কলকাতা, 21 অগাস্ট : " সোজা বাংলায় বলছি " কর্মসূচীর 12 তম দিনে দেশের অর্থনৈতিক মূল্যবৃদ্ধির সঙ্গে রাজ্যের তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি বলেন, "দেশের GDP বৃদ্ধির হার কোরোনার অনেক আগে থেকেই কমেছিল । বরং বৃদ্ধি পেয়েছিল বাংলার GDP বৃদ্ধির হার । দেশের নিরিখে হয়েছিল প্রায় দ্বিগুণ ।"
"সোজা বাংলায় বলছি" রাজ্যের সার্বিক উন্নয়ন পর্যায়ক্রমে একে একে তুলে ধরছে রাজ্যের শাসকদল । বর্তমান সরকারের প্রতি যাতে সাধারণ মানুষ আস্থা রাখতে পারে তার জন্য বিশেষ এই কর্মসূচিতে ভিডিয়ো বার্তা দেন ডেরেক ও'ব্রায়েন । আজ GDP হারে দেশের অবস্থান কোন স্থানে রয়েছে সে কথাও উল্লেখ করেন তিনি । বলেন, "কোরোনার আগে অর্থাৎ 2019-20 অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধি 4.2 শতাংশ ছিল । যা 11 বছরে সর্বনিম্ন । এই সময় বাংলার GDP বৃদ্ধি পেয়েছে 10.4 শতাংশ । দেশের বৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি । 2019-20 এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের শিল্প বৃদ্ধির হার ছিল 0.6 শতাংশ । বাংলায় শিল্প বৃদ্ধির হার ছিল 3.1 শতাংশ । যা 5 গুণেরও বেশি।"
বিগত বাম সরকারকে কাঠগড়ায় তুলে তার বক্তব্য, "আগের সরকারের বিশাল দেনা করে যাওয়ার পরেও বাংলায় এই সবকিছুই বজায় রয়েছে । সোজা বাংলায় বলছি । একটু ভেবে দেখুন । সাবধানে থাকুন । ভালো থাকুন ।"