ETV Bharat / city

5 জন নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট - new judges

কলকাতা হাইকোর্টের এই নতুন পাঁচজন বিচারপতি নিযুক্ত হলে মোট বিচারপতির সংখ্যা হবে 47 । যেখানে বিচারপতি পদের সংখ্যা 72 । তবে কবে নতুন বিচারপতিরা কাজে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 26, 2019, 6:41 AM IST

কলকাতা, 26 জুলাই : সুপ্রিমকোর্ট কলেজিয়ামের সুপারিশে পাঁচজন নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট ৷ দেশের শীর্ষ আদালতের একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ নতুন পাঁচ বিচারপতির নাম জয়তোষ মজুমদার, অমিতেশ ব্যানার্জি, রাজা বসু চৌধুরি, লাপিতা ব্যানার্জি ও শাক্য সেন ৷

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ আরও দুই বিচারপতি এস এ বোবদে ও এন ভি রামান্নার কলেজিয়াম উক্ত পাঁচজনকে মনোনীত করেছেন । 2018 সালের 17 ডিসেম্বর সুপ্রিমকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের জন্য মোট ন'জনের নাম সুপারিশ করেছিলেন । এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মতামত এবং অন্য বিভিন্ন দিক খতিয়ে দেখে কলেজিয়াম উক্ত পাঁচ জনকে মনোনীত করে ।

কলকাতা হাইকোর্টের এই নতুন পাঁচজন বিচারপতি নিযুক্ত হলে বিচারপতির সংখ্যা হবে 47 । যেখানে বিচারপতি পদের সংখ্যা 72 জন । তবে কবে নতুন বিচারপতিরা কাজে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷

কলকাতা, 26 জুলাই : সুপ্রিমকোর্ট কলেজিয়ামের সুপারিশে পাঁচজন নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট ৷ দেশের শীর্ষ আদালতের একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ নতুন পাঁচ বিচারপতির নাম জয়তোষ মজুমদার, অমিতেশ ব্যানার্জি, রাজা বসু চৌধুরি, লাপিতা ব্যানার্জি ও শাক্য সেন ৷

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ আরও দুই বিচারপতি এস এ বোবদে ও এন ভি রামান্নার কলেজিয়াম উক্ত পাঁচজনকে মনোনীত করেছেন । 2018 সালের 17 ডিসেম্বর সুপ্রিমকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের জন্য মোট ন'জনের নাম সুপারিশ করেছিলেন । এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মতামত এবং অন্য বিভিন্ন দিক খতিয়ে দেখে কলেজিয়াম উক্ত পাঁচ জনকে মনোনীত করে ।

কলকাতা হাইকোর্টের এই নতুন পাঁচজন বিচারপতি নিযুক্ত হলে বিচারপতির সংখ্যা হবে 47 । যেখানে বিচারপতি পদের সংখ্যা 72 জন । তবে কবে নতুন বিচারপতিরা কাজে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷

Intro:নতুন পাচজন বিচারপতি পেলো কলকাতা হাইকোর্ট Body:
মানস নস্কর---

নতুন পাচজন বিচারপতি পেলো কলকাতা হাইকোর্ট

কলকাতা ২৫ জুলাই ঃ
নতুন পাচজন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট -
১.জয়তোষ মজুমদার
২.অমিতেষ ব্যানার্জি
৩.রাজা বসু চৌধুরী
৪.শ্রীমতী লাপিতা ব্যানার্জি
৫.সাক্য সেন
সুপ্রিমকোর্ট কলেজিয়ামের সুপারিশ ক্রমে ই তাদের বিচারপতি পদে নিযুক্ত করা হচ্ছে বলে সুপ্রিমকোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুপ্রিমকোর্টের প্রধানবিচারপতি রঞ্জন গগৈ সহ আরো দুই বিচারপতি এস এ বোবদে ও এন ভি রামান্নার কলেজিয়াম উক্ত পাচজনকে মনোনীত করেছেন।১৭ ডিসেম্বর ২০১৮ তে সুপ্রিমকোর্টের তৎকালীন প্রধানবিচারপতি মোট নজনের নাম সুপারিশ করেছিল। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বিভিন্ন কতৃপক্ষের মতামত ও অন্যান্য আরো বিভিন্ন দিক খতিয়ে দেখে কলেজিয়াম উক্ত পাচ জনকে মনোনীত করেছে।

কলকাতা হাইকোর্টের এই নতুন পাচজন বিচারপতি নিজুক্ত হতেই বর্তমানে হাইকোর্টের বিচারপতির সংখ্যা দাড়াল ৪৫।।কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা হচ্ছে ৭২ জন।তবে কবে থেকে এই নতুন পাচ বিচারপতি কাজে যোগ দেবেন সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.