কলকাতা, 14 সেপ্টেম্বর : শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) । বিচারপতি রাজশেখর মানথা আগামী মঙ্গলবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন । হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অনৈতিক কার্যকলাপের তদন্ত শুরু করেছিল পুলিশ ।
জানুয়ারি মাসে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি । শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনিও তৃণমূল ছাড়েন । তাঁর বিরুদ্ধে হলদিয়া বন্দরে তোলাবাজির পাশাপাশি টেন্ডার দুর্নীতির অভিযোগ তোলে শাসকদল । গত 5 সেপ্টেম্বর তাঁকে পলাতক বলে ঘোষণা করে হলদিয়া মহকুমা আদালত । এরপরই পুলিশ শ্যামল আদকের হলদিয়ার ফ্ল্যাটে গিয়ে নোটিশ দেয় ।
যদিও শ্যামল আদকের দাবি, শুভেন্দু অধিকারী দলবদলের পর থেকে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়েছে ৷ একের পর এক তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে । এর আগে শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল বেরার বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছিল পুলিশ । তাঁকেও একই রকম ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । আগামী মঙ্গলবার ফের শুনানি এই মামলার ।
আরও পড়ুন : Suvendu Adhikari : শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময়, সরকারি টেন্ডার নিয়ে কটাক্ষ শুভেন্দুর