ETV Bharat / city

জন্মের 4 দিনের মাথায় নবজাতকের শরীরে বসল পেসমেকার - IPGMER and SSKM Hospital

গর্ভে থাকতেই হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল ৷ তাই জন্মের আগেই পেসমেকার প্রস্তুত রাখা হয়েছিল ৷ শেষমেশ নবজাতকের জন্মের চারদিনের মাথায় বসানো হল পেসমেকার ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 7, 2019, 10:00 AM IST

কলকাতা, 7 অগাস্ট : গর্ভে থাকাতেই ধরা পড়েছিল হৃদযন্ত্রে সমস্যা রয়েছে ৷ জন্মের আগেই পেসমেকার প্রস্তুত রাখা হয়েছিল ৷ শেষমেশ নবজাতকের জন্মের চারদিনের মাথায় বসানো হল পেসমেকার ৷ বিরল এই ঘটনা SSKM হাসপাতালের । হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ ৷ ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷

নিশা মিশ্র (20) ৷ গর্ভবতী হওয়ার পর থেকেই SSKM-এ তাঁর চিকিৎসা করছিল ৷ স্বামী অলককুমার রূপক বিহারের দ্বারভাঙার বাসিন্দা । নিশার গর্ভস্থ সন্তানের বয়স মাত্র পাঁচমাস তখনই ধরা পড়ে সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে । পরীক্ষা-নিরীক্ষা চলে ৷ চিকিৎসকরা জানান, জন্মের পরেই পেসমেকার বসাতে হবে ৷ এছাড়া অন্য কোনও উপায় নেই । চিকিৎসকদের পরামর্শ মত চিকিৎসা চলে তাঁর ৷ কোনও কারণে যদি নির্ধারিত সময়ের আগেই সন্তানপ্রসব করে ফেলেন, তাই তাঁকে কিছুদিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল । অবশেষে জুলাই মাসের ৩০ তারিখ এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি । চিকিৎসকরাও প্রস্তুত ছিলেন ৷ জন্মের চারদিনের মাথায় 3 অগাস্ট নবজাতকের শরীরে বসানো হয় পেসমেকার ৷

এবিষয়ে SSKM হাসপাতালের নিওনেটোলজি বিভাগের প্রধান, অধ্যাপক সুচন্দ্রা মুখোপাধ্যায় বলেন, "এই শিশুর জন্মের পরে পেসমেকার বসানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না । পেসমেকার বসানো হয়েছে । শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । এই ধরনের ঘটনা বিরল । বছরে দুই-একটি আমরা দেখতে পাই । শিশুটিকে ফলোআপে রাখা হবে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেসমেকার সংক্রান্ত বিষয়টিও দেখা হবে । ভবিষ্যতে পেসমেকার বদলানোর প্রয়োজনও দেখা দেবে ।"

কলকাতা, 7 অগাস্ট : গর্ভে থাকাতেই ধরা পড়েছিল হৃদযন্ত্রে সমস্যা রয়েছে ৷ জন্মের আগেই পেসমেকার প্রস্তুত রাখা হয়েছিল ৷ শেষমেশ নবজাতকের জন্মের চারদিনের মাথায় বসানো হল পেসমেকার ৷ বিরল এই ঘটনা SSKM হাসপাতালের । হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ ৷ ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷

নিশা মিশ্র (20) ৷ গর্ভবতী হওয়ার পর থেকেই SSKM-এ তাঁর চিকিৎসা করছিল ৷ স্বামী অলককুমার রূপক বিহারের দ্বারভাঙার বাসিন্দা । নিশার গর্ভস্থ সন্তানের বয়স মাত্র পাঁচমাস তখনই ধরা পড়ে সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে । পরীক্ষা-নিরীক্ষা চলে ৷ চিকিৎসকরা জানান, জন্মের পরেই পেসমেকার বসাতে হবে ৷ এছাড়া অন্য কোনও উপায় নেই । চিকিৎসকদের পরামর্শ মত চিকিৎসা চলে তাঁর ৷ কোনও কারণে যদি নির্ধারিত সময়ের আগেই সন্তানপ্রসব করে ফেলেন, তাই তাঁকে কিছুদিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল । অবশেষে জুলাই মাসের ৩০ তারিখ এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি । চিকিৎসকরাও প্রস্তুত ছিলেন ৷ জন্মের চারদিনের মাথায় 3 অগাস্ট নবজাতকের শরীরে বসানো হয় পেসমেকার ৷

এবিষয়ে SSKM হাসপাতালের নিওনেটোলজি বিভাগের প্রধান, অধ্যাপক সুচন্দ্রা মুখোপাধ্যায় বলেন, "এই শিশুর জন্মের পরে পেসমেকার বসানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না । পেসমেকার বসানো হয়েছে । শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । এই ধরনের ঘটনা বিরল । বছরে দুই-একটি আমরা দেখতে পাই । শিশুটিকে ফলোআপে রাখা হবে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেসমেকার সংক্রান্ত বিষয়টিও দেখা হবে । ভবিষ্যতে পেসমেকার বদলানোর প্রয়োজনও দেখা দেবে ।"

Intro:কলকাতা, ৬ অগাস্ট: হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। পেসমেকার বসাতে হবে। মায়ের গর্ভে শিশুর বয়স যখন পাঁচ মাস, তখনই ধরা পড়েছিল এই বিষয়টি। তাই, শিশুর জন্মের আগেই পেসমেকার নিয়ে প্রস্তুত হয়ে ছিলেন চিকিৎসকরা। অবশেষে, শিশুর জন্মের চার দিনের মাথায় বসানো হলো পেসমেকার। বিরল এই ঘটনা SSKM হাসপাতালের। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার চিকিৎসা চলছে এই হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-তে।Body:SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গর্ভবতী হওয়ার কারণে বজবজের বছর কুড়ির নিশা মিশ্রর চিকিৎসা চলছিল এই হাসপাতালে। তাঁরর স্বামী অলক কুমার রূপক বিহারের দ্বারভাঙার বাসিন্দা।নিশার গর্ভস্থ সন্তানের বয়স যখন পাঁচ মাস, তখন ধরা পড়ে তাঁর গর্ভস্থ সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, জন্মের পরে পেসমেকার বসানো ছাড়া অন্য আর কোনও উপায় নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিশার চিকিৎসা চলতে থাকে। অবশেষে, গত ৩০ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।Conclusion:জন্মের পরেই যেহেতু নিশার সন্তানের জন্য পেসমেকারের প্রয়োজন, সেই জন্য প্রস্তুত ছিলেন চিকিৎসকরা। নিয়ে আসা হয়েছিল পেসমেকারও। কোনও কারণে যদি সময়ের আগেই প্রসব করে ফেলেন নিশা, সেই জন্য তাঁকে কিছু দিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল। অবশেষে গত ৩ অগাস্ট নিশার কন্যাসন্তানের শরীরে বসানো হয় পেসমেকার। এই বিষয়ে SSKM হাসপাতালের নিওনেটোলজি বিভাগের প্রধান, অধ্যাপক সুচন্দ্রা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই শিশুর জন্মের পরে পেসমেকার বসানো ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না। পেসমেকার বসানো হয়েছে। শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এই ধরনের ঘটনা বিরল।" একইসঙ্গে এই চিকিৎসক বলেন, "এই ধরনের ঘটনা বছরে দুই-একটি আমরা দেখতে পায়। এই শিশুকে ফলোআপে রাখা হবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার পেসমেকার সংক্রান্ত বিষয়টিও দেখা হবে। ভবিষ্যতে পেসমেকার বদলের প্রয়োজনও দেখা দেবে।"
______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.