ETV Bharat / city

CAA নিয়ে তৃণমূল কাউন্সিলরের প্রশ্নে উত্তেজনা অধিবেশনে - তৃণমূল কাউন্সিলর

পৌরনিগমের অধিবেশনে তৃণমূল কংগ্রেস ও BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুলে ওয়েলে নেবে বিক্ষোভ বামে কাউন্সিলরদের । তৃণমূল কাউন্সিলরের প্রস্তাবের কাগজ ছিঁড়ে পৌর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বাম কাউন্সিলররা ।

kmc house
কলকাতা পৌরনিগমের অধিবেশনে
author img

By

Published : Jan 18, 2020, 10:39 PM IST

Updated : Jan 18, 2020, 11:58 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের অধিবেশনের শুরুতেই CAA ও NRC-র বিরোধিতায় সরব বাম কাউন্সিলররা । মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত CAA-NRC প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভ করছেন । তৃণমূলের ছাত্রসংগঠনের ধরনা মঞ্চে CAA প্রতিবাদে বক্তব্য রেখেছেন । কিন্তু দু'মাস ধরে কলকাতা পৌরনিগমের অধিবেশনে CAA, NRC নিয়ে প্রতিবাদ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বাম কাউন্সিলরদের । আজ CAA-র প্রতিবাদে জ়িরো আওয়ারে প্রস্তাব আনা হলে সেই প্রস্তাব খারিজ করে দেয় পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ।


অথচ CAA নিয়ে এলাকার মানুষকে কী কী কাগজ দেখাতে হবে সেটা জানতে চেয়ে মেয়রের কাছে প্রস্তাব রাখেন তৃণমূল কাউন্সিলর রত্না সুর ৷ সেই প্রস্তাব গ্রহণ করেন চেয়ারপার্সন । এরপরই তৃণমূল কংগ্রেস ও BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম কাউন্সিলররা । বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রস্তাবের কাগজ ছিঁড়ে পৌর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বাম কাউন্সিলররা । এরপরই মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা । বামেরা প্রশ্ন তুলেছেন, যখন মুখ্যমন্ত্রী CAA, NRC-র বিরোধিতা করছেন তখন কী করে সেই দলের কাউন্সিলর এই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন পৌরনিগমের অধিবেশনে ।

কলকাতা পৌরনিগমে CAA নিয়ে শাষক-বিরোধী তরজা


অধিবেশনে BJP কাউন্সিলররা NPR, NRC এর সমর্থনে বক্তব্য রাখেন । সেইসঙ্গে বিভিন্ন প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও আক্রমণ করেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, দেশ বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং দেশ বিভাজনের মূল মাথা ছিল কংগ্রেস । পাশপাশি আগামী দিনে নাগরিকত্ব (সংশোধনী) আইন চালু হবে বলেও আজ দাবি করেন তাঁরা ।

অধিবেশনে পালটা অভিযোগ তোলেন বাম কাউন্সিলরা ৷ তাঁদের অভিযোগ, মোদি-মমতা এক । যদি মোদিকে মমতা সমর্থন না করেন তাহলে পৌর অধিবেশন কক্ষে CAA নিয়ে কী কী কাগজ দেখাতে হবে তা নিয়ে কীভাবে তৃণমূল কাউন্সিলরকে আলোচনা করার অনুমতি দেন চেয়ারপার্সন ৷ সে নিয়েও আজ প্রশ্ন তোলেন বাম কাউন্সিলররা । পাশাপাশি রাজারহাটে ডিটেনশন ক্যাম্প এর জন্য জমি কী করে দেয় রাজ্য সরকার তানিয়েও আজ প্রশ্ন তুলেছেন তাঁরা ।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "মমতা ব্যানার্জি যতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছে ততদিন এই রাজ্যে কোনওমতেই নাগরিক (সংশোধনী) আইন চালু হবে না । বামেরা এই ধরণের কাজ করে পৌর অধিবেশনকে ব্যাহত করছে ।"

