ETV Bharat / city

শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা - বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ

বুধবার থেকে কমতে পারে শীতের আমেজ ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

Temperatures will rise
বাড়বে তাপমাত্রা
author img

By

Published : Jan 7, 2020, 1:49 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : আরও নামল কলকাতার তাপমাত্রা ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস ৷কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা ৷ বুধ ও বৃহস্পতিবার ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণ 24 পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম থাকবে বলেও পূর্বাভাস ৷

কলকাতা, 7 জানুয়ারি : আরও নামল কলকাতার তাপমাত্রা ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস ৷কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা ৷ বুধ ও বৃহস্পতিবার ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণ 24 পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম থাকবে বলেও পূর্বাভাস ৷

Intro:আজ রাজ্যে জাকিয়ে শীত রয়েছে। তাপমাত্রার পারদ আরও কিছুটা পতন হল। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টাতে ও শীতের আবহ বজায় থাকবে। তবে বুধবারের পর সেই শীতের আমেজে ভাটা পড়তে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শীতের শত্রু পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের ভাটা পড়তে পারে শীতের আমেজে। আগামী বুধ ও বৃহস্পতিবার ফের একবার বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বুধবারের পর থেকে আকাশ মেঘলা থাকবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।


Body:আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলেছে। আকাশ পরিষ্কার থাকায় শীতের আমেজ কায়েম থাকবে আগামী 24 ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার প্রভাব থাকবে। আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে । উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের চার জেলায় কুয়াশার পাশাপাশি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম থাকবে।

পশ্চিমী ঝঞ্জা ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে ফের বুধ ও বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। ও দক্ষিণ বঙ্গের জেলা গুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।


Conclusion:আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 52%। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.