কলকাতা, 14 সেপ্টেম্বর : চলতি বছরে বেকারের সংখ্যা 50 লাখ ছাড়াবে ৷ খুব বেশিদিন অর্থনীতির এই বেহাল অবস্থা চললে দেশ ও রাজ্য সাময়িক সংকট থেকে মেয়াদি মন্দার দিকে চলে যাবে ৷ দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে একথাই বললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ৷
আজ ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, "চাহিদার ঘাটতি বেহাল অর্থনীতির মূল কারণ ৷ এর ফলে উৎপাদনের পাশাপাশি কমে যায় কর্মসংস্থান ৷ ফলে শিল্পের সঙ্গে যুক্ত মানুষ কাজ হারান বা সংশ্লিষ্ট শিল্পের মালিক কর্মচারীদের বেতন কমিয়ে দেন ৷ এই তথ্য প্রমাণিত ৷ পাঁচ বছর আগে মাসিক আয় বৃদ্ধি ছিল সাত শতাংশ হারে ৷ এখন তা নেমে এসেছে মাত্র তিন শতাংশে ৷ " কৃষি, শিল্প ও ঋণ প্রদানের ক্ষেত্রেও অর্থনৈতিক ঘাটতি দেখা গেছে ৷ এই পরিস্থিতি ঠিক কি করা উচিত, সেটা কেন্দ্র সরকার বুঝতে পারছেন না ৷ অসীমবাবুর মতে, কেন্দ্রীয় সরকার ঠিক উলটো বুঝছেন ৷ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে সকলেই মনে করছেন এটা সাময়িক ব্যাপার ৷ তাঁরা কেউ চাহিদার ঘাটতির বিষয়টি দেখতে পারছেন না ৷ সেচ ব্যবস্থার উন্নতি এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করলে দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী হবে বলে মন্তব্য করেন তিনি ৷
আরও পড়ুন : রাজীবের হদিশ পেল না CBI
অসীমবাবু জানান, এই পরিস্থিতি সামাল দিতে, গ্রামাঞ্চলের জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সরাসরি টাকা দেওয়া উচিত গরিব মানুষের জন্য ৷ শহরেও কর্ম নিশ্চয় প্রকল্প গড়ে তোলা উচিত ৷ মাঝারি ও ক্ষুদ্র শিল্পে ঋণ দানের পরিমাণ বাড়ানো উচিত ৷ তাহলে বহনশীল স্বনির্ভর উৎপাদন আরও বেশি বৃদ্ধি পাবে ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি, নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকার বেশি ব্যস্ত ৷ রাজ্যে শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই, বেকারত্ব বেড়ে চলেছে, সেদিকে নজর নেই ৷ দেশের সরকার ভুল পথে হাঁটছে ৷"