ETV Bharat / city

মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নারী দিবসে শহরে ম্যারাথন

'বরুণা পূর্ণা নবরস পারফর্মিং আর্টস' সংস্থা ও 'ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে'র উদ্যোগে এবারের ম্যারাথনের বিষয় 'রান ফর দা কজ় ফর উইমেন সেফটি' ৷ উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষজন ।

This year marathon held on women's day
নারী দিবসে শহরে ম্যারাথন
author img

By

Published : Jan 24, 2020, 1:01 AM IST

কলকাতা, 24 জানুয়ারি : মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরে ম্যারাথনের উদ্যোগ । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আগামী 8 মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে সকাল সাড়ে ছ'টায় কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে ম্যারাথন ৷

শহরে এর আগেও অনেক ম্যারাথন হয়েছে । কিন্তু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ম্যারাথনের উদ্যোগ সাম্প্রতিক অতীতে নজিরবিহীন । 'বরুণা পূর্ণা নবরস পারফর্মিং আর্টস' সংস্থা ও 'ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে'র উদ্যোগে এবারের ম্যারাথনের বিষয় 'রান ফর দা কজ় ফর উইমেন সেফটি' ৷ উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষজন । আজ সংবাদমাধ্যমে এই উদ্যোগের কথা জানান সংস্থার আহ্বায়ক নৃত্যশিল্পী ও সমাজকর্মী পারমিতা চক্রবর্তী । বলেন, "মহিলাদের প্রতি বার্তা এটাই যে আমরা রয়েছি তোমাদের পাশে । ম্যারাথনের দিনে সঙ্গে চাই সমাজের সকলকে । সমাজের সকল স্তরের মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার দাবি নিয়েই তাদের এই ম্যারাথন ।"

বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের বক্তব্য, আজকের দিনে যেভাবে মহিলাদের ওপরে হিংসা ও নির্যাতনের ঘটনা বাড়ছে তা রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে । যদিও ম্যারাথনের আগে আগামী 16 ফেব্রুয়ারি কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে এক আলোচনা সভায় অংশ নেবেন সমাজের সর্বস্তরের মানুষ ।

কলকাতা, 24 জানুয়ারি : মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরে ম্যারাথনের উদ্যোগ । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আগামী 8 মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে সকাল সাড়ে ছ'টায় কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে ম্যারাথন ৷

শহরে এর আগেও অনেক ম্যারাথন হয়েছে । কিন্তু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ম্যারাথনের উদ্যোগ সাম্প্রতিক অতীতে নজিরবিহীন । 'বরুণা পূর্ণা নবরস পারফর্মিং আর্টস' সংস্থা ও 'ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে'র উদ্যোগে এবারের ম্যারাথনের বিষয় 'রান ফর দা কজ় ফর উইমেন সেফটি' ৷ উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষজন । আজ সংবাদমাধ্যমে এই উদ্যোগের কথা জানান সংস্থার আহ্বায়ক নৃত্যশিল্পী ও সমাজকর্মী পারমিতা চক্রবর্তী । বলেন, "মহিলাদের প্রতি বার্তা এটাই যে আমরা রয়েছি তোমাদের পাশে । ম্যারাথনের দিনে সঙ্গে চাই সমাজের সকলকে । সমাজের সকল স্তরের মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার দাবি নিয়েই তাদের এই ম্যারাথন ।"

বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের বক্তব্য, আজকের দিনে যেভাবে মহিলাদের ওপরে হিংসা ও নির্যাতনের ঘটনা বাড়ছে তা রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে । যদিও ম্যারাথনের আগে আগামী 16 ফেব্রুয়ারি কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে এক আলোচনা সভায় অংশ নেবেন সমাজের সর্বস্তরের মানুষ ।

Intro:মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবারে নারী দিবসে শহরে ম্যারাথন

কলকাতা, ২৩ জানুয়ারি : সম্প্রতি গোটা দেশজুড়ে মহিলাদের ওপরে ঘটে চলেছে অসম্মান ও অত্যাচারের ঘটনা। এবারে তা রুখতে এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরে ম্যারাথনের উদ্যোগ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আগামী ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে সকাল সাড়ে ছ'টায় কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে ম্যারাথন।



Body:শহরে এর আগেও বহু ম্যারাথন হয়েছে। কিন্তু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ম্যারাথনের উদ্যোগ সাম্প্রতিক ও অতীতে নজিরবিহীন। 'বরুনা পূর্ণা নবরস্ পারফর্মিং  আর্টস সংস্থা' ও 'ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে'র উদ্যোগে 'রান ফর দা কজ ফর উইমেন সেফটি' বিষয়ে ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে। বিশেষ এই ম্যারাথনে উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বহু বিশিষ্ট মানুষ। আজ সংবাদমাধ্যমে এই উদ্যোগের কথা জানান সংস্থার আহবায়ক নৃত্যশিল্পী ও সমাজকর্মী পারমিতা চক্রবর্তী। তিনি বলেন, মহিলাদের প্রতি বার্তা এটাই যে 'আমরা রয়েছি তোমাদের পাশে। ম্যারাথনের দিনে সঙ্গে চাই সমাজের সকলকে। সমাজের সকল স্তরের মহিলার রাস্তাঘাটে নিরাপত্তা এবং সুরক্ষার দাবি নিয়েই তাদের এই ম্যারাথন।"
বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের বক্তব্য, আজকের দিনে যেভাবে মহিলাদের ওপরে হিংসা ও নির্যাতনের ঘটনা বাড়ছে তা রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
যদিও ম্যারাথনের আগে আগামী ১৬ ফেব্রুয়ারি কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে এক আলোচনা সভায় অংশ নেবেন সমাজের সর্বস্তরের মানুষ।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.