কলকাতা, 18 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের অধিবেশনের শুরুতেই CAA ও NRC-র বিরোধিতায় সরব বাম কাউন্সিলররা । মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত CAA-NRC প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভ করছেন । তৃণমূলের ছাত্রসংগঠনের ধরনা মঞ্চে CAA প্রতিবাদে বক্তব্য রেখেছেন । কিন্তু দু'মাস ধরে কলকাতা পৌরনিগমের অধিবেশনে CAA, NRC নিয়ে প্রতিবাদ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বাম কাউন্সিলরদের । আজ CAA-র প্রতিবাদে জ়িরো আওয়ারে প্রস্তাব আনা হলে সেই প্রস্তাব খারিজ করে দেয় পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ।


অথচ CAA নিয়ে এলাকার মানুষকে কী কী কাগজ দেখাতে হবে সেটা জানতে চেয়ে মেয়রের কাছে প্রস্তাব রাখেন তৃণমূল কাউন্সিলর রত্না সুর ৷ সেই প্রস্তাব গ্রহণ করেন চেয়ারপার্সন । এরপরই তৃণমূল কংগ্রেস ও BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম কাউন্সিলররা । বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রস্তাবের কাগজ ছিঁড়ে পৌর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বাম কাউন্সিলররা । এরপরই মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা । বামেরা প্রশ্ন তুলেছেন, যখন মুখ্যমন্ত্রী CAA, NRC-র বিরোধিতা করছেন তখন কী করে সেই দলের কাউন্সিলর এই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন পৌরনিগমের অধিবেশনে ।

কলকাতা পৌরনিগমে CAA নিয়ে শাষক-বিরোধী তরজা


অধিবেশনে BJP কাউন্সিলররা NPR, NRC এর সমর্থনে বক্তব্য রাখেন । সেইসঙ্গে বিভিন্ন প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও আক্রমণ করেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, দেশ বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং দেশ বিভাজনের মূল মাথা ছিল কংগ্রেস । পাশপাশি আগামী দিনে নাগরিকত্ব (সংশোধনী) আইন চালু হবে বলেও আজ দাবি করেন তাঁরা ।

অধিবেশনে পালটা অভিযোগ তোলেন বাম কাউন্সিলরা ৷ তাঁদের অভিযোগ, মোদি-মমতা এক । যদি মোদিকে মমতা সমর্থন না করেন তাহলে পৌর অধিবেশন কক্ষে CAA নিয়ে কী কী কাগজ দেখাতে হবে তা নিয়ে কীভাবে তৃণমূল কাউন্সিলরকে আলোচনা করার অনুমতি দেন চেয়ারপার্সন ৷ সে নিয়েও আজ প্রশ্ন তোলেন বাম কাউন্সিলররা । পাশাপাশি রাজারহাটে ডিটেনশন ক্যাম্প এর জন্য জমি কী করে দেয় রাজ্য সরকার তানিয়েও আজ প্রশ্ন তুলেছেন তাঁরা ।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "মমতা ব্যানার্জি যতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছে ততদিন এই রাজ্যে কোনওমতেই নাগরিক (সংশোধনী) আইন চালু হবে না । বামেরা এই ধরণের কাজ করে পৌর অধিবেশনকে ব্যাহত করছে ।"

