কলকাতা , 7 জানুয়ারি : 100 দিনের কর্মীদের বিনামূল্যে কোরোনা টিকা দেবে কলকাতা পৌরনিগম । কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসেবে কলকাতা পৌরনিগমের স্থায়ী-অস্থায়ী সাফাই কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আগামীকাল থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে রাজ্যজুড়ে কোরোনার ভ্যাকসিনের মহড়া শুরু হবে । কলকাতা পৌরনিগম কোরোনা ভ্যাকসিনের মহড়াতে অংশ নিচ্ছে । উত্তর কলকাতার কাঁকুড়গাছির 31 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে মহড়া হবে আগামীকাল ।
কলকাতা পৌরনিগমের এই মহড়ায় অংশ নেবে পৌরনিগমের 100 দিনের কর্মীরা । ইতিমধ্যেই যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম । যাতে কেউ বাদ না পড়ে যায় সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে । রাজ্য সরকারের থেকে অনুমতি পেলে 144টি ওয়ার্ডের 144টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোরোনার টিকাকরণ করতে প্রস্তুত কলকাতা পৌরনিগম ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন কলকাতা পৌরনিগমের যেসব স্বাস্থ্যকর্মীরা সারা বছর বিভিন্ন রকম ধরনের টিকাকরণের কাজ করেন তাঁরাই কোরোনার ভ্যাকসিন দেবেন ।
টিকা দেওয়ার প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্র তিনজন কোরোনা অফিসার থাকবেন । টিকা নেওয়ার আগে প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হবে । কোরোনা নেগেটিভ হলে সচিত্র পরিচয়পত্র দিয়ে নাম নথিভুক্ত করা হবে । স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার তার কউন্সেলিং করাবেন । এর পর তাকে টিকা দেওয়া হবে । টিকাদানের পর টিকা প্রাপক কে। 45 মিনিট বিশ্রাম নিতে হবে । এরপর পরবর্তী 15 দিন টিকাপ্রাপকদের উপর নজরদারি রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।