কলকাতা, 20 নভেম্বর : টুইটারে আবারও সম্মুখ সমরে নামলেন দুই মহারথী ৷ তাঁদের একজন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়, আর অন্যজন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ টানাপোড়েনের শুরুটা করেছিলেন তথাগত ৷ তবে তাঁর উদ্দেশ্য কুণাল ছিলেন না মোটেই ৷ বরং তাতে কিছুটা ছিল নিজের কর্মকাণ্ডের স্বপক্ষে দেওয়া সাফাই ৷ আর বাকিটা হয়তো ঘোষণা ৷
শনিবার সকালে একটি টুইটে তথাগত লেখেন, ‘‘কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না ৷ দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে ৷ পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব ৷ আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !’’
আরও পড়ুন : Srabanti-Tathagata : শ্রাবন্তী বিজেপি ছাড়তেই নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক তথাগত
একুশের বিধানসভা ভোটে বাংলা জয় নিয়ে নিশ্চিত ছিলেন মোদি-শাহরা ৷ তাঁদের সেই আশায় জল ঢেলে দিয়েছে বঙ্গবাসী ৷ তৃতীয়বারের জন্য গঠিত হয়েছে তৃণমূলের সরকার ৷ এর জন্য তথাগত আগাগোড়া দলের নেতাদের দুষেছেন ৷ রাজ্য থেকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, তথাগতর টুইট বোমা থেকে রেহাই পায়নি কোনও পক্ষই ৷ তথাগতর টুইট নিয়ে সংবাদমাধ্যমেও গরমা-গরম প্রবন্ধ ছেপে বেরিয়েছে ৷ নিন্দুকেরা বলেন, খবরে থাকতেই নাকি এমন বিস্ফোরক টুইট করেন তথাগত ৷ ঘটনা যে সেটা নয়, তা বোঝাতেই এদিনের টুইটের প্রথম চারটি বাক্য খরচ করেছেন তিনি ৷ তারপরই লিখেছেন, ‘‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !’’
টুইটের শেষের এই বাক্যটি নিয়েই জল্পনা বাড়ছে ৷ তবে কি তিনিও এবার বিজেপির সঙ্গ ত্যাগ করতে চলেছেন ? এই প্রশ্নের উত্তর মেলেনি ৷ ইটিভি ভারতের তরফে তথাগতকে ফোন করা হলে তিনি জানান, টুইটে যা লিখেছেন, তার বেশি একটি কথাও বলবেন না ৷ তবে তথাগত মুখে কুলুপ আঁটলেও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ ৷ তথাগতর টুইটটি নিজের প্রোফাইলে রিটুইট করেছেন তিনি ৷ সঙ্গে লিখেছেন, ‘‘বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি ৷ তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন ৷ পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব ৷ তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই ৷’’
একুশের বিধানসভা ভোটের আগে গেরুয়া হাওয়ায় গা ভাসিয়েছিলেন রাজ্যের বহু তারকা ৷ তাঁদের মধ্যে বহু অভিনেত্রীও ছিলেন ৷ রাজনীতিতে আনকোরা এই নবাগতাদের টিকিট দিতেও কার্পণ্য করেনি বিজেপি নেতৃত্ব ৷ যা নিয়ে ঘোরতর আপত্তি ছিল তথাগতর ৷ এমনকী, একবার এই তারকা প্রার্থীদের ‘নগরের নটী’ বলেও কটাক্ষ করেন তিনি ৷ যা নিয়ে সেই সময় তুমুল সমালোচনা হয় ৷ তবে তথাগত কিন্তু এখনও তাঁর অবস্থানে অটল ৷ আর সেই কারণেই শনিবারের টুইটেও ‘কামিনী কাঞ্চন’ প্রসঙ্গ তুলেছেন তিনি ৷ যদিও নিঃশব্দে কুণালের তির হজম করবেন, সেই মানুষ তথাগত নন ৷
আরও পড়ুন : Kunal Ghosh : সারদা কাণ্ডে জামিন কুণাল ঘোষের
কুণাল ঘোষ তাঁর টুইটে ‘কাঞ্চন অংশে’ সিবিআই, ইডি তদন্তের দাবি তুলেছেন ৷ প্রসঙ্গত, কুণাল নিজে সারদা মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন ৷ তবে এখন সময় বদলেছে ৷ জেল থেকে বেরোনোর পর আবার তৃণমূলে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তিনি ৷ কিন্তু, তাতে অতীত তো আর বদলে যায় না ৷ কুণাল ঘোষ তাঁর টুইট রিটুইট করতেই তাঁকে সেকথা মনে করিয়ে দিয়েছেন তথাগত ৷ এক টুইটারেত্তির টুইট তুলে ধরে কুণাল যে জামিনে মুক্ত রয়েছেন, তার উল্লেখ করেছেন তিনি ৷ তবে একবারের জন্য নিজে কুণাল ঘোষের নাম লেখেননি তথাগত ৷ কিন্তু প্রশ্ন হল, পৌরভোটের ফলের অপেক্ষা করার কথা কেন বললেন তথাগত ? তাহলে কি পৌরভোটেও বিজেপির ভরাডুবির আশঙ্কা করছেন এই পোড় খাওয়া রাজনীতিক ? উত্তর ‘আপাতত’ অধরা ৷