ETV Bharat / city

গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে ভারত স্টেজ VI নিয়মাবলী আনছে কেন্দ্র - পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট

নতুন নিয়ম চালু হলে BSIV গাড়িগুলি আর রেজিস্ট্রেশন করা হবে না । শুধুমাত্র BSVI গাড়িগুলিই রেজিস্ট্রেশন হবে । অন্যদিকে গাড়িগুলিকে BSVI নিয়মের আওতায় আনতে হলে প্রয়োজন টেস্ট বেঞ্চের । অন্যান্য মহানগরীগুলিতে টেস্ট বেঞ্চ চালু করার প্রস্তুতি শুরু হলেও পশ্চিমবঙ্গে শুরু করার এখনও তার এখনও কোনও লক্ষণ নেই ।

BSVI
দূষণ রুখতে কেন্দ্রের নিয়ম
author img

By

Published : Dec 13, 2019, 3:33 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্রীয় সরকার ভারত স্টেজে VI নিয়মাবলী আনছে । আগামী বছর এপ্রিলের আগেই আসতে চলেছে ভারত স্টেজ VI (BSVI) নিয়মাবলী । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী বছর 1 এপ্রিল থেকেই লাগু হবে এই নিয়ম । পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্রের খবর নতুন নিয়ম চালু হলে BSIV গাড়িগুলি আর রেজিস্ট্রেশন করা হবে না । শুধুমাত্র BSVI গাড়িগুলিই রেজিস্ট্রেশন হবে । অন্যদিকে গাড়িগুলিকে BSVI নিয়মের আওতায় আনতে হলে প্রয়োজন টেস্ট বেঞ্চের । অন্য মহানগরীগুলিতে টেস্ট বেঞ্চ চালু করার প্রস্তুতি শুরু হলেও পশ্চিমবঙ্গে শুরু করার এখনও তার এখনও কোনও লক্ষণ নেই ।

পরিবেশ প্রযুক্তিবিদ ও ভারত সরকারের পেটেন্ট প্রাপ্ত অন্তর দহন ইঞ্জিন (Internal Combustion Engine) বিশারদ সৌমেন্দ্র মোহন ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে BSVI-র জন্য টেস্ট বেঞ্চ থাকা বাধ্যতামূলক । কারণ একটি গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার আগে এই টেস্ট বেঞ্চে তুলে পরীক্ষা করতে হবে যে সেই গাড়িটি সত্যিই BSVI পর্যায়ের গাড়ি কি না।"

দূষণ রুখতে নিয়ম

তিনি বলেন যে, "অন্য মহানগরগুলিতে এই মেশিনটি বসানোর প্রক্রিয়া চালু হলেও এখানে তা এখনও শুরু হয়নি । এই মেশিনটি বসাতে কয়েক অনেক টাকা খরচ হয় এবং বেশ সময় সাপেক্ষও । হাতে রয়েছে মাত্র কয়েক মাস । তাই এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল।"

পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর অমিতাভ সেনগুপ্তকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি ৷ তবে PVD-র সেক্রেটারি নিমাই হালদার বলেন, "একথা ঠিক যে BSVIএর জন্য টেস্ট বেঞ্চ বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই নিয়ে এখন পর্যন্ত কোনও কথা হয়নি দপ্তরে। হলে নিশ্চয়ই জানা যাবে।"

অন্যদিকে ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবাশিস চক্রবর্তী বলেন, যদিও PCB-র এই বিষয়ে তেমন হাত নেই। তবে জানা গেছে যে পরিবহন দপ্তরে টেস্ট বেঞ্চ বসানো নিয়ে এখনও কোনও প্রক্রিয়া শুরু হয়নি।

কলকাতা, 13 ডিসেম্বর : পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্রীয় সরকার ভারত স্টেজে VI নিয়মাবলী আনছে । আগামী বছর এপ্রিলের আগেই আসতে চলেছে ভারত স্টেজ VI (BSVI) নিয়মাবলী । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী বছর 1 এপ্রিল থেকেই লাগু হবে এই নিয়ম । পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্রের খবর নতুন নিয়ম চালু হলে BSIV গাড়িগুলি আর রেজিস্ট্রেশন করা হবে না । শুধুমাত্র BSVI গাড়িগুলিই রেজিস্ট্রেশন হবে । অন্যদিকে গাড়িগুলিকে BSVI নিয়মের আওতায় আনতে হলে প্রয়োজন টেস্ট বেঞ্চের । অন্য মহানগরীগুলিতে টেস্ট বেঞ্চ চালু করার প্রস্তুতি শুরু হলেও পশ্চিমবঙ্গে শুরু করার এখনও তার এখনও কোনও লক্ষণ নেই ।

