ETV Bharat / city

Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি - সিবিআই

কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু অধিকারী ৷ স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিলেন তিনি ৷ তুললেন সিবিআই তদন্তের দাবি ৷

Suvendu Adhikari demands CBI probe in Kasba Vaccine Controversy
Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি
author img

By

Published : Jun 25, 2021, 8:20 PM IST

কলকাতা, 25 জুন : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ হঠাৎই হাজির হলেন সল্টলেকের স্বাস্থ্য ভবনে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে জমা দিলেন স্মারকলিপি ৷ তাঁর সাফ কথা, দেবাঞ্জন দেব (Debanjan Deb) একজন প্রতারক ৷ এমনকি, দেবাঞ্জনের সঙ্গে রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু ৷

শুভেন্দুর ইঙ্গিত, দিনের পর দিন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তৃণমূল নেতৃত্বের কাছাকাছি আসতে পেরেছিলেন দেবাঞ্জন ৷ আর সেই কারণেই তৃণমূলের একাধিক নেতার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ৷ এই ঘটনা একটা বড়সড় চক্রান্ত ৷ শুভেন্দুর মতে, কসবা টিকা কেলেঙ্কারির প্রকৃত সত্য সামনে আনতে প্রয়োজনে স্বতন্ত্র কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে ৷ এই প্রসঙ্গে সরাসরি সিবিআই তদন্তেরও দাবি তোলেন তিনি ৷

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, অসংখ্য মানুষ কসবার ওই টিকাকরণ কেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছেন ৷ আগামী দিনে এই ঘটনার জন্য তাঁদের যদি কোনও ক্ষতি হয়, তবে তার দায় কে নেবে ? শুভেন্দুর অভিযোগ, এই ঘটনার জেরে বড় কোনও অঘটন ঘটলে রাজ্য সরকার কেন্দ্রকেই দায়ী করত ৷ তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার ৷ দেবাঞ্জন ছাড়া আর কারা রয়েছেন এর পিছনে, তা প্রকাশ্যে আসা দরকার ৷

প্রসঙ্গত, এদিন সকালেই বিজেপির তরফে কসবা টিকা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের দাবি তোলা হয় ৷ বিজেপি নেতা তথা সংগঠনের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হন ৷ শুভেন্দু গোটা ঘটনায় যেভাবে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন, সায়ন্তনের গলাতেও কার্যত সেই একই সুর শোনা যায় ৷

আরও পড়ুন : ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে ঘটনার পুননির্মাণ করল কলকাতা পুলিশ

অন্যদিকে, এদিন শুভেন্দু অধিকারী করোনার টিকাকরণ নিয়ে রাজ্য সরকারের ‘আমরা-ওরা’ নীতিরও সমালোচনা করেন ৷ শুভেন্দুর অভিযোগ, বিজেপি কর্মীদের বেছে বেছে আলাদা করা হচ্ছে ৷ শুধুমাত্র বিজেপি করায় তাঁদের টিকা দেওয়া হচ্ছে না ৷ অন্যদিকে, তৃণমূল কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের টিকাকরণে কোনও সমস্য়াই হচ্ছে না ৷

শুভেন্দু অধিকারীর দাবি, এখনও পর্যন্ত রাজ্য সরকার 2 কোটি টিকা পেয়েছে ৷ যার মধ্যে কেন্দ্র দিয়েছে 1 কোটি 83 লাখ টিকা ৷ অন্যদিকে, রাজ্য টিকা কিনেছে মাত্র 17 লাখ ৷ এদিন কলকাতার আশাপাশের বিজেপি বিধায়করা-সহ দলের চিকিৎসক সেলের উপদেষ্টা তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারও স্বাস্থ্য ভবনে আসেন ৷

কলকাতা, 25 জুন : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ হঠাৎই হাজির হলেন সল্টলেকের স্বাস্থ্য ভবনে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে জমা দিলেন স্মারকলিপি ৷ তাঁর সাফ কথা, দেবাঞ্জন দেব (Debanjan Deb) একজন প্রতারক ৷ এমনকি, দেবাঞ্জনের সঙ্গে রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু ৷

শুভেন্দুর ইঙ্গিত, দিনের পর দিন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তৃণমূল নেতৃত্বের কাছাকাছি আসতে পেরেছিলেন দেবাঞ্জন ৷ আর সেই কারণেই তৃণমূলের একাধিক নেতার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ৷ এই ঘটনা একটা বড়সড় চক্রান্ত ৷ শুভেন্দুর মতে, কসবা টিকা কেলেঙ্কারির প্রকৃত সত্য সামনে আনতে প্রয়োজনে স্বতন্ত্র কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে ৷ এই প্রসঙ্গে সরাসরি সিবিআই তদন্তেরও দাবি তোলেন তিনি ৷

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, অসংখ্য মানুষ কসবার ওই টিকাকরণ কেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছেন ৷ আগামী দিনে এই ঘটনার জন্য তাঁদের যদি কোনও ক্ষতি হয়, তবে তার দায় কে নেবে ? শুভেন্দুর অভিযোগ, এই ঘটনার জেরে বড় কোনও অঘটন ঘটলে রাজ্য সরকার কেন্দ্রকেই দায়ী করত ৷ তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার ৷ দেবাঞ্জন ছাড়া আর কারা রয়েছেন এর পিছনে, তা প্রকাশ্যে আসা দরকার ৷

প্রসঙ্গত, এদিন সকালেই বিজেপির তরফে কসবা টিকা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের দাবি তোলা হয় ৷ বিজেপি নেতা তথা সংগঠনের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হন ৷ শুভেন্দু গোটা ঘটনায় যেভাবে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন, সায়ন্তনের গলাতেও কার্যত সেই একই সুর শোনা যায় ৷

আরও পড়ুন : ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে ঘটনার পুননির্মাণ করল কলকাতা পুলিশ

অন্যদিকে, এদিন শুভেন্দু অধিকারী করোনার টিকাকরণ নিয়ে রাজ্য সরকারের ‘আমরা-ওরা’ নীতিরও সমালোচনা করেন ৷ শুভেন্দুর অভিযোগ, বিজেপি কর্মীদের বেছে বেছে আলাদা করা হচ্ছে ৷ শুধুমাত্র বিজেপি করায় তাঁদের টিকা দেওয়া হচ্ছে না ৷ অন্যদিকে, তৃণমূল কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের টিকাকরণে কোনও সমস্য়াই হচ্ছে না ৷

শুভেন্দু অধিকারীর দাবি, এখনও পর্যন্ত রাজ্য সরকার 2 কোটি টিকা পেয়েছে ৷ যার মধ্যে কেন্দ্র দিয়েছে 1 কোটি 83 লাখ টিকা ৷ অন্যদিকে, রাজ্য টিকা কিনেছে মাত্র 17 লাখ ৷ এদিন কলকাতার আশাপাশের বিজেপি বিধায়করা-সহ দলের চিকিৎসক সেলের উপদেষ্টা তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারও স্বাস্থ্য ভবনে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.