ETV Bharat / city

আলাপনকে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে ‘নন-এমএলএ’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর - বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু

চারটি টুইটে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি বারবার মমতাকে নন-এমএলএ সিএম (বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী) বলে কটাক্ষ করেছেন ৷

আলাপনকে মুখ্য উপদেষ্টা নিয়োগ নিয়ে ‘নন-এমএলএ সিএম’ মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আলাপনকে মুখ্য উপদেষ্টা নিয়োগ নিয়ে ‘নন-এমএলএ সিএম’ মমতাকে কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Jun 1, 2021, 4:14 PM IST

কলকাতা, 1 জুন : আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ এই ইস্যুতে এবার সমালোচনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তাঁর কটাক্ষ, করদাতাদের টাকা লুঠ করা তৃণমূল কংগ্রেসের সখ ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মাসে আড়াই লক্ষ টাকা মাইনে দিয়ে নিয়োগ করা হয়েছে প্রাক্তন মুখ্যসচিবকে ৷ এই টাকা আরও ভালো ভাবে খরচ করা যেত বলে মত নন্দীগ্রামের বিধায়কের ৷

  • Looting tax payer money is TMC’s favourite hobby. Outgoing CS and now “advisor” to (non-MLA) CM @MamataOfficial will enjoy a comfortable salary of Rs. 2.5 lakhs per month and cushy perks.

    Surely, there are better ways to spend the hard-earned money of the taxpayers.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার টুইটারের মাধ্য়মে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এই ইস্যুতে নিশানা করেন শুভেন্দু ৷ মোট চারটি টুইট করেন তিনি ৷ আর সেই টুইটগুলিতে যতবার মমতার প্রসঙ্গ তিনি তুলেছেন, ততবার বিঁধেছেন তৃণমূল নেত্রীর ভোটে হেরে যাওয়ার প্রসঙ্গটি নিয়ে ৷ বারবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন-এমএলএ সিএম (বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী) বলে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন : প্রোটোকল ভেঙে আলাপন বিতর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা, বলছে কেন্দ্র

প্রথম টুইটে তিনি অভিযোগ করেন, নিজের ইগো বজায় রাখতে ও নিয়ম ভাঙা মুখ্যসচিবকে আড়াল করতে মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছেন ৷ মুখ্যমন্ত্রীর দফতরের ও ভারতের সংবিধানের মধ্যে বিভেদ টেনে আনছেন ৷

দ্বিতীয় টুইটে আবার প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্ন, কী এমন গোপন বিষয় প্রাক্তন মুখ্যসচিব জানেন, যার জন্য তাঁকে আড়াল করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ? যশ নিয়ে মানুষকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে এড়িয়ে গিয়ে কি একজন মুখ্যসচিব ঠিক করলেন ?

  • What secrets does the outgoing CS know that (non-MLA) CM @MamataOfficial is moving heaven and earth to protect him?

    Is it really becoming of a CS to skip the Prime Minister’s meet organised to help the people in duress due to Cyclone Yaas? No. It is not.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃতীয় টুইটে আবার শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যসচিবের শাস্তির দাবি জানিয়েছেন ৷ তার পর এই নিয়ে চতুর্থ তথা শেষ টুইটে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর যশ বৈঠকে কেন ছিলেন না আলাপন, শোকজ কেন্দ্রের

উল্লেখ্য, গত সপ্তাহে যশ পরবর্তী পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসেন ৷ আকাশপথে গোটা এলাকা ঘুরে দেখেন ৷ তার পর কলাইকুণ্ডায় পর্যালোচনা বৈঠক করেন ৷ সেই বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ৷ আর ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, দুই কেন্দ্রীয় মন্ত্রী ৷

কিন্তু শুভেন্দুর উপস্থিতির কারণে বৈঠক বয়কট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কয়েক মিনিটের জন্য বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষয়ক্ষতির হিসেব তুলে দিয়ে বেরিয়ে আসেন তিনি ৷ তাঁর সঙ্গে বেরিয়ে আসেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও ৷

আলাপনের 31 মে অবসর নেওয়ার কথা ছিল ৷ কিন্তু রাজ্যের অনুরোধে তাঁকে এক্সটেনশন দেয় কেন্দ্র ৷ কিন্তু গত শুক্রবার তাঁকে দিল্লিতে ডেপুটেশনে ডেকে পাঠানো হয় ৷ যা নিয়ে গত কয়েকদিন ধরেই কেন্দ্র রাজ্য চাপানউতোর চলছে ৷ এই পরিস্থিতিতে এক্সটেনশন না নিয়ে অবসর নেন আলাপন ৷ তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করা হয় ৷ মাসে আড়াই লক্ষ টাকা সাম্মানিক-সহ আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন তিনি ৷

আরও পড়ুন : আড়াই লাখ মাসমাহিনা, কী কী সুবিধা পাবেন মুখ্য উপদেষ্টা আলাপন ?

