ETV Bharat / city

লোকাল ট্রেন-মেট্রো না চালানো খামখেয়ালি, চালু করতে রেলমন্ত্রীকে চিঠি স্বপনের - covid news today

করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ ৷ একাধিক জায়গায় বিক্ষোভ হলেও সিদ্ধান্ত বদলে রাজি নয় রাজ্য ৷ তাই এই নিয়ে রেলের পদক্ষেপ চাইছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ৷

swapan dasgupta writes letter to rail minister piyush goyal on local train metro service issue
লোকাল ট্রেন-মেট্রো চালু করতে রাজ্যকে চাপ দিক রেল, মন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তর
author img

By

Published : Jul 1, 2021, 4:10 PM IST

কলকাতা, 1 জুলাই : করোনা সংক্রান্ত বিধিনিষেধে (Covid Restriction) ছাড় দিয়ে শুরু হয়েছে বাস চলাচল ৷ কিন্তু ট্রেন ও মেট্রো পরিষেবা এখনই শুরু করতে দিতে নারাজ রাজ্য সরকার ৷ এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ৷ তাঁর দাবি, দ্রুত লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা শুরু করতে হবে ৷

তাই তিনি এই নিয়ে চিঠি লিখেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goyal) ৷ রেলের তরফে এই নিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ করেছেন তিনি ৷ বাংলার মানুষের স্বার্থে এই পদক্ষেপ করা উচিত বলে মনে করেন স্বপন দাশগুপ্ত ৷ তিনি মনে করেন, বাংলার মানুষও এই ইস্যুতে রেলের দিকেই তাকিয়ে আছেন ৷

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

প্রসঙ্গত, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে মে মাসের গোড়াতেই লোকাল ট্রেন পরিষেবা (Local Train) বন্ধ করে দেয় রাজ্য সরকার ৷ তখন মেট্রো পরিষেবা (Metro Service) চালু ছিল ৷ কিন্তু তা স্বাভাবিকের থেকে অর্ধেক করে দেওয়া হয় ৷ পরে মে মাসের মাঝামাঝি করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও কড়া করে রাজ্য সরকার ৷ তখন মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় ৷ এখন শুধু জরুরি পরিষেবায় যুক্তদের জন্য ট্রেন ও মেট্রো পরিষেবা চালু আছে ৷

swapan dasgupta writes letter to rail minister piyush goyal on local train metro service issue
রেলমন্ত্রীকে দেওয়া স্বপন দাশগুপ্তর চিঠি

এদিকে সময় যত এগিয়েছে রাজ্য সরকার ততই কমিয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ অফিস খুলেছে, রেস্তরাঁ খুলেছে, দোকান-বাজার আগের থেকে বেশি সময় ধরে খোলা থাকছে ৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ ৷ বেশ কিছু জায়গায় অবরোধ-বিক্ষোভও হয়েছে ৷

আরও পড়ুন : রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

কিন্তু এখন লোকাল ট্রেন ও মেট্রো চালুর অনুমতি দিলে করোনার সংক্রমণ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার ৷ তাই এখনই লোকাল ট্রেন ও মেট্রো চালু করা যাবে না বলে সরকারি তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে খামখেয়ালি বলে অভিযোগ করেছেন স্বপন দাশগুপ্ত ৷ তাই এই বিষয়ে রেলকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

কলকাতা, 1 জুলাই : করোনা সংক্রান্ত বিধিনিষেধে (Covid Restriction) ছাড় দিয়ে শুরু হয়েছে বাস চলাচল ৷ কিন্তু ট্রেন ও মেট্রো পরিষেবা এখনই শুরু করতে দিতে নারাজ রাজ্য সরকার ৷ এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ৷ তাঁর দাবি, দ্রুত লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা শুরু করতে হবে ৷

তাই তিনি এই নিয়ে চিঠি লিখেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goyal) ৷ রেলের তরফে এই নিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ করেছেন তিনি ৷ বাংলার মানুষের স্বার্থে এই পদক্ষেপ করা উচিত বলে মনে করেন স্বপন দাশগুপ্ত ৷ তিনি মনে করেন, বাংলার মানুষও এই ইস্যুতে রেলের দিকেই তাকিয়ে আছেন ৷

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

প্রসঙ্গত, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে মে মাসের গোড়াতেই লোকাল ট্রেন পরিষেবা (Local Train) বন্ধ করে দেয় রাজ্য সরকার ৷ তখন মেট্রো পরিষেবা (Metro Service) চালু ছিল ৷ কিন্তু তা স্বাভাবিকের থেকে অর্ধেক করে দেওয়া হয় ৷ পরে মে মাসের মাঝামাঝি করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও কড়া করে রাজ্য সরকার ৷ তখন মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় ৷ এখন শুধু জরুরি পরিষেবায় যুক্তদের জন্য ট্রেন ও মেট্রো পরিষেবা চালু আছে ৷

swapan dasgupta writes letter to rail minister piyush goyal on local train metro service issue
রেলমন্ত্রীকে দেওয়া স্বপন দাশগুপ্তর চিঠি

এদিকে সময় যত এগিয়েছে রাজ্য সরকার ততই কমিয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ অফিস খুলেছে, রেস্তরাঁ খুলেছে, দোকান-বাজার আগের থেকে বেশি সময় ধরে খোলা থাকছে ৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ ৷ বেশ কিছু জায়গায় অবরোধ-বিক্ষোভও হয়েছে ৷

আরও পড়ুন : রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

কিন্তু এখন লোকাল ট্রেন ও মেট্রো চালুর অনুমতি দিলে করোনার সংক্রমণ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার ৷ তাই এখনই লোকাল ট্রেন ও মেট্রো চালু করা যাবে না বলে সরকারি তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে খামখেয়ালি বলে অভিযোগ করেছেন স্বপন দাশগুপ্ত ৷ তাই এই বিষয়ে রেলকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.