ETV Bharat / city

Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর - ভুল বানান

ভুল বানানে লেখা পোস্টার হাতে সংসদে ধরনা দিলীপ ঘোষের ৷ বিজেপির রাজ্য সভাপতির আচরণে ক্ষুব্ধ দলের প্রবীণ নেতা তথাগত রায় ৷ টুইটারে উগড়়ে দিলেন ক্ষোভ ৷ বিদ্যাসাগরের উক্তি টেনে পোস্টারের লেখককে কটাক্ষ করলেন ‘মূর্খ’ বলে ৷

Tathagata Roy targets Dilip Ghosh on poster controversy
Tathagata-Dilip : পোস্টারে বানান বিভ্রাট, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে লেখককে ‘‘মূর্খ’’ বলে তোপ তথাগতর
author img

By

Published : Aug 12, 2021, 5:36 PM IST

কলকাতা ও নয়াদিল্লি, 12 অগস্ট : বানান বিভ্রাটে জড়িয়ে এবার দলের প্রবীণ নেতার কাছে খোঁচা খেতে হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ ভুল বানানে লেখা প্রতিবাদী পোস্টার-সহ দিলীপের ছবি পোস্ট করে তাঁকে কটাক্ষ করলেন তথাগত রায় (Tathagata Roy) ৷ যদিও সংশ্লিষ্ট টুইটে তাঁর দাবি, যিনি সেই ভুল বানান লিখেছেন, তাঁকেই ‘মূর্খ’ বলেছেন তিনি ! গোটা ঘটনায় প্রতিক্রিয়া এড়িয়েছেন দিলীপ স্বয়ং ৷ তবে তাতে বিতর্ক আর থামছে কই ! বরং, গোটা ঘটনাকে গেরুয়া শিবিরের অন্দরের কোন্দল হিসাবেই দেখছেন বিজেপি বিরোধীরা ৷

আরও পড়ুন : Tathagata Roy: বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর

পেগাসাস বিতর্ক, ত্রিপুরায় দলীয় নেতাদের উপর হামলা-সহ নানা ইস্যুতে গোটা বাদল অধিবেশন জুড়েই সরব থেকেছে তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীদের যে কোনও প্রতিবাদ কর্মসূচিতে গত কয়েকদিন ধরে সামনের সারিতেই থেকেছেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ তার পাল্টা জবাব দিতে আসরে নামতে হয়েছে বিজেপিকেও ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে গলা ফাটিয়েছেন দলের সাংসদরা ৷ এরই মধ্যে হাওড়ার বাগানানে এক বিজেপি নেতার স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ সামনে আসে ৷ বুধবারে সংসদ চত্বরেই তার প্রতিবাদে সামিল হন বিজেপি সাংসদরা ৷ ছিলেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও ৷

গান্ধি মূর্তির সামনে আয়োজিত সেই কর্মসূচিতে নজর কাড়ে দিলীপের হাতে ধরা পোস্টারটি ৷ তাতে সাদার উপর লাল কালিতে লেখা ছিল, ‘‘কন্নাশ্রী চাইনা নারী সম্মান চাই’’ ৷ সেই ছবি প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ খোদ বিজেপির রাজ্য সভাপতির হাতে ধরা পোস্টারেই যদি বানানের এই হাল হয়, তাহলে বাকিদের অবস্থা কী ! নানা মহলে উঠতে শুরু করে সেই প্রশ্ন ৷ মশকরা শুরু হয় সোশ্য়াল মিডিয়ার দেওয়ালেও ৷

বৃহস্পতিবার এ নিয়ে সরব হন তথাগত ৷ ভুল বানানের পোস্টার-সহ দিলীপের ছবি টুইটারে পোস্ট করেন তিনি ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তি টেনে পোস্টারের লেখককে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, তথাগতর নিশানা আসলেই দিলীপই ৷ কারণ, কোনও ব্যক্তি বিশেষ ভুল বানান লিখতেই পারেন ৷ কিন্তু দলীয় রাজ্য সভাপতি নিজে বাঙালি হয়ে একবার সেটা যাচাই করে নেবেন না ! দিলীপের হাতে ধরা পোস্টারে শুধুমাত্র যে ‘কন্যাশ্রী’ বানান ভুল রয়েছে, তাই নয় ৷ তাতে বাংলা হরফের হ্রস্ব-ই বর্ণটিকেও সহজে চেনা যাচ্ছে না ৷ এমনকী, ‘চাই’ এবং ‘না’ শব্দ দু’টিও একসঙ্গে জুড়ে গিয়েছে !

  • এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের* অশেষ দোষ”।

    *পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি।
    বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা
    যাচ্ছে না ! pic.twitter.com/InVpWsoaIC

    — Tathagata Roy (@tathagata2) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনিতেই বিজেপিকে বাঙালি বিরোধী দল, অবাঙালি দল বলে কটাক্ষ করেন বিরোধীরা ৷ তাঁদের দাবি, বিজেপি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য কিছুই বোঝে না ৷ তাই তাদের পক্ষে বাঙালির আবেগ বোঝাও সম্ভব নয় ৷ এমনকী, একুশের বিধানসভা ভোটেও বিজপির এই ‘অবাঙালি’ ভাবমূর্তি তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস ৷ তাতে যে কাজ ভালোই হয়েছে, সে কথা বলাই বাহুল্য ৷ এমন একটা প্রেক্ষাপটে সংসদে দাঁড়িয়ে ভুলে ভরা পোস্টার কীভাবে নির্দ্বিধায় হাতে নিলেন দিলীপ, সেই প্রশ্ন উঠবেই ৷

আরও পড়ুন : Tathagata Roy on Mukul Roy : মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগতর

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ঘটনা যত ঘটবে, বিরোধীরা ততই বিজেপির বাঙালি বিরোধী ভাবমূর্তিকে কায়েম করার সুযোগ হাতে পেয়ে যাবেন ৷ পাশাপাশি, তথাগতর পোস্টের পর আরও একটি বিষয় নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তাহলে কি দিলীপের সঙ্গে তথাগতর সম্পর্ক এতটাই খারাপ যে, দলের রাজ্য সভাপতিকে নিয়ে এমন পোস্ট করতেও এতটুকু বাধছে না পোড় খাওয়া নেতার ? প্রসঙ্গত, একুশের ভোটের প্রার্থী বাছাই নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের উপর আগেও উষ্মা প্রকাশ করেছেন তথাগত ৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর আগমনের পর দলে দিলীপের প্রভাব খাটো হয়েছে কিনা, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলছে ৷ এই অবস্থায় তথাগতর এই পোস্টে বিজেপির অন্দরের কোন্দল খুঁজে পাচ্ছে বাংলার শাসকশিবির-সহ বিজেপি বিরোধীরা ৷

কলকাতা ও নয়াদিল্লি, 12 অগস্ট : বানান বিভ্রাটে জড়িয়ে এবার দলের প্রবীণ নেতার কাছে খোঁচা খেতে হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ ভুল বানানে লেখা প্রতিবাদী পোস্টার-সহ দিলীপের ছবি পোস্ট করে তাঁকে কটাক্ষ করলেন তথাগত রায় (Tathagata Roy) ৷ যদিও সংশ্লিষ্ট টুইটে তাঁর দাবি, যিনি সেই ভুল বানান লিখেছেন, তাঁকেই ‘মূর্খ’ বলেছেন তিনি ! গোটা ঘটনায় প্রতিক্রিয়া এড়িয়েছেন দিলীপ স্বয়ং ৷ তবে তাতে বিতর্ক আর থামছে কই ! বরং, গোটা ঘটনাকে গেরুয়া শিবিরের অন্দরের কোন্দল হিসাবেই দেখছেন বিজেপি বিরোধীরা ৷

আরও পড়ুন : Tathagata Roy: বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর

পেগাসাস বিতর্ক, ত্রিপুরায় দলীয় নেতাদের উপর হামলা-সহ নানা ইস্যুতে গোটা বাদল অধিবেশন জুড়েই সরব থেকেছে তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীদের যে কোনও প্রতিবাদ কর্মসূচিতে গত কয়েকদিন ধরে সামনের সারিতেই থেকেছেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ তার পাল্টা জবাব দিতে আসরে নামতে হয়েছে বিজেপিকেও ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে গলা ফাটিয়েছেন দলের সাংসদরা ৷ এরই মধ্যে হাওড়ার বাগানানে এক বিজেপি নেতার স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ সামনে আসে ৷ বুধবারে সংসদ চত্বরেই তার প্রতিবাদে সামিল হন বিজেপি সাংসদরা ৷ ছিলেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও ৷

