ETV Bharat / city

Fake vaccine kolkata : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর - trinamool congress news today

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন ৷ শুক্রবার তিনি এই নিয়ে স্বাস্থ্যসচিবের দ্বারস্থ হয়েছিলেন ৷

suvendu adhikari writes letter to union health minister harsh vardhan on fake vaccine controversy
Fake Vaccine Controversy : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর
author img

By

Published : Jun 26, 2021, 1:29 PM IST

কলকাতা, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ড (fake vaccine kolkata) নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শনিবার তিনি এই নিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষ বর্ধনকে (Harsh Vardhan) ৷ সেই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের তদন্তে তিনি আস্থা রাখতে পারছেন না ৷ তিনি চান এই ঘটনায় কেন্দ্রীয় কোনও তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হোক ৷

suvendu adhikari writes letter to union health minister harsh vardhan on fake vaccine controversy
হর্ষ বর্ধনকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে নন্দীগ্রামের বিধায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনায় রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কেউ জড়িত থাকতে পারে ৷ কারণ, এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেব নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচয় দিয়েছেন ৷ তাছাড়া এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু ৷ তাঁর বক্তব্য, শাসক দলের একাধিক নেতা, বিধায়ক, সাংসদের সঙ্গে দেখা গিয়েছে অভিযুক্ত ৷ সেই কারণেই তাঁর মনে হয় যে এর পিছনে তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত রয়েছে ৷

আরও পড়ুন : Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মাঝামাঝি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁসা হয় ৷ এর পর সময় যত এগিয়েছে, ততই এই নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে ৷ বিজেপি (bjp) শুরু থেকেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের (trinamool congress) মদত রয়েছে বলে অভিযোগ করেছে ৷ এই নিয়ে সিবিআই তদন্তের দাবিতেও সরব হয়েছে ৷

suvendu adhikari writes letter to union health minister harsh vardhan on fake vaccine controversy
হর্ষ বর্ধনকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

গতকাল, শুক্রবার এই ইস্যুতে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক-সাংসদরা ৷ সেখানেও তাঁরা এই ঘটনা যথাযথ তদন্ত ও সব সত্য সামনে আসার দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : Kasba vaccine controversy : নিজের বাবাকেও কি ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল দেবাঞ্জন ? উঠছে প্রশ্ন

এই ঘটনায় প্রথমে ভুয়ো টিকাকরণ শিবিরের অভিযোগ সামনে এসেছিল ৷ পরে জানা যায় যে ওই শিবিরে দেওয়া করোনার টিকাও জাল ৷ কসবার ওই শিবিরের উদ্বোধন করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ৷ তিনি ওই শিবির থেকে করোনার টিকার প্রথম ডোজ নেন ৷

মূলত তাঁর অভিযোগের ভিত্তিতেই গোটা বিষয়টি সামনে এসেছে ৷ কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ এদিন ভোরে ডি-হাইড্রেশনের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

কলকাতা, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ড (fake vaccine kolkata) নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শনিবার তিনি এই নিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষ বর্ধনকে (Harsh Vardhan) ৷ সেই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের তদন্তে তিনি আস্থা রাখতে পারছেন না ৷ তিনি চান এই ঘটনায় কেন্দ্রীয় কোনও তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হোক ৷

suvendu adhikari writes letter to union health minister harsh vardhan on fake vaccine controversy
হর্ষ বর্ধনকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে নন্দীগ্রামের বিধায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনায় রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কেউ জড়িত থাকতে পারে ৷ কারণ, এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেব নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচয় দিয়েছেন ৷ তাছাড়া এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু ৷ তাঁর বক্তব্য, শাসক দলের একাধিক নেতা, বিধায়ক, সাংসদের সঙ্গে দেখা গিয়েছে অভিযুক্ত ৷ সেই কারণেই তাঁর মনে হয় যে এর পিছনে তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত রয়েছে ৷

আরও পড়ুন : Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মাঝামাঝি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁসা হয় ৷ এর পর সময় যত এগিয়েছে, ততই এই নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে ৷ বিজেপি (bjp) শুরু থেকেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের (trinamool congress) মদত রয়েছে বলে অভিযোগ করেছে ৷ এই নিয়ে সিবিআই তদন্তের দাবিতেও সরব হয়েছে ৷

suvendu adhikari writes letter to union health minister harsh vardhan on fake vaccine controversy
হর্ষ বর্ধনকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

গতকাল, শুক্রবার এই ইস্যুতে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক-সাংসদরা ৷ সেখানেও তাঁরা এই ঘটনা যথাযথ তদন্ত ও সব সত্য সামনে আসার দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : Kasba vaccine controversy : নিজের বাবাকেও কি ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল দেবাঞ্জন ? উঠছে প্রশ্ন

এই ঘটনায় প্রথমে ভুয়ো টিকাকরণ শিবিরের অভিযোগ সামনে এসেছিল ৷ পরে জানা যায় যে ওই শিবিরে দেওয়া করোনার টিকাও জাল ৷ কসবার ওই শিবিরের উদ্বোধন করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ৷ তিনি ওই শিবির থেকে করোনার টিকার প্রথম ডোজ নেন ৷

মূলত তাঁর অভিযোগের ভিত্তিতেই গোটা বিষয়টি সামনে এসেছে ৷ কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ এদিন ভোরে ডি-হাইড্রেশনের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.