ETV Bharat / city

Suvendu Adhikari: বিধানসভায় ভাইরাল শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি', রিনা ব্রাউনের ছায়া দেখছেন মহিলা বিধায়করা - West Bengal Assembly

বিধানসভায় ভাইরাল শুভেন্দু অধিকারীর 'ডোন্ট টাচ মাই বডি' (Don't touch my body) স্লোগান ৷ মহিলা বিধায়করা তাঁর এই বক্তব্যে রিনা ব্রাউনের ছায়া খুঁজে পাচ্ছেন (Suvendu Adhikari)৷

Suvendu Adhikari 'don't touch me' goes viral in West Bengal Assembly
বিধানসভায় ভাইরাল শুভেন্দুর 'ডোন্ট টাচ মি', রিনা ব্রাউনের ছায়া দেখছেন মহিলা বিধায়করা
author img

By

Published : Sep 14, 2022, 6:51 PM IST

Updated : Sep 14, 2022, 8:46 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: বুধবার বিধানসভায় অনুপস্থিত থেকেও ভাইরাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল নবান্ন অভিযানে বিরোধী দলনেতার বলা শব্দবন্ধ এ দিন শাসকদলের বিধায়কদের মুখে মুখে ফিরেছে । বিশেষ করে মহিলা বিধায়কদের একটা বড় অংশ কথায় কথায় বলে উঠছেন 'ডোন্ট টাচ মাই বডি' (Don't touch my body)। আই অ্যাম ফিমেল, ইউ আর মেল ৷'

প্রসঙ্গত গতকাল নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) শুরুতে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে পুলিশ আটকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । সে সময় শুভেন্দুর সঙ্গে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা, কথা কাটাকাটি হয় । আর তারই মাঝে কয়েকজন মহিলা পুলিশকর্মী তাঁকে আটক করার জন্য উদ্যোগী হলে তিনি বলে ওঠেন, 'ডোন্ট টাচ মাই বডি ৷ ইউ আর ফিমেল, আই অ্যাম মেল ।' এরপর থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্যকে সামনে রেখে লাগাতার কটাক্ষ ছুড়ে দিয়েছে ।

বিধানসভার অন্দরে এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র, জুন মালিয়া, অসীমা পাত্র-সহ একাধিক বিধায়ক । এ দিন লাভলি মৈত্র বলেন, "কাল যেটা হল একটা কমেডি ৷ ভালো লাগল দেখতে । শুধু তাই নয়, বিরোধী দলনেতার এই বক্তব্য সপ্তপদীর সেই বিখ্যাত ডায়লগ মনে করাচ্ছে ৷" এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, "বিরোধী দলনেতা বলছেন সব মহিলাদের মায়ের চোখে দেখেন কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা । সবচেয়ে বেশি খারাপ কথা তিনি তাঁর সম্পর্কেই বলেন । আর ওঁদের শাসিত রাজ্যে সবচেয়ে বেশি মহিলারা ধর্ষিত হয় ।" অপর তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেন, "আমার এই নিয়ে খুব বেশি কিছু বলার নেই ৷ তবে এই বক্তব্য শুনে আমার সপ্তপদীর রিনা ব্রাউনের কথা মনে পড়ে গেল ।"

বিধানসভায় ভাইরাল শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি'

আরও পড়ুন: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

এ দিন ব্যক্তিগত আলোচনাতেও ঘুরে ফিরে এসেছে এই ডোন্ট টাচ মি প্রসঙ্গ । বিধানসভার এই দিনের কর্মসূচি শেষে বেরোনোর সময় শাসক ও বিরোধী দলের বিধায়কেরা একে-অপরের সঙ্গে যখন কথা বলেন, সেখানে অন্তত রাজনৈতিক বিচ্ছেদ রেখা কখনওই থাকে না । এ দিন সেখানেই তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে দেখা গেল বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে বলছেন, "ডোন্ট টাচ মাই বডি, ইউ আর মেল, আই এম ফিমেল ।" বিজেপি বিধায়ক অবশ্যই একে হাসির ছলেই উড়িয়ে দিয়েছেন । পরে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করলে, তিনি বলেছেন, "শুভেন্দুদা কী বলেছেন, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না । এ বিষয়ে যা বলার তাঁকেই প্রশ্ন করবেন ।" এ দিকে তৃণমূল বিধায়কেরা জানিয়েছেন, বিরোধী দলনেতার এই উক্তি চলতি অধিবেশনে তাঁর বিরুদ্ধে বড় অস্ত্র হতে চলেছে । যখনই তারা কোনও বিষয় নিয়ে বিরোধিতা করবেন, আর সেখানে যদি শুভেন্দু অধিকারী থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে এই ডোন্ট টাচ মাই বডি স্লোগান দিয়েই তাঁর বিরোধিতা করা হবে ।

