ETV Bharat / city

তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের ‘মল-মূত্রের’ সঙ্গে তুলনা তথাগত রায়ের

স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্কে ৷

তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের ‘মল-মূত্রের’ সঙ্গে তুলনা তথাগত রায়ের
তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের ‘মল-মূত্রের’ সঙ্গে তুলনা তথাগত রায়ের
author img

By

Published : Jun 11, 2021, 12:54 PM IST

কলকাতা, 11 জুন : ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় ৷ এবার তৃণমূলে ফিরতে চাওয়া বিজেপি নেতাদের তিনি ‘মল-মূত্রের’ সঙ্গে তুলনা করলেন ৷

শুক্রবার সকালে এই সংক্রান্ত মন্তব্য নিয়ে তিনি একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি, ‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়’ । ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে, তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি ।’’

  • তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।

    — Tathagata Roy (@tathagata2) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্কে ৷ যদি এই নিয়ে পরে তিনি আর কোনও টুইট করেননি ৷

আরও পড়ুন : মমতা-অভিষেকের বিরুদ্ধে শুভেন্দুকেই বঙ্গ-বিজেপির মুখ করার সম্ভাবনা

উল্লেখ্য, তথাগত রায় এর আগেও বহু বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ এটা সেই তালিকাতেই নবতম সংযোজন ৷ তাছাড়া ভোটের আগে থেকেই তৃণমূল থেকে আসা নেতা-নেত্রী ও বিনোদন জগত থেকে ব্যক্তিদের প্রার্থী করা নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন বিজেপির নেতা ৷ ভোটে হেরে যাওয়ার পরও তাঁদের প্রার্থী করা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছিলেন ৷

কলকাতা, 11 জুন : ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় ৷ এবার তৃণমূলে ফিরতে চাওয়া বিজেপি নেতাদের তিনি ‘মল-মূত্রের’ সঙ্গে তুলনা করলেন ৷

শুক্রবার সকালে এই সংক্রান্ত মন্তব্য নিয়ে তিনি একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি, ‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়’ । ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে, তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি ।’’

  • তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।

    — Tathagata Roy (@tathagata2) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্কে ৷ যদি এই নিয়ে পরে তিনি আর কোনও টুইট করেননি ৷

আরও পড়ুন : মমতা-অভিষেকের বিরুদ্ধে শুভেন্দুকেই বঙ্গ-বিজেপির মুখ করার সম্ভাবনা

উল্লেখ্য, তথাগত রায় এর আগেও বহু বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ এটা সেই তালিকাতেই নবতম সংযোজন ৷ তাছাড়া ভোটের আগে থেকেই তৃণমূল থেকে আসা নেতা-নেত্রী ও বিনোদন জগত থেকে ব্যক্তিদের প্রার্থী করা নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন বিজেপির নেতা ৷ ভোটে হেরে যাওয়ার পরও তাঁদের প্রার্থী করা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.