ETV Bharat / city

Post Poll Violence: আজ হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের - FIR

ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই ৷ খুন, ধর্ষণ, অপহরণের ঘটনায় এফআইআর এবং গ্রেফতার-সহ অন্যান্য তথ্য ওই স্ট্যাটাস রিপোর্টে থাকবে ৷

The CBI has filed status report of post-poll violence in Calcutta High Court today
আজ কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই’র
author img

By

Published : Oct 4, 2021, 12:38 PM IST

Updated : Oct 4, 2021, 12:58 PM IST

কলকাতা, 4 অক্টোবর: রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে কী কী উঠে এসেছে ? এবার সেই সব নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, আজ সোমবারই মুখবন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা করা হবে ৷ তদন্ত শুরুর 6 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে ৷ যে মামলার তদন্তে নেমে ইতিমধ্যে অনেককে গ্রেফতার করেছে পুলিশ ৷ মোট 4টি অঞ্চলে ভাগ করে তদন্ত শুরু করে সিবিআই ৷ যেখানে প্রতি অঞ্চলে তদন্তকারী দলে 21 জন করে আধিকারিককে নিয়োগ করা হয় ৷ যে দলের নেতৃত্বে সিবিআইয়ের 4 যুগ্ম অধিকর্তা রয়েছেন ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় 15টি খুন এবং 6টি ধর্ষণের মামলায় গত 27 অগস্ট মোট 11টি এফআইআর করে সিবিআই ৷ খুন, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা, অপহরণ ও অনুপ্রবেশের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয় বলে নিজাম প্যালেসের সিবিআই দফতর সূত্রে খবর ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুর জিতে পরবর্তী লক্ষ্য স্থির মমতার

প্রসঙ্গত, গত শনিবার সিবিআইয়ের তরফে আরও 10টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তার আগে 29 অগস্ট আরও 7টি এফআইআর দায়ের হয় ৷ এর পর আরও দু’দফায় চারটি ও তিনটি এফআইআর দায়ের করে সিবিআই ৷ সিবিআই সূত্র খবর, এফআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ধরপাকড় শুরু হয় ৷ সেই সঙ্গে গত 22 সেপ্টেম্বর থেকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করে সিবিআই ৷ নিজাম প্যালেসে সেই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে পর্যালোচনা বৈঠকও করেন সিবিআই আধিকারিকরা ৷ সেখানে দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টররা কলকাতায় আসেন ৷ সূত্রের খবর, কতগুলি এফআইআর করা হয়েছে, কতগুলি চার্জশিট জমা পড়েছে, কতজন গ্রেফতার হয়েছে, সেই সব তথ্য স্ট্যাটাস রিপোর্ট উল্লেখ থাকবে ৷

আরও পড়ুন : lakhimpur kheri case : লখিমপুর যাওয়ার পথে গ্রেফতার প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের

কলকাতা, 4 অক্টোবর: রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে কী কী উঠে এসেছে ? এবার সেই সব নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, আজ সোমবারই মুখবন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা করা হবে ৷ তদন্ত শুরুর 6 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে ৷ যে মামলার তদন্তে নেমে ইতিমধ্যে অনেককে গ্রেফতার করেছে পুলিশ ৷ মোট 4টি অঞ্চলে ভাগ করে তদন্ত শুরু করে সিবিআই ৷ যেখানে প্রতি অঞ্চলে তদন্তকারী দলে 21 জন করে আধিকারিককে নিয়োগ করা হয় ৷ যে দলের নেতৃত্বে সিবিআইয়ের 4 যুগ্ম অধিকর্তা রয়েছেন ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় 15টি খুন এবং 6টি ধর্ষণের মামলায় গত 27 অগস্ট মোট 11টি এফআইআর করে সিবিআই ৷ খুন, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা, অপহরণ ও অনুপ্রবেশের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয় বলে নিজাম প্যালেসের সিবিআই দফতর সূত্রে খবর ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুর জিতে পরবর্তী লক্ষ্য স্থির মমতার

প্রসঙ্গত, গত শনিবার সিবিআইয়ের তরফে আরও 10টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তার আগে 29 অগস্ট আরও 7টি এফআইআর দায়ের হয় ৷ এর পর আরও দু’দফায় চারটি ও তিনটি এফআইআর দায়ের করে সিবিআই ৷ সিবিআই সূত্র খবর, এফআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ধরপাকড় শুরু হয় ৷ সেই সঙ্গে গত 22 সেপ্টেম্বর থেকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করে সিবিআই ৷ নিজাম প্যালেসে সেই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে পর্যালোচনা বৈঠকও করেন সিবিআই আধিকারিকরা ৷ সেখানে দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টররা কলকাতায় আসেন ৷ সূত্রের খবর, কতগুলি এফআইআর করা হয়েছে, কতগুলি চার্জশিট জমা পড়েছে, কতজন গ্রেফতার হয়েছে, সেই সব তথ্য স্ট্যাটাস রিপোর্ট উল্লেখ থাকবে ৷

আরও পড়ুন : lakhimpur kheri case : লখিমপুর যাওয়ার পথে গ্রেফতার প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের

Last Updated : Oct 4, 2021, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.