ETV Bharat / city

স্কুল সার্ভিসের সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে : কমিশন - Interview List of SSC

10 জুলাই পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকা । তবে, কমিশন জানাচ্ছে স্কুল সার্ভিসের সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 11, 2019, 10:21 AM IST

Updated : Jul 11, 2019, 11:36 AM IST

কলকাতা, 11 জুলাই : প্রশিক্ষিত প্রার্থী থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডাকা হচ্ছে । হাইকোর্টে এই অভিযোগ তুলে একটি মামলা করা হয় । 1 জুলাই স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউ তালিকা নিয়ে মামলাকারীদের তরফে প্রশ্ন তোলা হয়। সেই তালিকাতে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্ট কমিশনকে নির্দেশ দেয় যে, 10 জুলাইয়ের মধ্যে গেজেটের নিয়মের 2 (e) অনুযায়ী আপার প্রাইমারির সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে । এর পরই কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন, তাঁরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই কাজ করবেন । কিন্তু, সরাসরি তালিকা প্রকাশ করা হচ্ছে কি না তা নিয়ে কিছু বলেননি চেয়ারম্যান । 10 জুলাই রাত 12 টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকাও ।

1 জুলাই একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল । হাইকোর্টের নির্দেশ মতো সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কি প্রকাশ করা হবে? গতকাল এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "যেটা বলেছে কোর্ট তাই করা হবে।" কিন্তু, একাধিকবার নতুন ইন্টারভিউ তালিকা দেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি চেয়ারম্যান। হাইকোর্টের নিয়ম মেনে সাপ্লিমেন্টেড তালিকা প্রকাশ করা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিকের বক্তব্য, "মেরিট অনুযায়ীই ডাকা হয়েছে।"

তাহলে কি 1 জুলাইয়ের তালিকাই চূড়ান্ত? প্রকাশ করা হবে না নতুন তালিকা? ওই আধিকারিক বলেন, "আমরা নিয়ম মেনেই 1 জুলাইয়ের তালিকা দিয়েছি । আমি যে তালিকা দিয়েছি তাতে কী ভুল রয়েছে সেটা তো চিহ্নিত করতে হবে । সেই ভুলটা চিহ্নিত করার পরই তো আরেকটা দেব ।"

কলকাতা, 11 জুলাই : প্রশিক্ষিত প্রার্থী থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডাকা হচ্ছে । হাইকোর্টে এই অভিযোগ তুলে একটি মামলা করা হয় । 1 জুলাই স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউ তালিকা নিয়ে মামলাকারীদের তরফে প্রশ্ন তোলা হয়। সেই তালিকাতে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্ট কমিশনকে নির্দেশ দেয় যে, 10 জুলাইয়ের মধ্যে গেজেটের নিয়মের 2 (e) অনুযায়ী আপার প্রাইমারির সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে । এর পরই কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন, তাঁরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই কাজ করবেন । কিন্তু, সরাসরি তালিকা প্রকাশ করা হচ্ছে কি না তা নিয়ে কিছু বলেননি চেয়ারম্যান । 10 জুলাই রাত 12 টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকাও ।

1 জুলাই একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল । হাইকোর্টের নির্দেশ মতো সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কি প্রকাশ করা হবে? গতকাল এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "যেটা বলেছে কোর্ট তাই করা হবে।" কিন্তু, একাধিকবার নতুন ইন্টারভিউ তালিকা দেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি চেয়ারম্যান। হাইকোর্টের নিয়ম মেনে সাপ্লিমেন্টেড তালিকা প্রকাশ করা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিকের বক্তব্য, "মেরিট অনুযায়ীই ডাকা হয়েছে।"

তাহলে কি 1 জুলাইয়ের তালিকাই চূড়ান্ত? প্রকাশ করা হবে না নতুন তালিকা? ওই আধিকারিক বলেন, "আমরা নিয়ম মেনেই 1 জুলাইয়ের তালিকা দিয়েছি । আমি যে তালিকা দিয়েছি তাতে কী ভুল রয়েছে সেটা তো চিহ্নিত করতে হবে । সেই ভুলটা চিহ্নিত করার পরই তো আরেকটা দেব ।"

Intro:কলকাতা, ১১ জুলাই: প্রশিক্ষিত প্রার্থী থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডাকা হচ্ছে। হাইকোর্টে এই নিয়ে করা একটি মামলায় স্কুল সার্ভিস কমিশনের ১ জুলাই প্রকাশিত ইন্টারভিউ তালিকা নিয়ে মামলাকারীদের তরফে প্রশ্ন তোলা হয়। সেই তালিকাতে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্ট গত ৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় যে, ১০ জুলাইয়ের মধ্যে গেজেটের নিয়মের ২(e) অনুযায়ী আপার প্রাইমারির সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। হাইকোর্টের নির্দেশ মোতাবেক কোথায় সেই তালিকা? গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন, তাঁরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই কাজ করবেন। কিন্তু, সরাসরি তালিকা প্রকাশ করা হচ্ছে কিনা তা নিয়ে কিছু বলেননি চেয়ারম্যান। তা সত্ত্বেও ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনো নতুন তালিকা।

