ETV Bharat / city

Suvendu to Meet Governor: মন্ত্রিসভা থেকে পার্থকে সরানোর সুপারিশের দাবিতে রাজভবনের পথে শুভেন্দু

author img

By

Published : Jul 27, 2022, 4:03 PM IST

Updated : Jul 27, 2022, 5:11 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) গ্রেফতার হয়েছেন ৷ তার পর থেকে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হয়েছেন বিরোধীরা ৷ এবার পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (Bengal Governor La Ganesan) কাছে এই নিয়ে দরবার করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷

suvendu-adhikari-to-visit-rajbhaban-for-removal-of-partha-chatterjee-from-mamata-banerjee-ministry
Suvendu to Meet Governor: মন্ত্রিসভা থেকে পার্থকে সরানোর সুপারিশের দাবিতে রাজভবনের পথে শুভেন্দু

কলকাতা, 27 জুলাই : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এই মুহূর্তে ইডির (ED) হেফাজতে রয়েছেন । দল এবং মন্ত্রিত্ব দুই পদে বহাল রয়েছেন তিনি । এই অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলি পার্থর অপসারণের দাবিতে সরব হয়েছে । কিন্তু নীরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ।

বুধবারও উত্তরপাড়ায় একটি অনুষ্ঠান থেকে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘কেউ আইনে দোষী সাব্যস্ত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে ।’’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট এখনই পার্থ চট্টোপাধ্য়ায়কে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয় ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিকে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (Bengal Governor La Ganesan) সঙ্গে দেখা করতে যান । শপথের দিন নিমন্ত্রণ বিভ্রাটের কারণে ছিলেন না তিনি । আজ প্রথমবার নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি । মূলত, এটা সৌজন্য সাক্ষাৎ । কিন্তু এই সৌজন্যের সময়ও সঙ্গে দেখা করে তিনি রাজ্যের পরিষদীয় ও শিল্প দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি জানাবেন ।

এক্ষেত্রে বিরোধী দলনেতার পরামর্শ হবে, রাজ্যপাল যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য বলেন । এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অভিযোগ, একজন আপাদমস্তক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভায় রাখেন ।

এদিন উত্তরপাড়ায় যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন, ঘনিষ্ঠ মহলে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা । তাঁর ভাষায়, উত্তর পাড়ায় যে প্রকল্পের কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নিয়ে প্রশ্ন থাকছে ।

আরও পড়ুন : Partha-Arpita Health Check up: জোকার ইএসআই হাসপাতালে পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা

কলকাতা, 27 জুলাই : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এই মুহূর্তে ইডির (ED) হেফাজতে রয়েছেন । দল এবং মন্ত্রিত্ব দুই পদে বহাল রয়েছেন তিনি । এই অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলি পার্থর অপসারণের দাবিতে সরব হয়েছে । কিন্তু নীরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ।

বুধবারও উত্তরপাড়ায় একটি অনুষ্ঠান থেকে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘কেউ আইনে দোষী সাব্যস্ত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে ।’’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট এখনই পার্থ চট্টোপাধ্য়ায়কে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয় ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিকে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (Bengal Governor La Ganesan) সঙ্গে দেখা করতে যান । শপথের দিন নিমন্ত্রণ বিভ্রাটের কারণে ছিলেন না তিনি । আজ প্রথমবার নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি । মূলত, এটা সৌজন্য সাক্ষাৎ । কিন্তু এই সৌজন্যের সময়ও সঙ্গে দেখা করে তিনি রাজ্যের পরিষদীয় ও শিল্প দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি জানাবেন ।

এক্ষেত্রে বিরোধী দলনেতার পরামর্শ হবে, রাজ্যপাল যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য বলেন । এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অভিযোগ, একজন আপাদমস্তক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভায় রাখেন ।

এদিন উত্তরপাড়ায় যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন, ঘনিষ্ঠ মহলে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা । তাঁর ভাষায়, উত্তর পাড়ায় যে প্রকল্পের কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নিয়ে প্রশ্ন থাকছে ।

আরও পড়ুন : Partha-Arpita Health Check up: জোকার ইএসআই হাসপাতালে পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা

Last Updated : Jul 27, 2022, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.