ETV Bharat / city

কোরোনা হাসপাতাল হচ্ছে না বোড়ালের TB হাসপাতাল

বোড়ালের TB হাসপাতালকে কোরোনা হাসপাতলে রূপান্তরিত করা হচ্ছে বলে খবর ছড়িয়েছিল । কিন্তু, এই খবরের সত্যতা নেই বলে জানালেন কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ।

ছবি
author img

By

Published : Jun 16, 2020, 11:50 AM IST

কলকাতা, 16 জুন : গড়িয়ার বোড়ালের TB হাসপাতালকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে না । কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, বোড়ালের TB হাসপাতালকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করার কোনও প্রস্তাব আসেনি । কয়েকটি রাজনৈতিক দল ইচ্ছা করে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে । তারাই অপপ্রচার করছে ।

গতকাল ফিরহাদ হাকিম জানিয়েছেন, TB চিকিৎসা ও কোরোনা চিকিৎসা কখনও একসঙ্গে করা সম্ভব নয় । কয়েকজন অপপ্রচার চালাচ্ছে । রাজ্য সরকারের তরফে এমন কোনও প্রস্তাব আসেনি । যেমন গড়িয়া মহাশ্মশানে কোরোনা আক্রান্তের মৃতদেহ দাহ করা হচ্ছে বলে অপপ্রচার করা হয়েছিল । ঠিক একই পদ্ধতিতে স্থানীয় মানুষকে উত্তেজিত করতে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে । যাদের পায়ের তলায় মাটি নেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের এলাকায় জনপ্রিয় হতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।


তিনি আরও বলেন, “BJP এই সময় রাজনৈতিক ফায়দা নিতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে । ওরা বিভিন্ন অভিযোগ করে চলেছে । এই সব অভিযোগকে আমরা তোয়াক্কা করি না । ওদের নেতা-কর্মীরা জেলায় গিয়ে অপপ্রচার করছে । আসলে BJP-র সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই । বিপদের সময় BJP নেতারা সাধারণ মানুষের পাশে ছিলেন না । জনগণ দেখতে পাচ্ছে কে বিপদের সময় পাশে দাঁড়িয়ে কাজ করছে । তাই এইসব অভিযোগকে আমরা বেশি গুরুত্ব দিই না । যাঁরা নিজেরা ঠিক নয় তাঁরা অন্যদেরকেও বেঠিক বলেই মনে করে । "

কলকাতা, 16 জুন : গড়িয়ার বোড়ালের TB হাসপাতালকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে না । কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, বোড়ালের TB হাসপাতালকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করার কোনও প্রস্তাব আসেনি । কয়েকটি রাজনৈতিক দল ইচ্ছা করে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে । তারাই অপপ্রচার করছে ।

গতকাল ফিরহাদ হাকিম জানিয়েছেন, TB চিকিৎসা ও কোরোনা চিকিৎসা কখনও একসঙ্গে করা সম্ভব নয় । কয়েকজন অপপ্রচার চালাচ্ছে । রাজ্য সরকারের তরফে এমন কোনও প্রস্তাব আসেনি । যেমন গড়িয়া মহাশ্মশানে কোরোনা আক্রান্তের মৃতদেহ দাহ করা হচ্ছে বলে অপপ্রচার করা হয়েছিল । ঠিক একই পদ্ধতিতে স্থানীয় মানুষকে উত্তেজিত করতে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে । যাদের পায়ের তলায় মাটি নেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের এলাকায় জনপ্রিয় হতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।


তিনি আরও বলেন, “BJP এই সময় রাজনৈতিক ফায়দা নিতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে । ওরা বিভিন্ন অভিযোগ করে চলেছে । এই সব অভিযোগকে আমরা তোয়াক্কা করি না । ওদের নেতা-কর্মীরা জেলায় গিয়ে অপপ্রচার করছে । আসলে BJP-র সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই । বিপদের সময় BJP নেতারা সাধারণ মানুষের পাশে ছিলেন না । জনগণ দেখতে পাচ্ছে কে বিপদের সময় পাশে দাঁড়িয়ে কাজ করছে । তাই এইসব অভিযোগকে আমরা বেশি গুরুত্ব দিই না । যাঁরা নিজেরা ঠিক নয় তাঁরা অন্যদেরকেও বেঠিক বলেই মনে করে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.