ETV Bharat / city

Suvendu Adhikari Attacked: "প্রতারিতদের চোখের জল বৃথা যাবে না",পার্থর গ্রেফতারি নিয়ে দাবি শুভেন্দুর - Suvendu and Dilip attacked TMC

পার্থর গ্রেফতারি নিয়ে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, প্রতারিতদের কান্না বৃথা যাবে না ৷ তৃণমূলের দুর্নীতির জলে পার্থ চট্টোপাধ্যায়কে গভীর জলের মাছ বলে কটাক্ষ করেছেন দিলীপও (Suvendu and Dilip attacked TMC) ৷

Suvendu Adhikari Attacked
প্রতারিতদের চোখের জল বৃথা যাবে না
author img

By

Published : Jul 23, 2022, 1:19 PM IST

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য এবং মেধাবি চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়,পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তাঁদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন তার প্রভাব পড়তে শুরু হয়েছে (Leader of the opposition thanked Culcutta High Court)। মহামান্য হাইকোর্টকে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।''

বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই প্রায় সমস্ত ঘটনাতেই রাজ্য প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব গ্রেফতার হওয়ার পর যে সেই আক্রমণের ধার যে আরও বাড়বে তা বলাই যায় ৷ সেই মতো সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন শুভেন্দু ৷

  • I would like to express my gratitude to the Hon'ble Calcutta High Court for considering the plea of eligible meritorious candidates who were denied appointment as Teachers by SSC.
    The legal action that followed has started to yield results. Tears of a generation won't go in vain.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?

বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ টুইটও করে কটাক্ষ করেন পার্থকে ৷ তিনি বলেন, "তৃণমূলের দুর্নীতির জলে পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ ৷" বিজেপির মতো কড়া আক্রমণ করেছে সিপিএমও ৷ সুজন চক্রবর্তীর দাবি ক্ষমতা থাকলে মমতার উচিত সিজিও কমপ্লেক্সে গিয়ে ধরনা দেওয়া ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের প্রসঙ্গ টেনে আনেন সুজন ৷ সারদার তদন্তে 2019 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজীবের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা ৷ তার প্রতিবাদে ধর্মতলায় 'সত্যাগ্রহ' শুরু করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এরপর গত বিধানসভা নির্বাচনের পর নারদকাণ্ডে রাজ্যের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই ৷ খবর পেয়ে সে সময় নিজাম প্যালেসের সিবিআই দফতরে যান মমতা ৷ এদিন পার্থকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই রাজীব কুমারের ঘটনারই উল্লেখ করলেন সুজন ৷

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য এবং মেধাবি চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়,পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তাঁদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন তার প্রভাব পড়তে শুরু হয়েছে (Leader of the opposition thanked Culcutta High Court)। মহামান্য হাইকোর্টকে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।''

বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই প্রায় সমস্ত ঘটনাতেই রাজ্য প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব গ্রেফতার হওয়ার পর যে সেই আক্রমণের ধার যে আরও বাড়বে তা বলাই যায় ৷ সেই মতো সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন শুভেন্দু ৷

  • I would like to express my gratitude to the Hon'ble Calcutta High Court for considering the plea of eligible meritorious candidates who were denied appointment as Teachers by SSC.
    The legal action that followed has started to yield results. Tears of a generation won't go in vain.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?

বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ টুইটও করে কটাক্ষ করেন পার্থকে ৷ তিনি বলেন, "তৃণমূলের দুর্নীতির জলে পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ ৷" বিজেপির মতো কড়া আক্রমণ করেছে সিপিএমও ৷ সুজন চক্রবর্তীর দাবি ক্ষমতা থাকলে মমতার উচিত সিজিও কমপ্লেক্সে গিয়ে ধরনা দেওয়া ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের প্রসঙ্গ টেনে আনেন সুজন ৷ সারদার তদন্তে 2019 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজীবের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা ৷ তার প্রতিবাদে ধর্মতলায় 'সত্যাগ্রহ' শুরু করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এরপর গত বিধানসভা নির্বাচনের পর নারদকাণ্ডে রাজ্যের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই ৷ খবর পেয়ে সে সময় নিজাম প্যালেসের সিবিআই দফতরে যান মমতা ৷ এদিন পার্থকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই রাজীব কুমারের ঘটনারই উল্লেখ করলেন সুজন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.