ETV Bharat / city

যশের মোকাবিলায় প্রস্তুতি কলকাতা পৌরনিগমের - ঘূর্ণিঝড়

দক্ষিণ কলকাতায় এনডিআরএফ-এর চারটি দল থাকবে বিপর্যয় মোকাবিলার জন্য । উত্তর কলকাতায় পরিস্থিতি মোকাবিলা করতে তিনটি দল থাকবে ৷ এনডিআরএফ-এর কর্মীদের কাছে বিদ্যুস্পৃষ্ট হওয়া থেকে বাঁচতে অত্যাধুনিক সরঞ্জাম থাকছে ।

the-calcutta-municipal-corporation-is-preparing-to-face-the-cyclone-yaas-in-kolkata
আমফানের থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি কলকাতা পৌরনিগমের
author img

By

Published : May 24, 2021, 6:56 PM IST

কলকাতা, 24 মে : অতি শক্তিশালী সাইক্লোন যশের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমে । মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম কলকাতা হাইকোর্টের নির্দেশে গৃহবন্দি । তবে সেই গৃহবন্দি অবস্থায় বাড়িতে বসেই ভার্চুয়াল বৈঠক করলেন পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে । শক্তিশালী ঘূর্ণিঝড় তাণ্ডবে শহরের কী কী ক্ষতি হতে পারে, সেই বিষয় খোঁজখবর নেন তিনি । ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের । বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ তাদের সাতটা দল কলকাতায় পাঠিয়েছে ।

দক্ষিণ কলকাতায় এনডিআরএফ-এর চারটি দল থাকবে বিপর্যয় মোকাবিলার জন্য । উত্তর কলকাতায় পরিস্থিতি মোকাবিলা করতে তিনটি দল থাকবে ৷ এনডিআরএফ এর কর্মীদের কাছে বিদ্যুস্পৃষ্ট হওয়া থেকে বাঁচতে অত্যাধুনিক সরঞ্জাম থাকছে । এক একটি দলে 35 জন করে কর্মী থাকবেন ।

এদিনের ভার্চুয়াল বৈঠকের পর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, গত বছর ঘূর্ণিঝড় আমফান থেকে শিক্ষা নিয়ে এ বছর প্রস্তুতি নেওয়া হচ্ছে । প্রত্যেকটি ওয়ার্ডে দু’টি করে দল রাখা হচ্ছে । একটি দল ওয়ার্ডের কোথাও গাছ পড়ে গেলে তা পরিষ্কার করবে ও দ্বিতীয় দলটি জমা জল সরাতে কাজ করবে । তার সঙ্গেই বিপর্যয় মোকাবিলার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি বীরভূম জেলা প্রশাসনের

কোথাও বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা থাকবে । বিদ্যুৎ পরিষেবা ব্যর্থ হলে জেনারেটরের সাহায্যে পাম্প চালিয়ে পানীয় জল সরবরাহ করা হবে । জমা জল সরাতে অতিরিক্ত পাম্পয়ের ব্যবস্থা করা হয়েছে পৌরনিগমের তরফে । বিপজ্জনক বাড়িগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে । প্রত্যেকটি ওয়ার্ডের স্কুল ও কমিউনিটি সেন্টারগুলিতে থাকার ব্যবস্থা করেছে পৌরনিগম ৷ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের 3টি দল ও কলকাতা পৌরনিগমের কর্মীরা একসঙ্গে এই বিপর্যয় মোকাবিলায় কাজ করবে বলে জানিয়েছেন দেবাশিস কুমার । সেই সঙ্গেই এখন থেকে 24 ঘণ্টার জন্য খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম ।

কলকাতা, 24 মে : অতি শক্তিশালী সাইক্লোন যশের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমে । মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম কলকাতা হাইকোর্টের নির্দেশে গৃহবন্দি । তবে সেই গৃহবন্দি অবস্থায় বাড়িতে বসেই ভার্চুয়াল বৈঠক করলেন পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে । শক্তিশালী ঘূর্ণিঝড় তাণ্ডবে শহরের কী কী ক্ষতি হতে পারে, সেই বিষয় খোঁজখবর নেন তিনি । ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের । বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ তাদের সাতটা দল কলকাতায় পাঠিয়েছে ।

দক্ষিণ কলকাতায় এনডিআরএফ-এর চারটি দল থাকবে বিপর্যয় মোকাবিলার জন্য । উত্তর কলকাতায় পরিস্থিতি মোকাবিলা করতে তিনটি দল থাকবে ৷ এনডিআরএফ এর কর্মীদের কাছে বিদ্যুস্পৃষ্ট হওয়া থেকে বাঁচতে অত্যাধুনিক সরঞ্জাম থাকছে । এক একটি দলে 35 জন করে কর্মী থাকবেন ।

এদিনের ভার্চুয়াল বৈঠকের পর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, গত বছর ঘূর্ণিঝড় আমফান থেকে শিক্ষা নিয়ে এ বছর প্রস্তুতি নেওয়া হচ্ছে । প্রত্যেকটি ওয়ার্ডে দু’টি করে দল রাখা হচ্ছে । একটি দল ওয়ার্ডের কোথাও গাছ পড়ে গেলে তা পরিষ্কার করবে ও দ্বিতীয় দলটি জমা জল সরাতে কাজ করবে । তার সঙ্গেই বিপর্যয় মোকাবিলার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি বীরভূম জেলা প্রশাসনের

কোথাও বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা থাকবে । বিদ্যুৎ পরিষেবা ব্যর্থ হলে জেনারেটরের সাহায্যে পাম্প চালিয়ে পানীয় জল সরবরাহ করা হবে । জমা জল সরাতে অতিরিক্ত পাম্পয়ের ব্যবস্থা করা হয়েছে পৌরনিগমের তরফে । বিপজ্জনক বাড়িগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে । প্রত্যেকটি ওয়ার্ডের স্কুল ও কমিউনিটি সেন্টারগুলিতে থাকার ব্যবস্থা করেছে পৌরনিগম ৷ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের 3টি দল ও কলকাতা পৌরনিগমের কর্মীরা একসঙ্গে এই বিপর্যয় মোকাবিলায় কাজ করবে বলে জানিয়েছেন দেবাশিস কুমার । সেই সঙ্গেই এখন থেকে 24 ঘণ্টার জন্য খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.