ETV Bharat / city

Station Master Strike : 31 মে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার যাচ্ছেন গণছুটিতে - Station Master Strike

আগামী 31 মে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার যাচ্ছেন গণছুটিতে (Thousand station masters to go on strike from 31st May)। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা । এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন (All India Station Masters Association)পক্ষ থেকে ।

Thousand station masters to go on strike from 31st May
Station Master Strike
author img

By

Published : May 25, 2022, 9:45 PM IST

Updated : May 25, 2022, 10:43 PM IST

কলকাতা, 25 মে : আগামী 31 মে গণছুটিতে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার (Thousand station masters to go on strike from 31st May)। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা । তবে রেল কতৃপক্ষের তরফে মেলেনি কোনও সদুত্তর । তাই আগামী 31 মে কাজে যোগ দেবে না স্টেশন মাস্টাররা । এমনটাই জানানো হয়েছে, অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন (All India Station Masters Association) তরফে ।

স্বাভাবিকভাবেই এর ফলে ব্যাহত হতে পারে রেল পরিষেবা । অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) ডাকে আগামী 31 মে দেশজুড়ে ধর্মঘট করবে স্টেশন মাস্টাররা । তাঁদের সাফ হুশিয়ারি যে সেদিনই রেলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা না-হলে, ওই দিন মধ্যরাত থেকে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে সংগঠন । সারা দেশ জুড়ে ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা মোট 35 হাজার সদস্য গণছুটির আবেদন জানিয়েছেন । মোট সংখ্যার মধ্যে হাওড়া ডিভিশনের 800 বেশি আবেদন পড়েছে, শিয়ালদহ ডিভিশনের 300 এবং আসানসোল ডিভিশনে 400 বেশ ছুটির আবেদন পড়েছে ইতিমধ্যেই ।

Thousand station masters to go on strike from 31st May
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা

সংগঠনের জোনাল জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব জসওয়াল বলেন, "2020 সাল থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হলেও, সরকার তাতে কর্ণপাত করেনি । আমরা নিজেদের দাবি-দাওয়া জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠিও দেওয়া হয়েছে, তাতেও কাজের কাজ হয়নি । তাই আমরা যদি 31মের মধ্যে কতৃপক্ষের তরফে কোনও সারা না পাই, তাহলে যতদিন না পর্যন্ত আমাদের দাবি-দাওয়াগুলি মানা হচ্ছে, আমরা 31 মে মধ্যরাত থেকেই লাগাতার ধর্মঘটের ডাক দেব ।" তাঁদের একাধিক দাবি মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলো যে কয়েক হাজার শূন্যপদ রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে ।

আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন

সঞ্জীব জসওয়াল আরও বলেন, "বর্তমানে 7 হাজারেরও বেশি শূন্য পদ পড়ে রয়েছে । এর ফলে বাকিদের উপর অনেক বেশি কাজের চাপ পড়ে যাচ্ছে । এছাড়াও নাইট ডিউটি অ্যালাউন্স পুনরায় চালু করতে হবে । সাধারণত স্টেশন মাস্টাররা নাইট অ্যালাউন্স হিসাবে 4000 টাকা করে পেয়ে থাকেন । লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে সেই টাকা । এছাড়াও নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে।" অন্যদিকে রেল বেসরকারিকরণেরও বিরোধিতা করেন তাঁরা । 16.02.2018 এর পরিবর্তে 01.01.2016 থেকে স্টেশন মাস্টারদের মডিফাইড এসইওরড ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম (MACP) সুবিধা দিতে হবে বলেও দাবি তোলেন তাঁরা।

কলকাতা, 25 মে : আগামী 31 মে গণছুটিতে ভারতীয় রেলের প্রায় 35 হাজার স্টেশন মাস্টার (Thousand station masters to go on strike from 31st May)। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা । তবে রেল কতৃপক্ষের তরফে মেলেনি কোনও সদুত্তর । তাই আগামী 31 মে কাজে যোগ দেবে না স্টেশন মাস্টাররা । এমনটাই জানানো হয়েছে, অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন (All India Station Masters Association) তরফে ।

স্বাভাবিকভাবেই এর ফলে ব্যাহত হতে পারে রেল পরিষেবা । অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) ডাকে আগামী 31 মে দেশজুড়ে ধর্মঘট করবে স্টেশন মাস্টাররা । তাঁদের সাফ হুশিয়ারি যে সেদিনই রেলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা না-হলে, ওই দিন মধ্যরাত থেকে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে সংগঠন । সারা দেশ জুড়ে ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা মোট 35 হাজার সদস্য গণছুটির আবেদন জানিয়েছেন । মোট সংখ্যার মধ্যে হাওড়া ডিভিশনের 800 বেশি আবেদন পড়েছে, শিয়ালদহ ডিভিশনের 300 এবং আসানসোল ডিভিশনে 400 বেশ ছুটির আবেদন পড়েছে ইতিমধ্যেই ।

Thousand station masters to go on strike from 31st May
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন স্টেশন মাস্টাররা

সংগঠনের জোনাল জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব জসওয়াল বলেন, "2020 সাল থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হলেও, সরকার তাতে কর্ণপাত করেনি । আমরা নিজেদের দাবি-দাওয়া জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠিও দেওয়া হয়েছে, তাতেও কাজের কাজ হয়নি । তাই আমরা যদি 31মের মধ্যে কতৃপক্ষের তরফে কোনও সারা না পাই, তাহলে যতদিন না পর্যন্ত আমাদের দাবি-দাওয়াগুলি মানা হচ্ছে, আমরা 31 মে মধ্যরাত থেকেই লাগাতার ধর্মঘটের ডাক দেব ।" তাঁদের একাধিক দাবি মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলো যে কয়েক হাজার শূন্যপদ রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে ।

আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন

সঞ্জীব জসওয়াল আরও বলেন, "বর্তমানে 7 হাজারেরও বেশি শূন্য পদ পড়ে রয়েছে । এর ফলে বাকিদের উপর অনেক বেশি কাজের চাপ পড়ে যাচ্ছে । এছাড়াও নাইট ডিউটি অ্যালাউন্স পুনরায় চালু করতে হবে । সাধারণত স্টেশন মাস্টাররা নাইট অ্যালাউন্স হিসাবে 4000 টাকা করে পেয়ে থাকেন । লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে সেই টাকা । এছাড়াও নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে।" অন্যদিকে রেল বেসরকারিকরণেরও বিরোধিতা করেন তাঁরা । 16.02.2018 এর পরিবর্তে 01.01.2016 থেকে স্টেশন মাস্টারদের মডিফাইড এসইওরড ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম (MACP) সুবিধা দিতে হবে বলেও দাবি তোলেন তাঁরা।

Last Updated : May 25, 2022, 10:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.