ETV Bharat / city

Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

শোকে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) স্মরণসভায় যাননি তিনি ৷ অথচ ইকো পার্কের পার্টিতে গিয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধে এ কথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

suvendu-adhikari-attacks-mamata-banerjee-for-attending-eco-park-party-instead-of-subrata-mukherjees-condolence
শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু
author img

By

Published : Nov 10, 2021, 2:30 PM IST

কলকাতা, 10 নভেম্বর: সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে তিনি এতটাই শোকাহত ছিলেন যে, বিদায়ী পঞ্চায়েত মন্ত্রীর স্মরণসভায় তিনি হাজির থাকতে পারেননি ৷ অথচ তার পরিবর্তে সে দিনই তিনি ইকো পার্কের বিলাসবহুল পার্টিতে যোগ দিলেন, যেখানে 1000-এরও বেশি অতিথি 30টিরও বেশি সুস্বাদি মেনু সহকারে পিকনিক করছিলেন ৷ নাম না-করে এ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

কালীপুজোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূলের অন্যতম নির্ভরযোগ্য ও প্রবীণ সদস্য সুব্রত মুখোপাধ্যায় ৷ সে দিন হাসপাতালে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আলোর দিনে যে এত বড় অন্ধকার নেমে আসবে ভাবতে পারিনি ৷" সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ তিনি দেখতে পারবেন না বলেও জানিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ এরপর প্রয়াত নেতার শেষকৃত্য এমনকী স্মরণসভাতেও দেখা যায়নি তাঁকে ৷

যে দিন সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভা ছিল, সে দিন ইকো পার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ৷ সেখানে বসেছিল চাঁদের হাট ৷ তৃণমূলের নেতারা ছাড়াও সেখানে দেখা গিয়েছে টলিউডের নামী তারকাদের ৷ সে দিনের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এই ঘটনাই তুলে ধরে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত

সরাসরি নাম না-করে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, "কোনও একজন এই ধারণার প্রতিষ্ঠা করার খুব চেষ্টা করেছিলেন যে, তাঁর শোক এতটাই বেশি ছিল, তিনি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভাতে যোগ দেওয়ার অবস্থাতেও ছিলেন না ৷ তবে তার পরিবর্তে ইকো পার্কের মিষ্টিকা ব্যাঙ্কোয়েটের বিলাসবহুল পার্টিতে 30টিরও বেশি সুস্বাদু মেনু-সহযোগে 1000-এরও বেশি অতিথির পিকনিকে তিনি উপস্থিত থাকাকে বেছে নিয়েছিলেন ৷"

suvendu-adhikari-attacks-mamata-banerjee-for-attending-eco-park-party-instead-of-subrata-mukherjees-condolence
শুভেন্দুর টুইট

রাজ্যের আর্থিক সমস্যার পরিস্থিতিতে এই বিরাট পার্টি আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইটে আরও লেখেন, "উজ্জ্বল সিনহার ফার্মের আয়োজন, কেভেন্টারের (যারা মেট্রো ডেয়ারির শেয়ার কিনেছিল) সঙ্গেও এর সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ খরচ হয়েছে প্রায় 1 কোটি ৷ কোনওরকম টেন্ডার ডাকা হয়নি ৷ এই সবকিছু এমন একটা সময়ে হয়েছে, যখন রাজ্যের আর্থিক অবস্থা টালমাটাল এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যখন জ্বলছেন ৷"

আরও পড়ুন: Subrata Mukherjee : সুব্রতর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল

করোনার কারণে গত বছর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এ বার সেই উপলক্ষে চাঁদের হাট বসে নিউটাউনে ৷ রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো দলের তারকারা ছাড়াও ছিলেন টলিউডের অনেক পরিচিত মুখ ৷

সেখানে দেখা গিয়েছে নীল ভট্টাচার্য, তৃণা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন-সহ আরও অনেককে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, সুব্রতর বর্ণময় রাজনৈতিক জার্নি

কলকাতা, 10 নভেম্বর: সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে তিনি এতটাই শোকাহত ছিলেন যে, বিদায়ী পঞ্চায়েত মন্ত্রীর স্মরণসভায় তিনি হাজির থাকতে পারেননি ৷ অথচ তার পরিবর্তে সে দিনই তিনি ইকো পার্কের বিলাসবহুল পার্টিতে যোগ দিলেন, যেখানে 1000-এরও বেশি অতিথি 30টিরও বেশি সুস্বাদি মেনু সহকারে পিকনিক করছিলেন ৷ নাম না-করে এ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

কালীপুজোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূলের অন্যতম নির্ভরযোগ্য ও প্রবীণ সদস্য সুব্রত মুখোপাধ্যায় ৷ সে দিন হাসপাতালে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আলোর দিনে যে এত বড় অন্ধকার নেমে আসবে ভাবতে পারিনি ৷" সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ তিনি দেখতে পারবেন না বলেও জানিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ এরপর প্রয়াত নেতার শেষকৃত্য এমনকী স্মরণসভাতেও দেখা যায়নি তাঁকে ৷

যে দিন সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভা ছিল, সে দিন ইকো পার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ৷ সেখানে বসেছিল চাঁদের হাট ৷ তৃণমূলের নেতারা ছাড়াও সেখানে দেখা গিয়েছে টলিউডের নামী তারকাদের ৷ সে দিনের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এই ঘটনাই তুলে ধরে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত

সরাসরি নাম না-করে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, "কোনও একজন এই ধারণার প্রতিষ্ঠা করার খুব চেষ্টা করেছিলেন যে, তাঁর শোক এতটাই বেশি ছিল, তিনি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভাতে যোগ দেওয়ার অবস্থাতেও ছিলেন না ৷ তবে তার পরিবর্তে ইকো পার্কের মিষ্টিকা ব্যাঙ্কোয়েটের বিলাসবহুল পার্টিতে 30টিরও বেশি সুস্বাদু মেনু-সহযোগে 1000-এরও বেশি অতিথির পিকনিকে তিনি উপস্থিত থাকাকে বেছে নিয়েছিলেন ৷"

suvendu-adhikari-attacks-mamata-banerjee-for-attending-eco-park-party-instead-of-subrata-mukherjees-condolence
শুভেন্দুর টুইট

রাজ্যের আর্থিক সমস্যার পরিস্থিতিতে এই বিরাট পার্টি আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইটে আরও লেখেন, "উজ্জ্বল সিনহার ফার্মের আয়োজন, কেভেন্টারের (যারা মেট্রো ডেয়ারির শেয়ার কিনেছিল) সঙ্গেও এর সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ খরচ হয়েছে প্রায় 1 কোটি ৷ কোনওরকম টেন্ডার ডাকা হয়নি ৷ এই সবকিছু এমন একটা সময়ে হয়েছে, যখন রাজ্যের আর্থিক অবস্থা টালমাটাল এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যখন জ্বলছেন ৷"

আরও পড়ুন: Subrata Mukherjee : সুব্রতর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল

করোনার কারণে গত বছর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এ বার সেই উপলক্ষে চাঁদের হাট বসে নিউটাউনে ৷ রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো দলের তারকারা ছাড়াও ছিলেন টলিউডের অনেক পরিচিত মুখ ৷

সেখানে দেখা গিয়েছে নীল ভট্টাচার্য, তৃণা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন-সহ আরও অনেককে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, সুব্রতর বর্ণময় রাজনৈতিক জার্নি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.