পরিবেশ প্রযুক্তিবিদ ও ভারত সরকারের পেটেন্ট প্রাপ্ত অন্তর দহন ইঞ্জিন (Internal Combustion Engine) বিশারদ সৌমেন্দ্র মোহন ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে BSVI-র জন্য টেস্ট বেঞ্চ থাকা বাধ্যতামূলক । কারণ একটি গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার আগে এই টেস্ট বেঞ্চে তুলে পরীক্ষা করতে হবে যে সেই গাড়িটি সত্যিই BSVI পর্যায়ের গাড়ি কি না।"

দূষণ রুখতে নিয়ম

তিনি বলেন যে, "অন্য মহানগরগুলিতে এই মেশিনটি বসানোর প্রক্রিয়া চালু হলেও এখানে তা এখনও শুরু হয়নি । এই মেশিনটি বসাতে কয়েক অনেক টাকা খরচ হয় এবং বেশ সময় সাপেক্ষও । হাতে রয়েছে মাত্র কয়েক মাস । তাই এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল।"

পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর অমিতাভ সেনগুপ্তকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি ৷ তবে PVD-র সেক্রেটারি নিমাই হালদার বলেন, "একথা ঠিক যে BSVIএর জন্য টেস্ট বেঞ্চ বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই নিয়ে এখন পর্যন্ত কোনও কথা হয়নি দপ্তরে। হলে নিশ্চয়ই জানা যাবে।"

অন্যদিকে ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবাশিস চক্রবর্তী বলেন, যদিও PCB-র এই বিষয়ে তেমন হাত নেই। তবে জানা গেছে যে পরিবহন দপ্তরে টেস্ট বেঞ্চ বসানো নিয়ে এখনও কোনও প্রক্রিয়া শুরু হয়নি।

Intro:আগামী বছর এপ্রিলের আগেই আসতে চলেছে ভারত স্টেজে VI (BS VI) নিয়মাবলী আসতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী বছর 1 এপ্রিল থেকেই লাগু হবে এই নিয়ম। পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্র সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।


Body:সূত্রের খবর নতুন নিয়ম চালু হলে BSIV গাড়িগুলি আর রেজিস্ট্রেশন করা হবে না, শুধুমাত্র BSVI গাড়িগুলিই রেজিস্ট্রেশন হবে। অন্যদিকে গাড়িগুলিকে BSVI নিয়মের আওতায় আনতে হলে প্রয়োজন টেস্ট বেঞ্চের। অন্যান্য মহানগরীগুলিতে টেস্ট বেঞ্চ চালু করার প্রস্তুতি শুরু হলেও পশ্চিমবঙ্গে তার এখনও কোনও দেখা নেই।

পরিবেশ প্রযুক্তিবিদ ও ভারত সরকারের পেটোন্ট প্রাপ্ত অন্তর দহন ইঞ্জিন (Internal Combustion Engine) বিশারদ সৌমেন্দ্র মোহন ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে BS VI র জন্য টেস্ট বেঞ্চ থাকা বাধ্যতামূলক। কারণ একটি গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার আগে এই টেস্ট বেঞ্চে তুলে পরীক্ষা করতে হবে যে সেই গাড়িটি সত্যিই BS VI পর্যায়ের গাড়ি কি না।"

তিনি বলেন যে, "অন্যান্য মহানগরগুলিতে এই মেশিনটি বসানোর প্রক্রিয়া চালু হলেও এখানের তা এখনও শুরু হয়নি। এই মেশিনটি বসাতে কয়েকটি কোটি টাকা খরচ হয় এবং বেশ সময় সাপেক্ষও। হাতে রয়েছে মাত্র কয়েক মাস। তাই এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল।"

পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর অমিতাভ সেনগুপ্তকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়। এসএমএস-এর মাধ্যমে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি উত্তর দেননি। তবে PVD-র সেক্রেটারি নিমাই হালদার বলেন, "একথা ঠিক যে BS VIএর জন্য টেস্ট বেঞ্চ বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই নিয়ে এখন পর্যন্ত কোনও কথা হয়নি দপ্তরে। হলে নিশ্চয়ই জানা যাবে।"



Conclusion:অন্যদিকে ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এর সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবাশীষ চক্রবর্তী বলেন যে যদিও PCB-র এই বিষয়ে তেমন হাত নেই। তবে জানা গেছে যে পরিবহন দপ্তরে টেস্ট বেঞ্চ বসানো নিয়ে এখনও কোনও প্রক্রিয়া শুরু হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.