কলকাতা, 7 অগাস্ট : গর্ভে থাকাতেই ধরা পড়েছিল হৃদযন্ত্রে সমস্যা রয়েছে ৷ জন্মের আগেই পেসমেকার প্রস্তুত রাখা হয়েছিল ৷ শেষমেশ নবজাতকের জন্মের চারদিনের মাথায় বসানো হল পেসমেকার ৷ বিরল এই ঘটনা SSKM হাসপাতালের । হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ ৷ ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷
নিশা মিশ্র (20) ৷ গর্ভবতী হওয়ার পর থেকেই SSKM-এ তাঁর চিকিৎসা করছিল ৷ স্বামী অলককুমার রূপক বিহারের দ্বারভাঙার বাসিন্দা । নিশার গর্ভস্থ সন্তানের বয়স মাত্র পাঁচমাস তখনই ধরা পড়ে সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে । পরীক্ষা-নিরীক্ষা চলে ৷ চিকিৎসকরা জানান, জন্মের পরেই পেসমেকার বসাতে হবে ৷ এছাড়া অন্য কোনও উপায় নেই । চিকিৎসকদের পরামর্শ মত চিকিৎসা চলে তাঁর ৷ কোনও কারণে যদি নির্ধারিত সময়ের আগেই সন্তানপ্রসব করে ফেলেন, তাই তাঁকে কিছুদিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল । অবশেষে জুলাই মাসের ৩০ তারিখ এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি । চিকিৎসকরাও প্রস্তুত ছিলেন ৷ জন্মের চারদিনের মাথায় 3 অগাস্ট নবজাতকের শরীরে বসানো হয় পেসমেকার ৷
এবিষয়ে SSKM হাসপাতালের নিওনেটোলজি বিভাগের প্রধান, অধ্যাপক সুচন্দ্রা মুখোপাধ্যায় বলেন, "এই শিশুর জন্মের পরে পেসমেকার বসানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না । পেসমেকার বসানো হয়েছে । শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । এই ধরনের ঘটনা বিরল । বছরে দুই-একটি আমরা দেখতে পাই । শিশুটিকে ফলোআপে রাখা হবে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেসমেকার সংক্রান্ত বিষয়টিও দেখা হবে । ভবিষ্যতে পেসমেকার বদলানোর প্রয়োজনও দেখা দেবে ।"