Intro:কাগজ আমরা দেখাবো না ,এই চারটি শব্দ নিয়ে এই মুহূর্তেই তোলপাড় চলছে রাজ্যজুড়ে। আজ পুর অধিবেশনেও এর প্রভাব দেখা গেল। অধিবেশনের শুরুতেই এনআরসি ও এনআরসির বিরোধিতায় সরব হলেন কাউন্সিলররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত CAA NRC আন্দোলন বিক্ষোভ করছেন। তৃণমূলের ছাত্রসংগঠনের ধর্না মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ছাত্র সংগঠন এর মঞ্চে বক্তব্য রাখছেন নাগরিক সংশোধনী আইনের বিপক্ষে। সেখানেই দুমাস ধরে কলকাতা পৌরনিগমের অধীনে সংশোধনী আইনের প্রতিবাদে করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে বাম কাউন্সিলরদের অভিযোগ বাম কাউন্সিলরদের। আজ নাগরিক নাগরিক সংশোধনী আইনের বিপক্ষে জিরো আওয়ার এর প্রস্তাব আনা হলে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। গতমাসে প্রস্তাব খারিজ করে দেওয়ার পর এ মাসের মাসিক অধিবেশনেও বাম কাউন্সিলরদের আনা নাগরিক সংশোধনী আইন ও এনআরসি এর বিরুদ্ধে প্রস্তাব খারিজ করে দেন পুর চেয়ারপার্সন মালা রায়। আজকের অধিবেশনে প্রস্তাব নিয়ে এসেছিল এই বিষয়ে আলোচনা করার জন্য আবারো চেয়ারপারসনের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব খারিজ করে দেন পুরঅধিবেশনে।


Body:অথচ আজ এই বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা নাগরিত্ব সংশোধিত আইনে এলাকার মানুষ কি কি কাগজ দেখাতে হবে সেটা জানতে চেয়ে মেয়রের কাছে প্রস্তাব জানতে চাইলে সেই প্রস্তাব গ্রহণ করেন মালা রায় চেয়ারপারসন। এরপরই তৃণমূল কংগ্রেস ও বিজেপি আঁতাতের অভিযোগ তুলে ওয়েলে নেবে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর সময় প্রস্তাবের কাগজ ছিঁড়ে ফেলেন এবং পুরঅধিবেশন কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান বাম কাউন্সিলররা। এরপর বাম কাউন্সিলররা চেয়ারপারসন মালালা এর ঘরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রত্না শূর আজ অধিবেশনে প্রস্তাব দেন নাগরিকদের কি কি কাগজ দেখাতে হবে। তখনই বিরোধী কাউন্সিলর অভিযোগ করেন যখন মখ‍্য মন্ত্রী বিরোধিতা করছেন তখন কি করে সেই দলের কাউন্সিলর এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছে।


Conclusion:আজ পুরনিগমে অধিবেশনে বিজেপি কাউন্সিলর এনআরসি ,এনপিয়ার ও এন আরসি এর সমর্থনে জোরালো সওয়াল করেন। দেশ বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং দেশ বিভাজনের মূল মাথা ছিল কংগ্রেস। এই বলে কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ তিনি আজ পুর অধিবেশনে। এবং আগামী দিনে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে বলেও এদিন দাবি করেন পুর বিপক্ষে। বাম কাউন্সিলর অভিযোগ করে জানান মোদি মমতা এক। যদি মোদিকে মমতার সমর্থন না করেন তাহলে পুর অধিবেশন কক্ষে কি কি কাগজ দেখাতে হবে তা নিয়ে কি ভাবে আলোচনা করার অনুমতি দেন মালা রায় চেয়ারপারসন এই প্রশ্ন তোলেন আজকে বিরোধী কাউন্সিলররা। রাজারহাটে ডিটেনশন ক্যাম্প এর জন্য জমি কি করে দেয় রাজ্য সরকার তানিয়ে ও আজ প্রশ্ন তুলেছেন বাম কাউন্সিলররা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন বামেরা এইসব উল্টোপাল্টা অভিযোগ করে দলটা প্রায় উঠে যাবার মুখে। মেয়র ফিরহাদ হাকিম তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছে ততদিন এই রাজ্যে কোন মতেই নাগরিক সংশোধনী আইন চালু হবে না। বামেরা এই ধরনের কাজ করে পুর অধিবেশন কে ব্যাহত করছে।
Last Updated : Jan 18, 2020, 11:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.