ETV Bharat / city

বকেয়া বিদ্যুৎ বিল জমার সময়সীমা বাড়াল রাজ‍্য - electricity bills

৩০ এপ্রিল পর্যন্ত গ্রাহকরা বকেয়া বিদ্যুৎ বিল জমা করতে পারবেন। এক্ষেত্রে কোনও জরিমানা করা হবে না। জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

electricity bills
বিদ্যুৎ বিল
author img

By

Published : Apr 2, 2020, 4:26 PM IST

কলকাতা, 2 এপ্রিল : লকডাউনের জেরে বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা পিছিয়ে দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। ৩০ এপ্রিল পর্যন্ত বিল জমা দিতে পারবেন গ্রাহকরা । এক্ষেত্রে কোনও জরিমানা করা হবে না। ETV ভারতকে একথা জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।


কোরোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন চলছে । অনেকেই বাইরে বেরিয়ে বিদ্যুতের বিল মেটাতে পারছেন না। অনেকে আবার আর্থিক সমস্যার জন্য পারছেন না । আবার সংক্রমণের ভয়ে বাড়ি বাড়ি মিটার রিডিং নিতে যেতে পারছেন না বিদ্যুৎ কর্মীরা। বাড়িতে ঢুকতেও দিচ্ছেন না অনেকে । এই পরিস্থিতিতে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ETV ভারতকে বলেন, "গত বছর মার্চ মাসের মিটার রিডিং দিয়েই বাড়ি বাড়ি বিল পাঠানো হবে‌। তবে লকডাউন ওঠার পর মার্চ মাসের মিটার রিডিং দেখা হবে। সেক্ষেত্রে কমবেশি হলে পরের বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে । বকেয়া বিল ৩০ এপ্রিল পর্যন্ত জমা করতে পারবেন গ্রাহকরা। এর জন‍্য কোনও জরিমানা ধার্য করা হবে না।"

বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর সময়সীমা পিছিয়ে দেওয়ার ফলে সুবিধা পাবেন রাজ্যের একাধিক বাসিন্দা।


কলকাতা, 2 এপ্রিল : লকডাউনের জেরে বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা পিছিয়ে দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। ৩০ এপ্রিল পর্যন্ত বিল জমা দিতে পারবেন গ্রাহকরা । এক্ষেত্রে কোনও জরিমানা করা হবে না। ETV ভারতকে একথা জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।


কোরোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন চলছে । অনেকেই বাইরে বেরিয়ে বিদ্যুতের বিল মেটাতে পারছেন না। অনেকে আবার আর্থিক সমস্যার জন্য পারছেন না । আবার সংক্রমণের ভয়ে বাড়ি বাড়ি মিটার রিডিং নিতে যেতে পারছেন না বিদ্যুৎ কর্মীরা। বাড়িতে ঢুকতেও দিচ্ছেন না অনেকে । এই পরিস্থিতিতে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ETV ভারতকে বলেন, "গত বছর মার্চ মাসের মিটার রিডিং দিয়েই বাড়ি বাড়ি বিল পাঠানো হবে‌। তবে লকডাউন ওঠার পর মার্চ মাসের মিটার রিডিং দেখা হবে। সেক্ষেত্রে কমবেশি হলে পরের বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে । বকেয়া বিল ৩০ এপ্রিল পর্যন্ত জমা করতে পারবেন গ্রাহকরা। এর জন‍্য কোনও জরিমানা ধার্য করা হবে না।"

বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর সময়সীমা পিছিয়ে দেওয়ার ফলে সুবিধা পাবেন রাজ্যের একাধিক বাসিন্দা।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.