মঙ্গলবার সেই নিয়ে শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে ৷

কলকাতা, 1 জুন : আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ এই ইস্যুতে এবার সমালোচনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তাঁর কটাক্ষ, করদাতাদের টাকা লুঠ করা তৃণমূল কংগ্রেসের সখ ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মাসে আড়াই লক্ষ টাকা মাইনে দিয়ে নিয়োগ করা হয়েছে প্রাক্তন মুখ্যসচিবকে ৷ এই টাকা আরও ভালো ভাবে খরচ করা যেত বলে মত নন্দীগ্রামের বিধায়কের ৷

  • Looting tax payer money is TMC’s favourite hobby. Outgoing CS and now “advisor” to (non-MLA) CM @MamataOfficial will enjoy a comfortable salary of Rs. 2.5 lakhs per month and cushy perks.

    Surely, there are better ways to spend the hard-earned money of the taxpayers.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার টুইটারের মাধ্য়মে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এই ইস্যুতে নিশানা করেন শুভেন্দু ৷ মোট চারটি টুইট করেন তিনি ৷ আর সেই টুইটগুলিতে যতবার মমতার প্রসঙ্গ তিনি তুলেছেন, ততবার বিঁধেছেন তৃণমূল নেত্রীর ভোটে হেরে যাওয়ার প্রসঙ্গটি নিয়ে ৷ বারবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন-এমএলএ সিএম (বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী) বলে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন : প্রোটোকল ভেঙে আলাপন বিতর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা, বলছে কেন্দ্র

প্রথম টুইটে তিনি অভিযোগ করেন, নিজের ইগো বজায় রাখতে ও নিয়ম ভাঙা মুখ্যসচিবকে আড়াল করতে মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছেন ৷ মুখ্যমন্ত্রীর দফতরের ও ভারতের সংবিধানের মধ্যে বিভেদ টেনে আনছেন ৷

দ্বিতীয় টুইটে আবার প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্ন, কী এমন গোপন বিষয় প্রাক্তন মুখ্যসচিব জানেন, যার জন্য তাঁকে আড়াল করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ? যশ নিয়ে মানুষকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে এড়িয়ে গিয়ে কি একজন মুখ্যসচিব ঠিক করলেন ?

  • What secrets does the outgoing CS know that (non-MLA) CM @MamataOfficial is moving heaven and earth to protect him?

    Is it really becoming of a CS to skip the Prime Minister’s meet organised to help the people in duress due to Cyclone Yaas? No. It is not.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃতীয় টুইটে আবার শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যসচিবের শাস্তির দাবি জানিয়েছেন ৷ তার পর এই নিয়ে চতুর্থ তথা শেষ টুইটে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর যশ বৈঠকে কেন ছিলেন না আলাপন, শোকজ কেন্দ্রের

উল্লেখ্য, গত সপ্তাহে যশ পরবর্তী পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসেন ৷ আকাশপথে গোটা এলাকা ঘুরে দেখেন ৷ তার পর কলাইকুণ্ডায় পর্যালোচনা বৈঠক করেন ৷ সেই বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ৷ আর ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, দুই কেন্দ্রীয় মন্ত্রী ৷

কিন্তু শুভেন্দুর উপস্থিতির কারণে বৈঠক বয়কট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কয়েক মিনিটের জন্য বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষয়ক্ষতির হিসেব তুলে দিয়ে বেরিয়ে আসেন তিনি ৷ তাঁর সঙ্গে বেরিয়ে আসেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও ৷

আলাপনের 31 মে অবসর নেওয়ার কথা ছিল ৷ কিন্তু রাজ্যের অনুরোধে তাঁকে এক্সটেনশন দেয় কেন্দ্র ৷ কিন্তু গত শুক্রবার তাঁকে দিল্লিতে ডেপুটেশনে ডেকে পাঠানো হয় ৷ যা নিয়ে গত কয়েকদিন ধরেই কেন্দ্র রাজ্য চাপানউতোর চলছে ৷ এই পরিস্থিতিতে এক্সটেনশন না নিয়ে অবসর নেন আলাপন ৷ তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করা হয় ৷ মাসে আড়াই লক্ষ টাকা সাম্মানিক-সহ আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন তিনি ৷

আরও পড়ুন : আড়াই লাখ মাসমাহিনা, কী কী সুবিধা পাবেন মুখ্য উপদেষ্টা আলাপন ?

মঙ্গলবার সেই নিয়ে শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.