কলকাতা, 14 সেপ্টেম্বর: বুধবার বিধানসভায় অনুপস্থিত থেকেও ভাইরাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল নবান্ন অভিযানে বিরোধী দলনেতার বলা শব্দবন্ধ এ দিন শাসকদলের বিধায়কদের মুখে মুখে ফিরেছে । বিশেষ করে মহিলা বিধায়কদের একটা বড় অংশ কথায় কথায় বলে উঠছেন 'ডোন্ট টাচ মাই বডি' (Don't touch my body)। আই অ্যাম ফিমেল, ইউ আর মেল ৷'

প্রসঙ্গত গতকাল নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) শুরুতে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে পুলিশ আটকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । সে সময় শুভেন্দুর সঙ্গে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা, কথা কাটাকাটি হয় । আর তারই মাঝে কয়েকজন মহিলা পুলিশকর্মী তাঁকে আটক করার জন্য উদ্যোগী হলে তিনি বলে ওঠেন, 'ডোন্ট টাচ মাই বডি ৷ ইউ আর ফিমেল, আই অ্যাম মেল ।' এরপর থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্যকে সামনে রেখে লাগাতার কটাক্ষ ছুড়ে দিয়েছে ।

বিধানসভার অন্দরে এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র, জুন মালিয়া, অসীমা পাত্র-সহ একাধিক বিধায়ক । এ দিন লাভলি মৈত্র বলেন, "কাল যেটা হল একটা কমেডি ৷ ভালো লাগল দেখতে । শুধু তাই নয়, বিরোধী দলনেতার এই বক্তব্য সপ্তপদীর সেই বিখ্যাত ডায়লগ মনে করাচ্ছে ৷" এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, "বিরোধী দলনেতা বলছেন সব মহিলাদের মায়ের চোখে দেখেন কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা । সবচেয়ে বেশি খারাপ কথা তিনি তাঁর সম্পর্কেই বলেন । আর ওঁদের শাসিত রাজ্যে সবচেয়ে বেশি মহিলারা ধর্ষিত হয় ।" অপর তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেন, "আমার এই নিয়ে খুব বেশি কিছু বলার নেই ৷ তবে এই বক্তব্য শুনে আমার সপ্তপদীর রিনা ব্রাউনের কথা মনে পড়ে গেল ।"

বিধানসভায় ভাইরাল শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি'

আরও পড়ুন: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

এ দিন ব্যক্তিগত আলোচনাতেও ঘুরে ফিরে এসেছে এই ডোন্ট টাচ মি প্রসঙ্গ । বিধানসভার এই দিনের কর্মসূচি শেষে বেরোনোর সময় শাসক ও বিরোধী দলের বিধায়কেরা একে-অপরের সঙ্গে যখন কথা বলেন, সেখানে অন্তত রাজনৈতিক বিচ্ছেদ রেখা কখনওই থাকে না । এ দিন সেখানেই তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে দেখা গেল বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে বলছেন, "ডোন্ট টাচ মাই বডি, ইউ আর মেল, আই এম ফিমেল ।" বিজেপি বিধায়ক অবশ্যই একে হাসির ছলেই উড়িয়ে দিয়েছেন । পরে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করলে, তিনি বলেছেন, "শুভেন্দুদা কী বলেছেন, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না । এ বিষয়ে যা বলার তাঁকেই প্রশ্ন করবেন ।" এ দিকে তৃণমূল বিধায়কেরা জানিয়েছেন, বিরোধী দলনেতার এই উক্তি চলতি অধিবেশনে তাঁর বিরুদ্ধে বড় অস্ত্র হতে চলেছে । যখনই তারা কোনও বিষয় নিয়ে বিরোধিতা করবেন, আর সেখানে যদি শুভেন্দু অধিকারী থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে এই ডোন্ট টাচ মাই বডি স্লোগান দিয়েই তাঁর বিরোধিতা করা হবে ।

Last Updated : Sep 14, 2022, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.