 31st May
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা

সংগঠনের জোনাল জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব জসওয়াল বলেন, "2020 সাল থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হলেও, সরকার তাতে কর্ণপাত করেনি । আমরা নিজেদের দাবি-দাওয়া জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠিও দেওয়া হয়েছে, তাতেও কাজের কাজ হয়নি । তাই আমরা যদি 31মের মধ্যে কতৃপক্ষের তরফে কোনও সারা না পাই, তাহলে যতদিন না পর্যন্ত আমাদের দাবি-দাওয়াগুলি মানা হচ্ছে, আমরা 31 মে মধ্যরাত থেকেই লাগাতার ধর্মঘটের ডাক দেব ।" তাঁদের একাধিক দাবি মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলো যে কয়েক হাজার শূন্যপদ রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে ।

আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন

সঞ্জীব জসওয়াল আরও বলেন, "বর্তমানে 7 হাজারেরও বেশি শূন্য পদ পড়ে রয়েছে । এর ফলে বাকিদের উপর অনেক বেশি কাজের চাপ পড়ে যাচ্ছে । এছাড়াও নাইট ডিউটি অ্যালাউন্স পুনরায় চালু করতে হবে । সাধারণত স্টেশন মাস্টাররা নাইট অ্যালাউন্স হিসাবে 4000 টাকা করে পেয়ে থাকেন । লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে সেই টাকা । এছাড়াও নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে।" অন্যদিকে রেল বেসরকারিকরণেরও বিরোধিতা করেন তাঁরা । 16.02.2018 এর পরিবর্তে 01.01.2016 থেকে স্টেশন মাস্টারদের মডিফাইড এসইওরড ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম (MACP) সুবিধা দিতে হবে বলেও দাবি তোলেন তাঁরা।

কলকাতা, 25 মে : আগামী 31 মে গণছুটিতে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার (Thousand station masters to go on strike from 31st May)। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা । তবে রেল কতৃপক্ষের তরফে মেলেনি কোনও সদুত্তর । তাই আগামী 31 মে কাজে যোগ দেবে না স্টেশন মাস্টাররা । এমনটাই জানানো হয়েছে, অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন (All India Station Masters Association) তরফে ।

স্বাভাবিকভাবেই এর ফলে ব্যাহত হতে পারে রেল পরিষেবা । অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) ডাকে আগামী 31 মে দেশজুড়ে ধর্মঘট করবে স্টেশন মাস্টাররা । তাঁদের সাফ হুশিয়ারি যে সেদিনই রেলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা না-হলে, ওই দিন মধ্যরাত থেকে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে সংগঠন । সারা দেশ জুড়ে ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা মোট 35 হাজার সদস্য গণছুটির আবেদন জানিয়েছেন । মোট সংখ্যার মধ্যে হাওড়া ডিভিশনের 800 বেশি আবেদন পড়েছে, শিয়ালদহ ডিভিশনের 300 এবং আসানসোল ডিভিশনে 400 বেশ ছুটির আবেদন পড়েছে ইতিমধ্যেই ।

Thousand station masters to go on strike from 31st May
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা

সংগঠনের জোনাল জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব জসওয়াল বলেন, "2020 সাল থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হলেও, সরকার তাতে কর্ণপাত করেনি । আমরা নিজেদের দাবি-দাওয়া জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠিও দেওয়া হয়েছে, তাতেও কাজের কাজ হয়নি । তাই আমরা যদি 31মের মধ্যে কতৃপক্ষের তরফে কোনও সারা না পাই, তাহলে যতদিন না পর্যন্ত আমাদের দাবি-দাওয়াগুলি মানা হচ্ছে, আমরা 31 মে মধ্যরাত থেকেই লাগাতার ধর্মঘটের ডাক দেব ।" তাঁদের একাধিক দাবি মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলো যে কয়েক হাজার শূন্যপদ রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে ।

আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন

সঞ্জীব জসওয়াল আরও বলেন, "বর্তমানে 7 হাজারেরও বেশি শূন্য পদ পড়ে রয়েছে । এর ফলে বাকিদের উপর অনেক বেশি কাজের চাপ পড়ে যাচ্ছে । এছাড়াও নাইট ডিউটি অ্যালাউন্স পুনরায় চালু করতে হবে । সাধারণত স্টেশন মাস্টাররা নাইট অ্যালাউন্স হিসাবে 4000 টাকা করে পেয়ে থাকেন । লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে সেই টাকা । এছাড়াও নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে।" অন্যদিকে রেল বেসরকারিকরণেরও বিরোধিতা করেন তাঁরা । 16.02.2018 এর পরিবর্তে 01.01.2016 থেকে স্টেশন মাস্টারদের মডিফাইড এসইওরড ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম (MACP) সুবিধা দিতে হবে বলেও দাবি তোলেন তাঁরা।

Last Updated : May 25, 2022, 10:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.