গান্ধি মূর্তির সামনে আয়োজিত সেই কর্মসূচিতে নজর কাড়ে দিলীপের হাতে ধরা পোস্টারটি ৷ তাতে সাদার উপর লাল কালিতে লেখা ছিল, ‘‘কন্নাশ্রী চাইনা নারী সম্মান চাই’’ ৷ সেই ছবি প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ খোদ বিজেপির রাজ্য সভাপতির হাতে ধরা পোস্টারেই যদি বানানের এই হাল হয়, তাহলে বাকিদের অবস্থা কী ! নানা মহলে উঠতে শুরু করে সেই প্রশ্ন ৷ মশকরা শুরু হয় সোশ্য়াল মিডিয়ার দেওয়ালেও ৷

বৃহস্পতিবার এ নিয়ে সরব হন তথাগত ৷ ভুল বানানের পোস্টার-সহ দিলীপের ছবি টুইটারে পোস্ট করেন তিনি ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তি টেনে পোস্টারের লেখককে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, তথাগতর নিশানা আসলেই দিলীপই ৷ কারণ, কোনও ব্যক্তি বিশেষ ভুল বানান লিখতেই পারেন ৷ কিন্তু দলীয় রাজ্য সভাপতি নিজে বাঙালি হয়ে একবার সেটা যাচাই করে নেবেন না ! দিলীপের হাতে ধরা পোস্টারে শুধুমাত্র যে ‘কন্যাশ্রী’ বানান ভুল রয়েছে, তাই নয় ৷ তাতে বাংলা হরফের হ্রস্ব-ই বর্ণটিকেও সহজে চেনা যাচ্ছে না ৷ এমনকী, ‘চাই’ এবং ‘না’ শব্দ দু’টিও একসঙ্গে জুড়ে গিয়েছে !

  • এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের* অশেষ দোষ”।

    *পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি।
    বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা
    যাচ্ছে না ! pic.twitter.com/InVpWsoaIC

    — Tathagata Roy (@tathagata2) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনিতেই বিজেপিকে বাঙালি বিরোধী দল, অবাঙালি দল বলে কটাক্ষ করেন বিরোধীরা ৷ তাঁদের দাবি, বিজেপি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য কিছুই বোঝে না ৷ তাই তাদের পক্ষে বাঙালির আবেগ বোঝাও সম্ভব নয় ৷ এমনকী, একুশের বিধানসভা ভোটেও বিজপির এই ‘অবাঙালি’ ভাবমূর্তি তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস ৷ তাতে যে কাজ ভালোই হয়েছে, সে কথা বলাই বাহুল্য ৷ এমন একটা প্রেক্ষাপটে সংসদে দাঁড়িয়ে ভুলে ভরা পোস্টার কীভাবে নির্দ্বিধায় হাতে নিলেন দিলীপ, সেই প্রশ্ন উঠবেই ৷

আরও পড়ুন : Tathagata Roy on Mukul Roy : মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগতর

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ঘটনা যত ঘটবে, বিরোধীরা ততই বিজেপির বাঙালি বিরোধী ভাবমূর্তিকে কায়েম করার সুযোগ হাতে পেয়ে যাবেন ৷ পাশাপাশি, তথাগতর পোস্টের পর আরও একটি বিষয় নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তাহলে কি দিলীপের সঙ্গে তথাগতর সম্পর্ক এতটাই খারাপ যে, দলের রাজ্য সভাপতিকে নিয়ে এমন পোস্ট করতেও এতটুকু বাধছে না পোড় খাওয়া নেতার ? প্রসঙ্গত, একুশের ভোটের প্রার্থী বাছাই নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের উপর আগেও উষ্মা প্রকাশ করেছেন তথাগত ৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর আগমনের পর দলে দিলীপের প্রভাব খাটো হয়েছে কিনা, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলছে ৷ এই অবস্থায় তথাগতর এই পোস্টে বিজেপির অন্দরের কোন্দল খুঁজে পাচ্ছে বাংলার শাসকশিবির-সহ বিজেপি বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.