Body:গত ১ জুলাই একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল। তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল। সেই তালিকা গত ৪ জুলাই হাইকোর্টে পেশ করলে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে হাইকোর্ট নির্দেশ দেয়, কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে ২০১৬-র রুলসের ২(e) অনুযায়ী ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য যে সকল প্রার্থীরা সর্টলিস্টেড হয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে। এই সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা ১০ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

হাইকোর্টের নির্দেশ মোতাবেক সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কি প্রকাশ করা হবে? গতকাল এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেছিলেন, "যেটা বলেছে কোর্ট তাই করা হবে। আমরা যা করার করছি।" কিন্তু, একাধিকবার নতুন ইন্টারভিউ তালিকা দেওয়া হচ্ছে কিনা জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি চেয়ারম্যান। হাইকোর্টের নিয়ম মেনে কি সাপ্লিমেন্টেড তালিকা প্রকাশ করা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিকের বক্তব্য, "মেরিট অনুযায়ীই ডাকা হয়েছে। মার্কসটা আমাদের দেওয়ার কথা নয় এখনি। আমাদের রুল অনুযায়ী যা করবার আমরা করেছি।" ওই আধিকারিকের বক্তব্যেও মেলেনি নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে কিনা তার উত্তর।

স্কুল সার্ভিস কমিশনের আর এক আধিকারিক বলেন, "২(e) হচ্ছে ডেফিনেশন অফ ইন্টারভিউ লিস্ট। এতে কীভাবে ইন্টারভিউ লিস্ট তৈরি করতে হবে সেটা বোঝাচ্ছে। ইন্টারভিউ লিস্টে যাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডেকেছি তাদের নাম থাকবে ক্যাটাগরি ওয়াইজ আন দ্য বেসিস অফ মেরিট। মেরিট বলতে ওই প্রার্থীর টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, প্রফেশনাল ও এডুকেশননাল নম্বর। আমরা তো এই তিনটের উপর ভিত্তি করেই লিস্টটা বানিয়েছি। এই ইন্টারভিউ প্রকাশের ক্ষেত্রে অল ডিটেইলস দিতে বলা হয়েছে। তার মধ্যে কিন্তু নম্বরটা আসে না। অল ডিটেইলস বলতে যে ডিটেইলস দিয়ে প্রার্থীদের আমরা চিহ্নিত করতে পারব।"

তাহলে কি ১ জুলাইয়ের তালিকাই চূড়ান্ত? প্রকাশ করা হবে না নতুন তালিকা? ওই আধিকারিক বলেন, "আমরা নিয়ম মেনেই ১ জুলাইয়ের তালিকা দিয়েছি। আমি যে তালিকা দিয়েছি তাতে কী ভুল রয়েছে সেটা তো চিহ্নিত করতে হবে। সেই ভুলটা চিহ্নিত করার পরই তো আরেকটা দেব। আমরা অ্যাডভোকেটের কাছে ইন্টারপ্রিটেশন চেয়েছি হাইকোর্টের নির্দেশের। সেটা অ্যাডভোকেট এখনও আমাদের পরিষ্কার করে বলেনি। অ্যাডভোকেট জানার চেষ্টা করছে যে, আমরা যে তালিকা দিয়েছি তাতে আর কী চাইছে কোর্ট। লিস্ট মানে র্যাঙ্কের উল্লেখ নয়। লিস্ট মানে তালিকা। ইন্টারভিউ লিস্টে র্যাঙ্ক হবে না। প্যানেলে র্যাঙ্ক হবে। আমরা অ্যাডভোকেটের কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছি বিষয়টা নিয়ে। এবার দেখা যাক।" স্কুল সার্ভিস কমিশনের মতে, তাঁরা গেজেটের রুল পড়ে যা বোধগম্য করেছেন সেই অনুযায়ীই ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছেন। হাইকোর্ট কী চাইছে সেটা তাঁদের কাছে পরিষ্কার নয় বলেই দাবি ওই আধিকারিকের। তাঁর বক্তব্য, "তাই আমরা ওই লিস্টে কী ঢোকাবো, কী বার করব সেটা নিয়ে দ্বিধায় রয়েছি। তাই আমরা ইন্টারপ্রিটেশন চেয়েছি যদি, ইন্টারপ্রিটেশন বলা হয় এটা যুক্ত করে নতুন লিস্ট দিতে সেটা দিয়ে দেব। নাহলে ১২ তারিখে মামলাটা আবার উঠবে। সেখানে আমাদের অ্যাডভোকেট বলবেন, আমরা নিয়ম মেনেই তালিকা তৈরি করেছি।"Conclusion:
Last Updated : Jul 11, 2019, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.