কলকাতা, 23 অক্টোবর : কোরোনার কারণেই এই প্রথমবার দুর্গাপুজো হচ্ছে ট্যাংরার 21/1 এ অতুল সুর রোডের বাড়িতে । মা দুর্গা আবাসনে কোরোনা পরিস্থিতিতে দুর্গা বরণের প্রস্তুতি শুরু হয়েছে । 27 বছরে এই প্রথমবার মা দুর্গা আবাসনে দুর্গাপুজো হচ্ছে । এই বাড়ির বাসিন্দারা কোরোনা পরিস্থিতির জন্য দুর্গাপুজোর সিদ্ধান্ত নিয়েছেন । কোরোনা পরিস্থিতির জন্য গোটা বিশ্বজুড়ে আর্থিক মন্দা । আর্থিক মন্দার প্রভাব পড়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোতেও । সেখানেই ট্যাংরার মা দুর্গা আবাসনের বাসিন্দারা নিজেদের বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করেছে । বাড়ির ছাদে মণ্ডপ তৈরি করে আগামী চারদিন সাড়ম্বরে দুর্গা পুজার আয়োজন করেছে ।
কোরোনা আবহের মধ্যে এই দুর্গাপুজো আয়োজন করার পিছনে রয়েছে বিশেষ কিছু কারণ । এই বাড়িতে 30 জন সদস্য বসবাস করেন । এর মধ্যে প্রবীণ এবং শিশুরাও রয়েছে । এই পরিস্থিতিতে বাড়ির বাইরে গিয়ে দুর্গাপুজার আনন্দ উপভোগ করা সম্ভব নয় । সেইসঙ্গে রয়েছে হাইকোর্টের নির্দেশিকা । কিন্তু কোরোনা পরিস্থিতিতে বাড়িতে মন খারাপ করে বসে না থেকে বিকল্প ব্যবস্থার আয়োজন করেছেন তাঁরা । বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, তৃতীয়ার দিন থেকেই সারারাত জেগে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করা শুরু হয়ে যায় । সেখানে এবছর রাস্তায় বেরোনোর পরিস্থিতি নেই । কোর্টের নির্দেশে অঞ্জলি স্থগিত রাখতে বলা হয়েছে । তাই পুজোর চারদিন নিজের বাড়িতেই সপরিবারে আনন্দ করার সিদ্ধান্ত নিয়েছেন এই আবাসনের বাসিন্দারা ।
কোরোনা বিধি মেনেই আগামী চারদিন ধরে বাড়িতেই পালিত হবে উৎসব । কিন্তু এই পরিস্থিতিতে দুর্গাপুজোর মত পুজো করা খুব সহজ নয় । কোরোনা পরিস্থিতিতে তৈরি হচ্ছে হাজারো সমস্যা । বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, যেহেতু বাইরে থেকে লোক আসতে পারবে না তাই আত্মীয়-স্বজনকে ডাকা যাবে না পুজোর এই ক'দিন । সেইসঙ্গে বাজার-হাট সব করতেই সমস্যায় পড়তে হচ্ছে । প্রথম বছর পুজোর জোগাড় করতে সমস্যা থাকলেও প্রবীণ থেকে কচিকাঁচাদের সবার মুখেই হাসি । তার কারণ এবছর গৃহবন্দি অবস্থায় থাকলেও পুজোর চার দিন ছুটি নিজেদের বাড়িতে পুজো উপভোগ করবে প্রবীণ থেকে কচিকাঁচারা সকলেই ।