কলকাতা, 22 মার্চ : রাজ্যে চালু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ আর স্কুল খুলতেই করোনা আক্রান্ত হতে শুরু করেছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ তেমনই করোনা আক্রান্ত হলেন কলকাতার এক নামী বেসরকারি স্কুলের এক শিক্ষক ৷ সম্প্রতি ওই শিক্ষকের করোনার রিপোর্ট পজ়িটিভ আসে। তা জানতে পারার সঙ্গে সঙ্গেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সূত্রের খবর, 29 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুলটি।
বেসরকারি ওই স্কুলের করোনা আক্রান্ত শিক্ষক পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতেন ৷ সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানান। তারপরেই স্কুলের ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের মেসেজ় পাঠিয়ে স্কুল বন্ধ রাখার কথা জানিয়ে দেয় কর্তৃপক্ষ। বলা হয়েছে, আগামী 30 মার্চ স্কুল খুলবে এবং স্কুল বন্ধ থাকাকালীন স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করার কাজ করা হবে। শুক্রবার পর্যন্ত স্কুলে আসা সকল ছাত্র-ছাত্রী, কর্মচারী ও শিক্ষককে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : রাজ্যে ফের 400 ছাড়াল দৈনিক সংক্রমণ
প্রায় 11 মাস বন্ধ থাকার পর গত 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়েছিল । স্কুল খোলার 10 দিন অতিক্রান্ত হতেই জানা যায় কসবা চিত্তরঞ্জন হাইস্কুলে প্রথমে একজন ও পরে আরও দুইজন শিক্ষিকা করোনায় আক্রান্ত। এক শিক্ষক এবং দু’জন শিক্ষিকা জ্বরে পড়েন। সেই ঘটনাটিও জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দফতরের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল। এবার একটি নামী বেসরকারি স্কুলেও পড়ল করোনার ছায়া।