ETV Bharat / city

বসানো হল স্টেন্ট, রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল - stent is set in the heart of minister Rabindranath Ghosh

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । সোমবার SSKM হাসপাতালে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে । সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই তাঁকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার রঘুনাথ মিশ্র ।

মন্ত্রীর ছবি
author img

By

Published : Nov 18, 2019, 3:30 PM IST

কলকাতা, 18 নভেম্বর : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । সোমবার তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে । কয়েকদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে । হৃদরোগে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে গতকাল নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালে । হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICU-তে তাঁর চিকিৎসা চলছে । সোমবার সকালে তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয় ।

ডাক্তার সরোজ মণ্ডলের অধীনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ভরতি করানো হয়েছে । মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে ডাক্তার সরোজ মণ্ডল বলেন, "ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল । বর্তমানে অবস্থা স্থিতিশীল বলা যায় । দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে । হার্টের একটি আর্টারি ব্লক ছিল । হার্টে 60-70 শতাংশ রক্ত সাপ্লাই এই আর্টারির মাধ্যমে হয় । স্টেন্ট বসানো হয়েছে । এখন ঠিক আছেন ।" তিনি আরও বলেন, "আশা করছি, হাসপাতাল থেকে ছুটি দিতে এখনও 5-7 দিন সময় লাগবে।"

মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "মেন আর্টারিতে ব্লক ছিল । স্টেন্ট বসিয়ে তা খুলে দেওয়া হয়েছে । সাকসেসফুল হয়েছে ।" তিনি আরও বলেন, "ওনাকে কয়েকদিন হাসপাতালে রাখা হবে । তার পরে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন ।" 20 বছর ধরে রবীন্দ্রনাথ ঘোষের ডায়াবেটিস রয়েছে । নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস । পাশাপাশি রঘুনাথবাবু জানিয়েছেন, ডায়াবেটিস থাকলে তার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে । ডায়াবেটিসের জন্য কিডনির সমস্যাও দেখা দিয়েছিল । ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে ।

কলকাতা, 18 নভেম্বর : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । সোমবার তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে । কয়েকদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে । হৃদরোগে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে গতকাল নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালে । হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICU-তে তাঁর চিকিৎসা চলছে । সোমবার সকালে তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয় ।

ডাক্তার সরোজ মণ্ডলের অধীনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ভরতি করানো হয়েছে । মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে ডাক্তার সরোজ মণ্ডল বলেন, "ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল । বর্তমানে অবস্থা স্থিতিশীল বলা যায় । দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে । হার্টের একটি আর্টারি ব্লক ছিল । হার্টে 60-70 শতাংশ রক্ত সাপ্লাই এই আর্টারির মাধ্যমে হয় । স্টেন্ট বসানো হয়েছে । এখন ঠিক আছেন ।" তিনি আরও বলেন, "আশা করছি, হাসপাতাল থেকে ছুটি দিতে এখনও 5-7 দিন সময় লাগবে।"

মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "মেন আর্টারিতে ব্লক ছিল । স্টেন্ট বসিয়ে তা খুলে দেওয়া হয়েছে । সাকসেসফুল হয়েছে ।" তিনি আরও বলেন, "ওনাকে কয়েকদিন হাসপাতালে রাখা হবে । তার পরে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন ।" 20 বছর ধরে রবীন্দ্রনাথ ঘোষের ডায়াবেটিস রয়েছে । নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস । পাশাপাশি রঘুনাথবাবু জানিয়েছেন, ডায়াবেটিস থাকলে তার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে । ডায়াবেটিসের জন্য কিডনির সমস্যাও দেখা দিয়েছিল । ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে ।

Intro:কলকাতা, ১৮ নভেম্বর: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সোমবার তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছে। কয়েকদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।Body:হৃদরোগে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে গতকাল, রবিবার নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে। এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICU-তে তাঁর চিকিৎসা চলছে। সোমবার সকালে তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছে। ডাক্তার সরোজ মণ্ডলের অধীনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ভরতি করানো হয়েছে। মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে এই ডাক্তার বলেন, "ওনার বর্তমান অবস্থা স্থিতিশীল বলা যায়। দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হার্টের একটি আর্টারি ব্লক ছিল। হার্টে ৬০-৭০ শতাংশ রক্ত সাপ্লাই এই আর্টারির মাধ্যমে হয়। স্টেন্ট বসানো হয়েছে। এখন ঠিক আছেন।" তিনি বলেন, "আশা করছি, হাসপাতাল থেকে ছুটি দিতে এখনও ৫-৭ দিন সময় লাগবে।"
Conclusion:মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP), ডাক্তার রঘুনাথ মিশ্র বলেন, "মেন আর্টারিতে ব্লক ছিল। স্টেন্ট বসিয়ে খুলে দেওয়া হয়েছে। সাকসেসফুল হয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, "ওনাকে কয়েকদিন এখন এখানে রাখা হবে। তার পরে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন।" ২০ বছর ধরে এই মন্ত্রীর ডায়াবেটিস রয়েছে। নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস। এই কথার পাশাপাশি MSVP জানিয়েছেন, ডায়াবেটিস থাকলে তার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। কিডনির সমস্যাও ডায়াবেটিসের জন্য দেখা দিয়েছিল। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

_____


বাইট:
wb_kol_02a_rabindranath_ghosh_bite_7203421
ডাক্তার সরোজ মণ্ডল

wb_kol_02a_rabindranath_ghosh_bite_7203421
MSVP ডাক্তার রঘুনাথ মিশ্র


ভিস্যুয়াল:
wb_kol_02c_rabindranath_ghosh_vis_7203421
থেকে
wb_kol_02g_rabindranath_ghosh_vis_7203421



For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.