ETV Bharat / city

Suvendu Adhikari : বাংলার টাকা লুট করে গোয়া-ত্রিপুরায় খরচ করছে তৃণমূল, মমতাকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গোয়া সফর নিয়ে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বাংলার টাকা লুট করে গোয়া-ত্রিপুরায় খরচ করছে তৃণমূল ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Oct 29, 2021, 11:05 PM IST

কলকাতা, 29 অক্টোবর : গোয়া সফরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিরোধী দলনেতা বলেন, "বাংলা থেকে টাকা লুঠছে ৷ সেই টাকা নিয়ে গিয়ে গোয়া-ত্রিপুরায় খরচা করছে তৃণমূল ৷" শুক্রবার বিধানসভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা ।

শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের ট্যাক্স থেকে তিন কোটি টাকা দিয়ে প্লেন ভাড়া করেছেন । তিনি আর তাঁর ভাইপো ছাড়া কেউ চড়ে না, এই প্লেনে প্রথম সফল হয়েছে গোয়া । এই সফর রাজনৈতিক উদ্দেশ্যে, বাংলার স্বার্থে নয় ৷ বছরের 36 কোটি টাকা খরচ করছেন ফ্লাইট ভাড়া করতে । বাংলার যে মানুষ ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রীকে তাঁরা দেখুন ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

লিয়েন্ডার পেজের তৃণমূলে যোগদান নিয়েও মমতাকে একহাত নেন শুভেন্দু ৷ বলেন, "লিয়েন্ডার পেজের বাড়ি কলকাতায় ৷ তিনি গোয়ার কবে থেকে হলেন ? আমি ওই পার্টিতে ছিলাম । আমাকে অসমের পর্যবেক্ষক করা হয়েছিল ৷ নোটার থেকে কম ভোট পায় সেখানে ৷ ওড়িশার বালেশ্বরে প্রার্থী দিয়েছিলাম আমরা ৷ 204টে ভোট পেয়েছিল । কিচ্ছু হবে না এই পার্টির ৷"

আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

প্রদেশকংগ্রেস সভাপতির মন্তব্যকে সমর্থন করে বিরোধী দলনেতা বলেন, "রাজনৈতিক বিরোধ থাকলেও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী যা বলেছেন তা সমর্থন করছি আমরা ৷ এখানে চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন পান না, সরকারি কর্মচারী, শিক্ষকরা ডিএ পান না । এখানকার হাসপাতালে স্ক্যান মেশিন খারাপ হয় ৷ বাঁধ ভেঙে গেলে সারানো হয় না ৷ পশ্চিমবাংলা রসাতলে যাচ্ছে ৷ তাও এরাজ্য থেকে টাকা তুলে খরচ করা হচ্ছে বিমান ভাড়ায় ৷ আগে 44 লক্ষ টাকা মাসে হেলিকপ্টারে খরচ করা হতো ।"

আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার

আরও পড়ুন : Mamata Banerjee : নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর হবে গোয়া, ঘোষণা মমতার

কলকাতা, 29 অক্টোবর : গোয়া সফরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিরোধী দলনেতা বলেন, "বাংলা থেকে টাকা লুঠছে ৷ সেই টাকা নিয়ে গিয়ে গোয়া-ত্রিপুরায় খরচা করছে তৃণমূল ৷" শুক্রবার বিধানসভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা ।

শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের ট্যাক্স থেকে তিন কোটি টাকা দিয়ে প্লেন ভাড়া করেছেন । তিনি আর তাঁর ভাইপো ছাড়া কেউ চড়ে না, এই প্লেনে প্রথম সফল হয়েছে গোয়া । এই সফর রাজনৈতিক উদ্দেশ্যে, বাংলার স্বার্থে নয় ৷ বছরের 36 কোটি টাকা খরচ করছেন ফ্লাইট ভাড়া করতে । বাংলার যে মানুষ ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রীকে তাঁরা দেখুন ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

লিয়েন্ডার পেজের তৃণমূলে যোগদান নিয়েও মমতাকে একহাত নেন শুভেন্দু ৷ বলেন, "লিয়েন্ডার পেজের বাড়ি কলকাতায় ৷ তিনি গোয়ার কবে থেকে হলেন ? আমি ওই পার্টিতে ছিলাম । আমাকে অসমের পর্যবেক্ষক করা হয়েছিল ৷ নোটার থেকে কম ভোট পায় সেখানে ৷ ওড়িশার বালেশ্বরে প্রার্থী দিয়েছিলাম আমরা ৷ 204টে ভোট পেয়েছিল । কিচ্ছু হবে না এই পার্টির ৷"

আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

প্রদেশকংগ্রেস সভাপতির মন্তব্যকে সমর্থন করে বিরোধী দলনেতা বলেন, "রাজনৈতিক বিরোধ থাকলেও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী যা বলেছেন তা সমর্থন করছি আমরা ৷ এখানে চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন পান না, সরকারি কর্মচারী, শিক্ষকরা ডিএ পান না । এখানকার হাসপাতালে স্ক্যান মেশিন খারাপ হয় ৷ বাঁধ ভেঙে গেলে সারানো হয় না ৷ পশ্চিমবাংলা রসাতলে যাচ্ছে ৷ তাও এরাজ্য থেকে টাকা তুলে খরচ করা হচ্ছে বিমান ভাড়ায় ৷ আগে 44 লক্ষ টাকা মাসে হেলিকপ্টারে খরচ করা হতো ।"

আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার

আরও পড়ুন : Mamata Banerjee : নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর হবে গোয়া, ঘোষণা মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.