ETV Bharat / city

কোরোনা সতর্কতা ; ভিড় এড়াতে রেশনের জন্য বাড়ি বাড়ি অস্থায়ী কার্ড পৌঁছে দেবে কলকাতা পৌরনিগম - কলকাতা

যাঁদের রেশন কার্ড আছে তাঁরা সেই রেশন কার্ডের মাধ্যমেই 10 তারিখ থেকে বিনামূল্যে রেশনের দোকান থেকে চাল ও গম নিতে পারবেন । আর যাঁদের নেই তাঁদের বাড়িতে রেশনের জন্য স্থায়ী কার্ড পৌঁছে দেবে কলকাতা পৌরনিগম ৷

frihad hakim
frihad hakim
author img

By

Published : Apr 4, 2020, 5:57 PM IST

Updated : Apr 4, 2020, 9:06 PM IST

কলকাতা, 4 এপ্রিল : বাড়ি বাড়ি গিয়ে রেশনের জন্য অস্থায়ী কার্ড বিলি করবে কলকাতা পৌরনিগম । এই কাজের জন্য সোশাল ওয়েলফেয়ার কর্মীদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে । যাঁদের রেশন কার্ড আছে তাঁরা সেই রেশন কার্ডের মাধ্যমেই 10 তারিখ থেকে বিনামূল্যে রেশনের দোকান থেকে চাল ও গম নিতে পারবেন । এবং যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পাননি, তাঁদেরকে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে একটি অস্থায়ী কার্ড দেওয়া হবে ।

RKSY 1 আবেদনকারী যারা আছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে অস্থায়ী কার্ড পৌঁছে দেবে কলকাতা পৌরনিগম । এই অস্থায়ী কার্ড দিয়েই 10 তারিখ থেকে বিনামূল্যে চাল গম পারবেন গ্রাহকরা । আজ পৌরনিগমে এই কথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম জানিয়েছেন ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথমে বোরো অফিস থেকে এই কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল । কিন্তু অনেক মানুষ ভিড় করবেন বোরো অফিসগুলিতে । তাই ভিড় এড়াতে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই সঙ্গে মেয়র জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অস্থায়ী এই কার্ড নিয়ে আবারও বৈঠক করেছেন তিনি । RKSY2 অন্তর্ভুক্ত কিন্তু RKSY 1 এর জন্য আবেদন করেছিলেন, তাঁদেরকেও আবেদন করলে বিনামূল্যে চাল গম দেওয়া হবে ।

কলকাতা, 4 এপ্রিল : বাড়ি বাড়ি গিয়ে রেশনের জন্য অস্থায়ী কার্ড বিলি করবে কলকাতা পৌরনিগম । এই কাজের জন্য সোশাল ওয়েলফেয়ার কর্মীদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে । যাঁদের রেশন কার্ড আছে তাঁরা সেই রেশন কার্ডের মাধ্যমেই 10 তারিখ থেকে বিনামূল্যে রেশনের দোকান থেকে চাল ও গম নিতে পারবেন । এবং যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পাননি, তাঁদেরকে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে একটি অস্থায়ী কার্ড দেওয়া হবে ।

RKSY 1 আবেদনকারী যারা আছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে অস্থায়ী কার্ড পৌঁছে দেবে কলকাতা পৌরনিগম । এই অস্থায়ী কার্ড দিয়েই 10 তারিখ থেকে বিনামূল্যে চাল গম পারবেন গ্রাহকরা । আজ পৌরনিগমে এই কথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম জানিয়েছেন ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথমে বোরো অফিস থেকে এই কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল । কিন্তু অনেক মানুষ ভিড় করবেন বোরো অফিসগুলিতে । তাই ভিড় এড়াতে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই সঙ্গে মেয়র জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অস্থায়ী এই কার্ড নিয়ে আবারও বৈঠক করেছেন তিনি । RKSY2 অন্তর্ভুক্ত কিন্তু RKSY 1 এর জন্য আবেদন করেছিলেন, তাঁদেরকেও আবেদন করলে বিনামূল্যে চাল গম দেওয়া হবে ।

Last Updated : Apr 4, 2020, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.