কলকাতা, 29 সেপ্টেম্বর : বুধবার সকালে কলকাতার আহিরীটোলায় ভেঙে পড়ে একটি অতি পুরাতন বাড়ি । সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে এক প্রৌঢ়া এবং এক শিশুর মৃত্যু হয় । শিশুকন্যা সৃজিতা ঘোড়ুই এবং তার দিদিমার মৃত্যু হয় ৷ তবে এদিনই আর এর মেয়েকে পেলেন মৃত শিশুকন্যার মা গঙ্গা ঘোড়ুই ৷ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন । এদিন তিনি একটি শিশুকন্যার জন্ম দিয়েছেন ৷
কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের কথায় আছে, "পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী ।" সৃজিতাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার সময় সেই অন্তর্যামীর চোখ দিয়ে দু-ফোঁটা জল গড়িয়ে পড়েছিল । সমাপতন হলেও এক কন্যা সন্তানকে হারানোর চরম দুঃখের মধ্যেই মা গঙ্গার জীবনে এল আরও এক মেয়ে ৷ এদিন তিনি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ এদিন ভাঙা বাড়ির ধ্বংস্তূপ থেকে উদ্ধার করে অন্তঃসত্ত্বা গঙ্গাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে । সেখানেই গঙ্গা জন্ম দিয়েছেন এক কন্যাসন্তানের ।
হাসপাতালের সূত্র জানা গিয়েছে, গঙ্গা এবং তাঁর নবজাতক স্থিতিশীল রয়েছে । সদ্যোজাতের ওজন হয়েছে 2 কেজি 800 গ্রাম ৷ তবে গঙ্গার দু'পায়ে আঘাত রয়েছে । অস্থি বিভাগের চিকিৎসকরা তাঁকে দেখে এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন । সদ্যোজাতেরও এক্স-রে করা হবে ৷ মা-মেয়ে আপাতত ভাল রয়েছে । গঙ্গাকে আপাতত হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) রাখা হয়েছে ৷ আর সদ্যোজাত শিশুকন্যাকে নার্সারিতে রাখা হয়েছে ৷ গঙ্গার স্বামী সুশান্ত ঘোড়ুইও আটকে পড়েছিলেন ধ্বংসস্তূপে ৷ তাঁকেও উদ্ধার করে উদ্ধারকারী দল । তাঁর হাতে সামান্য আঘাত রয়েছে ৷ তবে তিনি সুস্থই রয়েছেন ।
টানা বৃষ্টির জেরে এদিন ভোররাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ স্থানীয়রা জানান, ভোরের দিকে তাঁরা কিছু ভেঙে পড়ার শব্দ পান ৷ প্রথমদিকে তাঁরা আমল দেননি ৷ পরে স্থানীয় দোকানদাররা দেখতে পান একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় এক শিশু-সহ বেশ কয়েকজন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি উত্তর কলকাতার ডালপট্টি এলাকা । সেখানে বড় ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেগুলিই এলাকার বাড়িগুলির ভিতের মাটি কেটে সাফ করে দিচ্ছে ৷ আলগা হয়ে পড়ছে বাড়ির ভিত । সেই কারণে অধিকাংশ বাড়ির কাঠামো নড়বড়ে হয়ে যাচ্ছে ৷ বাড়ছে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ।
আরও পড়ুন : Ahiritola Building Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2